মাত্র চার বছর থেকে ভজন গাওয়া শুরু করেন নেহা কক্কর। ২০২০ সালের ২৪ অক্টোবরে গায়ক রোহনপ্রীত সিং এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন নেহা।
গায়িকা নেহা কক্করের জীবনে অনেক কঠিন সময় অতিক্রম করার পর দেখা দিয়েছিল সাফল্য , অভিনেতা হিমাংশ কোহলির সাথে বিচ্ছেদ, ডিপ্রেশন কাটিয়ে স্বপ্নের রাজপুত্র রোহনপ্রীত সিং এর সাথে দেখা হয় গানের অ্যালবামের শুটিং এ।
1988 সালের 6 জুন ঋষিকেশে জন্মগ্রহণ করেন নেহা কক্কর।
গায়িকা সোনু কক্করের বোন নেহা কক্করও সঙ্গীত জগতে নিজের স্থান বানিয়ে নিয়েছেন।নেহা কক্করের ভাই টোনি কক্করও গায়ক এবং কম্পোজার। ছোটবেলার ভীষণ অভাবেই মানুষ হয়েছেন নেহা কক্কর৷ তার বাবা ছিলেন একজন সিঙ্গারা বিক্রেতা এবং মা ছিলেন গৃহবধূ। ভাড়া বাড়িতে একটি ঘরে থাকত তাদের গোটা পরিবার।
৯০ এর দশকে নেহা তার পরিবারের সাথে দিল্লি চলে আসে৷ মাত্র চার বছর থেকে ভজন গাওয়া শুরু করেন নেহা কক্কর। ২০০৬ সালে তিনি টেলিভিশন রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ এর মঞ্চে দেখা যায় নেহা কক্করকে।
২০০৮ সালে তাঁর প্রথম অ্যালবাম নেহা-দ্য রক স্টার মুক্তি পায়। ২০০৮ সালে ‘মীরাবাঈ নট আউট’ এর “হায় রামা” গান করেন তিনি,এর পর ২০০৯ সালে ‘ব্লু’ এর থিমসং এ নেহার আওয়াজ শোনা যায়। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘না আনা ইস দেশ লাডো'(২০০৯) র টাইটেল ট্র্যাক টি গান নেহা।
২০১০ সালে নেহার বলিউডে গানের জগতে প্রথম অভিষেক হয় সুরাজ ভাটিয়ার ‘ইস লাইফ মে’ ছবিতে। সেই বছরই কানাড়া এবং তেলেগু ছবিতেও গান করেন তিনি। এরপর একে এক প্রচুর ছবির গানে এবং অ্যালবানে নিজের কন্ঠের জাদু দেখান নেহা কক্কর।
আরো পড়ুন,প্রতিযোগীর দুঃখের কাহিনি শুনে ১ লক্ষ টাকা উপহার দিলেন নেহা কক্কর
ককটেল ছবির ‘ সেকেন্ড হ্যান্ড জাওয়ানি ‘, ইয়ারিয়ার ‘সানি সানি’, কুইন ছবির ‘লন্ডন ঠুমাকডা’, ‘গব্বর ইজ ব্যক’ ছবির ‘আও রাজা’, ‘হেট স্টোরি ৩’ এর ইসক মেরা, ‘সনম রে’ ছবির ‘হামনে পি রাখি হে’, ‘কাপুর এন্ড সন্স’ এর ‘কার গেয়ি চুল’, সিম্বা ছবির ‘আখ মারে’, ‘সত্যমেব জয়তে’র ‘দিলবার’, ‘মেসিন’ ছবির ‘চিজ বারি’, ‘বার বার দেখো’ ছবির ‘কালা চশমা’ সহ প্রচুর জনপ্রিয় গান গেয়েছেন। শুধু গায়িকা হিসেবেই যে তিনি জনপ্রিয় তা কিন্তু নয়, বিচারক হিসেবেও তিনি জনপ্রিয়, ইন্ডিয়ান আইডেল এর বেশ কয়েকটি সিজনে নেহা কক্করকে বিচারকের ভূমিকায় দেখা গেছে।
২০১৪ সালে অভিনেতা হিমাংশ কোহলি এবং নেহা কক্কর সম্পর্কে আসেন, চার বছর সম্পর্কে থাকার পর ২০১৮ সালে তারা জানান তাদের বিচ্ছেদ হয়ে গেছে। সেই সময় একাধিক শোয়ে গিয়ে কেঁদে ফেলতেন নেহা, বলেছিলেন ডিপ্রেশনের কথাও। এরপর ২০২০ র শুরুর দিকে আদিত্য নারায়ণ এবং নেহা কক্করের সম্পর্কের গুঞ্জন উঠেছিল, তবে তারা দুজনের জানিয়েছিলেন তারা শুধুমাত্র ভালো বন্ধু।
সঙ্গীত শিল্পি নেহা কক্কর একাধিক পুরষ্কার পেয়েছেন, যার মধ্যে আছে ৫৮ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (২০১১), পাঞ্জাব মিউজিক অ্যাওয়ার্ড (২০১৬), (২০১৭), জি রিস্তা অ্যাওয়ার্ড (২০১৭), ১০ তম মির্চি মিউজিক অ্যাওয়ার্ড (২০১৭) ইত্যাদি।
২০২০ সালের ২৪ অক্টোবর গায়ক রোহনপ্রীত সিং এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন নেহা। রোহনপ্রীত সিং পেশায় একজন গায়ক। ১লা ডিসেম্বর ১৯৯৫ সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন রোহনপ্রীত সিং। শিখ পরিবারের সন্তান রোহনপ্রীত সিং এর বাবা পাঞ্জাব স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এ কাজ করতেন৷ রোহনপ্রীত এর মায়ের নাম দলজিত কৌর, রোহনপ্রীতের দুই বোন আছে। অক্টোবর ২০২০ সালে নেহা কক্করের সঙ্গে ‘ডায়মন্ড দা ছাল্লা ‘ গানের শুটিং এ একে অপরের প্রেমে পড়েন নেহা -রোহনপ্রীত। ২০১৮ সালের জনপ্রিয় শো ‘রাইজিং স্টার ২’ এর প্রথম রানার আপ ছিলেন রোহনপ্রীত। ২০২০ সালে কালার্স টিভির শো ‘মুঝসে শাদি কারোগে’ তে অংশগ্রহণ করেছিলেন রোহনপ্রীত সিং।
নেহা কক্করের বিয়ে থেকে হানিমুন পর্ব, প্রত্যেক দিনের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন গায়িকা। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ নেহা এবছর প্রথম করওয়া চৌথ পালন করেছিলেন লাল রঙের পোশাকে। নেহা এবং রোহনপ্রীত সিং এর জোড়িকে অনুরাগীরা ভালোবেসে নাম দয়েছেন নেহুপ্রীত।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More