Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
৪ মাসের শিশুর অপারেশনের সমস্ত দায়িত্ব নিয়েছেন অভিনেতা সোনু সুদ, শিশুটির সার্জারিতে ৭ লাখ টাক লাগবে, জানার সাথে সাথে সাহায্য করেন সোনু সুদ
আবারও ঈশ্বরের দূত হয়ে অসহায়ের পাশে দাড়ালেন সোনু সুদ।৪ মাসের শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তিনি। ওই শিশুর পরিবারকে জানান সূর্যের পাশে আছেন তিনি
আবারও সোনু সুদ ঈশ্বরের দূত হয়ে অসহায়ের পাশে দাড়ালেন সোনু সুদ। চার মাস বয়সী একটি শিশুর হার্টের সমস্যায় প্রয়োজন বিপুল অর্থের, অস্ত্রোপচারের না করলে জীবন সংকটে। কিন্তু সেই শিশুটির পরিবারের কাছে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অর্থ নেই, শিশুটির বাবা সামান্য মাইনে পান, অভাবের সংসারে অপারেশনের অর্থ জোগাড় করতে পারছিলেন না তিনি। অবশেষে গ্রামবাসীরা ঈশ্বরের কাছে আবেদন জানালেন, এবং সেও নিরাশ করলেন না।
এই শিশুর কথা সোনু সুদের কাছে আসতেই সাথে সাথে সে ওই শিশুর পরিবারের সাথে যোগাযোগ করে সাহায্য করার কথা জানান।
শিশুটির হার্টের অপারেশনের সমস্ত দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়ে চিন্তামুক্ত করেন ওই শিশুর পরিবারকে।
৪ মাসের ছোট্ট শিশুর নাম সূর্য, তার হৃদপিণ্ডের সমস্যা ধরা পড়ায় তার অস্ত্রোপচার করতে হবে বলে জানান চিকিৎসকরা। তবে অপারেশনের জন্য ৭ লক্ষ টাকা প্রয়োজন। সূর্যের বাবা একটি ক্যুরিয়র কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করেন। ছোট্ট ছেলের অপারেশনের টাকা কিছুতেই জোগাড় করতে পারছিলেন না তিনি।
সেই সময় গ্রামের এক ব্যক্তি তাকে পরামর্শ দেন ঘটনাটি সোনু সুদকে টুইটে জানানোর জন্য। এরপর সূর্যের বাবা টুইট করেন, তা দেখামাত্রই সাথে সাথে সোনু সুদ আশার আলো দেখান ওই খুদের বাবাকে। সোনু সুদ জানান সূর্যের পাশে তিনি আছেন ৷ ইনোভা পার্ট হাসপাতালে অপারেশনের সব ব্যবস্থা করা হয়েছে এবং কোনাসাম্বা মূর্তি নামক চিকিৎসক সূর্যের অপারেশন করবেন বলে জানান তিনি।
অসহায় মানুষের পাশে বারবার দাড়িয়েছেম সোনু সুদ। অসহায় মানুষের কাছে ঈশ্বর সম সোনু সুদ। যিনি বারবার মানুষের বিপদে পাশে দাড়িয়েছেন। করোনা আবহে লকডাউনে পরিযায়ী শ্রমিকদের জন্য তিনি অনেক করেছেন। তাদের বাড়িতে ফেরানোর জন্য গাড়ির ব্যবস্থা করেছেন। অতিমারীর সময় বারবার উঠে এসেছে সোনু সুদের নাম। তার মহান কাজের কথা সকলেই জানেন। দুস্থ-দরিদ্রদের পাশে দাড়ানো, তাদের সাহায্য করা, ছোট হোক বা বড় অসহায় মানুষের প্রয়োজনে তাদের পাশে দাড়িয়েছেন তিনি। অনাথ শিশুদের খাবারের খরচ দেওয়া হোক বা কারোর পড়াশোনার জন্য খাতা বই কিনে দেওয়া, কিংবা দুস্থ পড়ুয়াদের স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়া, সবেতেই উঠে এসেছে মানবদরদী অভিনেতা সোনু সুদের নাম।
তার এমন মহান কাজের জন্য পুরষ্কারে সম্মানিতও করা হয়েছে তাকে, দুর্গা পুজোয় প্যান্ডের সোনু সুদের প্রতিমূর্তি করা হয়েছে, অসহায় মানুষ ঈশ্বরকে সামনে দেখেনি, কিন্তু সোনু সুদ ঠিক যেন ঈশ্বরের দূত হয়ে এসেছেন তাদের কাছে।
আরো পড়ুন: যে কারণে ধোনির উপর প্রচুর মেয়ে ফিদা ছিল সেই কারণেই ধোনিকে একবারে পছন্দ করতেন না সাক্ষী