শ্রাবণ কুমার ১০ বছর ধরে মৃত্যুমুখ থেকে হাজারো মানুষকে উদ্ধার করে নতুন জীবন দান করছেন এই তরুণ শ্রাবণ কুমার, এমন একজন ব্যাক্তি যিনি দৃষ্টান্ত স্থাপন করছেন, পৃথিবীতে এখনও এমন মানুষ আছে যারা নিজের আগে মানুষের জন্য বাঁচে।
বিশ্বজুড়ে যেখানে মানুষ একে অপরের সাথে লড়ছে এগিয়ে চলার তাগিদে, খুন, লড়াই, হিংসা, দ্বন্দ্ব, জেতা, হারা এসব কিছুর কাছে ভুলিয়ে দিচ্ছে নিজেকে৷ যেখানে মানুষ মানুষের প্রতি বিশ্বাস রাখতে পারছে না সেখানে এখনও এমন কিছু মানুষ আছে যারা প্রমাণ করে দিচ্ছে ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’।
এখনও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের কথা না ভেবে অপরের ভালোর জন্য ঝাঁপিয়ে পরে, এমনই একজন হলেন শ্রাবণ কুমার। বিগত দশবছর ধরে গঙ্গায় ডুবন্ত মানুষদের ডাঙায় তুলে নতুন জীবন দিচ্ছেন তিনি। এতদিনে হাজার অধিক মানুষের প্রাণ ফিরিয়েছে সে।
কেউ স্ব-ইচ্ছায় আসেন গঙ্গার বুকে নিজেকে ভাসিয়ে দিতে কেউ আবার দুর্ঘটনাবশত পড়ে যান নদীতে। ২২ বছরের শ্রাবণ নদীতে ডুবে যাওয়া মানুষদের উদ্ধার করতে ঝাপিয়ে পড়েন। মানুষকে বাঁচানোই তাঁর জীবনের একমাত্র ব্রত বলে মনে করেন তিনি।
আরো পড়ুন,কাজল আগরওয়ালকে কনের মতো দেখতে সুন্দর মনে হয়েছে; ছবি দেখুন
মানুষকে বাঁচাতে জীবিকাও বেছে নিয়েছেন নদীর ধারেই। মুজ্জফরনগরের বিখ্যাত শুকরাততাল ঘাটের পাশে ফুল ও প্রসাদ বিক্রি করে কোনওমতে সংসার চালায় শ্রাবণ।দোকান থকে সারাক্ষণ নজর থাকে জলের উপর।
আট বছর বয়স থেকেই কাজ শুরু করে সে, তাঁর বাবা অসুস্থ, পরিবারের সকলের দায়িত্ব তার কাধে, তবে অন্যের জীবন বাঁচিয়ে কোনও রকম টাকা সে নেয় না, এটা তার ব্রত, রোজগারের পথ নয়।
এতবছর ধরে এই মহান কাজের সাথে যুক্ত শ্রাবণ এখন লোক দেখলেই বুঝে যায় কে আত্মহত্যা করতে নদীতে পড়েগেছেন আর কে দূর্ঘটনাবশত।
সে মনে করে জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হল সময়, কয়েক সেকেন্ড সময়ের কারনেও বিপদ ঘটে যায়।
তবে মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে অনেক সময় নদীতে মোবাইল ফোন হারিয়েছে শ্রাবণের। ডুবে যাওয়া মানুষকে উদ্ধার করার সময় পকেট থেকে মোবাইল ফোন বের করার কথা মনে থাকে না তার। শুধু যে মোবাইল ফোন হারিয়ে যায় তাই নয়, স্থানীয় হনুমানরা তার নদীতে ঝাঁপ দেওয়ার সময় প্রসাদ নিয়ে পালায়। একমাত্র রোজগারের পথ প্রসাদ বিক্রি, তাতেও মাঝে মধ্যেই বাঁধা আসে ।
তবে এসব কিছুকে গুরুত্ব না দিয়ে মানুষের পাশে থাকার ব্রত থেকে কখনও নিজেকে ফিরিয়ে নেন নি শ্রাবণ। মানুষের জীবন বাঁচিয়ে তার মনে আসে শান্তি । শ্রাবণের বক্তব্য ভগবান তাকে এই জন্যই পৃথিবীতে এনেছেন৷ মানুষের প্রাণ বাঁচিয়ে ধন্য সে।
তিনবছর আগে ১৫ বয়সী এক কিশোর নদীর অনেক গভীরে তলিয়ে যাচ্ছিল, মৃত্যুমুখ থেকে তাকে ডাঙায় তুলেছিল শ্রাবণ, আধঘন্টা পর ওই কিশোরের প্রাণ ফেরে, প্রতিবছর সে শ্রাবণের সাথে দেখা করে যায়, এটাই প্রাপ্তি বড় প্রাপ্তি শ্রাবণের কাছে।
নিজের জীবন ঝুঁকি রেখে হাজারো মানুষের প্রাণ বাঁচিয়েছেন ওই যুবক জানিয়েছেন শুকরাততাল পীঠের মহা মণ্ডলেশ্বর।
স্থানীয় পুলিশ স্টেশনের সকলেই উচ্ছ্বসিত শ্রাবণের এই মহৎ কাজ নিয়ে। এসএসপি মুজফ্ফরনগর অভিষেক যাদব জানিয়েছেন পুলিশের অনেক কাজ সহজ করে দেন শ্রাবণ। শুধু নদী থেকে মানুষকে উদ্ধার করেই নয় পুলিশের কাজেও সাহায্য করে সে৷ একবার গাড়ি দুর্ঘটনায় শ্রাবণ পুলিশের সাহায্য করেছেন। যাদের শ্রাবণ বাঁচিয়েছেন তেমন অনেকেই এখনও যোগাযোগ রেখে গিয়েছেন শ্রাবণের সাথে।
আরো পড়ুন,নেহা কাক্কর রোহানপ্রীত সিংয়ের বিবাহ অনুষ্ঠান থেকে ‘গ্রেটেস্ট ক্লিক’ দেখুন
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More