দক্ষিণী ছবির তারকা রানা দজ্ঞুবাতি জটিল রোগে আক্রান্ত, ‘বাহুবলী’ সিনেমাটিতে দারুণ অভিনয় করেছিলেন তিনি।তিনমাস আগেই বিয়ে করেছিলেন অভিনেতা রানা দজ্ঞুবাতি দক্ষিণী ছবির তারকা রানা দজ্ঞুবাতি জটিল রোগে আক্রান্ত। যেখানে তাঁর মৃত্যুর সম্ভাবনা ৩০ শতাংশ, ৭০ শতাংশ স্ট্রোক বা হ্যামারেজ এর হওয়ার সম্ভাবনা।
দক্ষিণী ছবির তারকা রানা দজ্ঞুবাতির ভক্তদের জন্য দুঃখের খবর, জটিল রোগে আক্রান্ত অভিনেতা। ২০২০ সালে ‘বাহুবলী’ সিনেমাটি বেশ জনপ্রিয় হয়েছিল, এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল বল্লালদেব এর, ‘বাহুবলী’ দেখেছেন কিন্তু তার চরিত্র মনে দাগ কাটেনি এমন মানুষের সংখ্যা খুব কম। শক্তিশালী চেহারা, কঠিন রূপ, পেশীশক্তি, পর্দায় যার চেহারা দেখে ভয় পেয়েছিল মানুষ বল্লালদেব এর চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী ছবির তারকা রানা দজ্ঞুবাতি।
তবে কিছুদিন আগে তার জীর্ণ, রুগ্ন চেহারা দেখে আহত হয়েছিলেন নেটিজেনরা ৷ তার ভক্তরা উৎকন্ঠায় ছিলেন কেন হঠাৎ তার চেহারা এত শুকিয়ে যাচ্ছে। এর পেছনে কারণ তো ছিল তবে তা কখনও সকলের সামনে বলেন নি রানা দজ্ঞুবাতি।
আরো পড়ুন,করোনায় আক্রান্তের শীর্ষে আমেরিকা, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি।
একবার গুঞ্জন উঠেছিল তিনি অসুস্থ, তাই তার চেহারার এমন অবনতি।সে সময় শোনা গেছিল অভিনেতার নাকি কিডনি বিকল হয়ে গিয়েছে । কিডনি প্রতিস্থাপন করতে দেশের বাইরে চিকিৎসার জন্য গেছেন তিনি, এমনটাও খবর উঠেছিল সেসময়। তবে সেই সময় রানা দজ্ঞুবাতি জানিয়েছিলেন ওই সব খবরে কোনো সত্যতা নেই, ওইসব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। ওই ঘটনার পর থেকে আরও ভেঙে পড়েছিল অভিনেতার চেহারা। তিনমাস আগে মিহিকা বাজাজের সঙ্গে বিয়ে করেছেন রানা, বিয়ের সমস্ত ছবিতেও শক্ত সমর্থ রানা কে নয় বরং জীর্ণ চেহারার রানাকেই দেখা যায়।
তবে আর নয়, এবার সকলের সামনে তিনি নিজের অসুস্থতার কথা জানালেন একটি চ্যাট শো’য়ে। অভিনেত্রী সামান্থা আক্কিনেনির জনপ্রিয় চ্যাট শো ‘ শ্যাম জ্যাম’ সম্প্রতি এসেছিলেন রানা। সেই শো তে নিজের অসুস্থতার কথা প্রথমবার বলতে দেখা যায় রানাকে। তিনি জানান জটিল রোগে আক্রান্ত তিনি, ব্লাড প্রেসার, কিডনি ফেলিওর, তাঁর ৩০ শতাংশ মৃত্যুর সম্ভাবনা, তো ৭০ শতাংশ স্ট্রোক বা হ্যামারেজ এর।
নিজের অসুস্থতার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অভিনেতা। শো’য়ের সঞ্চালিকা সামান্থার পাশাপাশি রানার ভক্তদের চোখেও জল চলে আসে একথা শুনে। এবং সকলেই বুঝতে পারেন আশঙ্কা সত্যি ছিল, অভিনেতা জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণেই এমন ভেঙে পড়েছেন।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More