সোনু নিগম জানিয়েছেন তার ছেলে দুবাইতে প্রথম সারির গেমার। সোনু নিগম স্পষ্টতই জানান ছেলে ভারতে গায়ক হোক একেবারেই চান না তিনি।
দুবাইতে প্রতিষ্ঠিত হয়ে সেখানেই থাক ছেলে চায় সোনু নিগম। তাঁর মত ভারতে গায়ক হোক তা কখনই চান না তিনি। গানের জগতে অনেক অভিযোগ তার, যা মাঝে মাঝেই গায়কের কথায় উঠে আসে।
দুবাইতে প্রতিষ্ঠিত হয়ে সেখানেই থাক ছেলে চায় সোনু নিগম। ছেলে ভারতে থেকে গায়ক হোক, চান না সোনু নিগম। তার বক্তব্য ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে ভারতের প্রথম সারির গায়ক সোনু নিগম জানিয়েছেন ভারত থেকে বের করে তিনি ছেলে দুবাইতেই বড় করছেন। নিভান দুবাইতেই নিজের কেরিয়ার বেছে নিক এবং সেখানেই বসবাস করুক এটাই চান সোনু নিগম।নিজের ছেলের ভবিষ্যতের বিষয়ে কথা বলতে গিয়ে বিখ্যাত গায়ক সোনু নিগম জানান তাঁর পুত্র মেধাবী, ভালো গান করেন পাশাপাশি দুবাইতে সে প্রথমসারির গেমার।
আরো পড়ুন: লক্ষ্মী’ র নতুন গান ‘বম ভোলে’ তে অক্ষয়ের তান্ডব নৃত্যে মুগ্ধ নেটিজেনরা
সোনু নিগম বলেন, নিভান দুবাইতে ইতিমধ্যেই টপ গেমারদের মধ্যে অন্যতম। দুবাইয়ের ‘ফোর্টনাইট’ নামক গেমে দু নম্বরে তার স্থান। ভবিষ্যতে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এখনও সে নিজের রাস্তা তৈরী করে ফেলেছে। ছেলেকে সবসময় স্বাধীনতা দিতেই পচ্ছন্দ করেন সোনু নিগম, তিনি কখনও নিজের ইচ্ছা চাপিয়ে দেন নি তার ছেলের উপর। তবে তিনি কখনও চান না নিভান একজন সঙ্গীতশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলুক।
নিজের জীবনে কখন কী করবে না করবে সেই সিদ্ধান্ত সবসময় ছেলেকেই নিতে দেন সোনু নিগম।কোন বিষয়ের ছেলেকে জোর করেননি বলেই মন্তব্য করেন সোনু নিগম। হিন্দির ছাড়াও কন্নড়, বাঙালি, গুজরাটি এবং আরও নানা ভাষায় গান গেয়েছেন সোনু নিগম, এবং বলিউড সঙ্গীত জগতের অন্যতম একজন হলেন সোনু নিগম।
ছেলের ব্যাপারে মন্তব্য করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়িং নিয়ে কথা উঠলে আক্ষেপের সুরে সোনু নিগম বলেন তার গান ‘অভি মুঝমে কহিঁ’ কে ভালো করে প্রোমোট না করা হলেও ‘অগ্নিপথ’ ছবিতে তার গানটিই সবচেয়ে হিট হয়। পাশাপাশি তিনি অভিযোগ করেন ইউটিউবে অরগ্যানিক নয় কেনা ভিউয়ের লোকে দাম দেয়। গানের জগতে যে তার অনেক অভিযোগ তা এর আগেই তার কথায় উঠে এসেছে। যখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তিনি জানিয়েছিলেন শুধু অভিনয় জগতেই নয় সঙ্গীত জগতেও চলে মাফিয়াদের রাজ।
আরো পড়ুন: সলমন খানের নতুন ছবি ‘অন্তিম’ এর শুটিং শুরু নভেম্বরে, এই ছবিতে দেখা আয়ুষ শর্মাকেও
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More