কৃষকদের সমর্থনে জানিয়ে কৃষকদের উপর হওয়া অমানবিক ঘটনার প্রতিবাদে সোচ্চার সোনু সুদ, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা সহ একাধিক তারকা

কৃষকদের সমর্থনে জানিয়ে কৃষকদের উপর হওয়া অমানবিক ঘটনার প্রতিবাদে সোচ্চার সোনু সুদ, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা সহ একাধিক তারকা

কেন্দ্রীয় সরকারের নয়া কৃষক আইনের বিরুদ্ধে দিল্লি অভিযানে অংশ নিয়েছেন প্রচুর কৃষক ,কৃষকদের বাঁধা দেওয়ায় তাদের উদ্দেশ্যে অমানবিক ক্রিয়াকলাপের প্রতিবাদ জানিয়েছেন বলিউডের তারকারা

কৃষকদের সমর্থনে জানিয়ে কৃষকদের উপর হওয়া অমানবিক ঘটনার প্রতিবাদে সোচ্চার সোনু সুদ, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা সহ একাধিক তারকা।কৃষকরা তাঁর কাছেভগবান জানিয়েছিলেন অভিনেতা সোনু সুদ। ১৪ ডিগ্রি তাপমাত্রায় কৃষকদের উপর জলকামানের ব্যবহার ভীষণ অমানবিক জানালেন স্বরা ভাস্কর।

কৃষকদের সমর্থনে জানিয়ে কৃষকদের উপর হওয়া অমানবিক ঘটনার প্রতিবাদে সোচ্চার সোনু সুদ, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা সহ একাধিক তারকা। কৃষকদের দিল্লি অভিযানকে কেন্দ্র করে বেড়েই চলেছে উত্তেজনা, কেন্দ্রীয় সরকারের নয়া কৃষক আইনের বিরুদ্ধে দিল্লি অভিযানে অংশ নিয়েছেন প্রচুর কৃষক। তবে কৃষকদের হরিয়ানায় ঢোকার মুখেই বাধা দিয়ে তাঁদের উদ্দেশ্যে ছোঁড়া হয় জলকামান, কাঁদানের গ্যাস।এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বলিউডের বেশ কিছু তারকারা।

আরো পড়ুন: দিল্লি অভিযানে আসা প্রতিবাদী কৃষকদের পাশে অভিনেতা সোনু সুদ

কয়েকদিন আগেই কৃষকদের সপক্ষে আওয়াজ তোলেন মানবদরদী অভিনেতা সোনু সুদ। টুইটারে সোনু সুদ জানিয়েছিলেন কৃষকরা তার কাছে ভগবান। লকডাউনের সময় অসহায় মানুষের কাছে ঈশ্বরের দূত হয়ে দেখা দিয়েছিলেন সোনু সুদ, কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ, তো কখনও কারোর চিকিৎসা অথবা পড়াশোনার খরচ দেওয়া, তাঁর মানবিকতার প্রশংসা হয়েছে সবর্ত্র। কৃষক আন্দোলনেও এবার কৃষকদের পাশে দাড়িয়েছেন সোনু সুদ। সোনু সুদের পর কৃষকদের সমর্থনে আওয়াজ তুললেন অভিনেত্রী স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, দিলজিৎ দোসাঞ্জাও প্রমুখ তারকা।

কৃষকদের উপর হওয়া পুলিশি আক্রমণের সমালোচনা করে অভিনেত্রী স্বরা ভাস্কর টুইটারে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন সোনপতের তাপমাত্রা বর্তমানে ১৪ ডিগ্রি, এই অবস্থায় কৃষকদের উপর জলকামানের ব্যবহার ভীষণ অমানবিক। এই ঘটনাকে লজ্জাজনক বলে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী।

অপরদিকে রিচা চাড্ডা জানিয়েছেন প্রতিবাদের অধিকার সকলেরই আছে, কৃষকদেরও। আইনের সমর্থন না করতে পারবে নিজেদের কথা রাখার অধিকার তাদেরও আছে।কিন্তু কৃষকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে যা একেবারেই অনুচিত এবং অমানবিক।অভিনেতা এবং গায়ক দিলজিৎ দোসাঞ্জাও কৃষকদের সমর্থন করে তাদের উদ্দেশ্যে প্রার্থনা করেছেন যাতে তাঁরা বেঁচে থাকে, ভগবান তাদের ভালো রাখে।

আরো পড়ুন: ভোটের পূর্বে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, ৫ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বাংলার সব পরিবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *