রাজ্য সরকারি কর্মীদের জিনস, টি-শার্ট পরায় নিষেধাজ্ঞা জারি

 রাজ্য সরকারি কর্মীদের জিনস, টি-শার্ট পরায় নিষেধাজ্ঞা জারি

রাজ্য সরকারি কর্মীদের টি-শার্ট, জিনস পরা যাবে না বলে জানিয়েছেন মহারাষ্ট্র সরকার। সপ্তাহে একদিন খাদির পোশাক পরতে হবে। রাজ্য সরকারি কর্মীদের জিনস, টি-শার্ট পরায় নিষেধাজ্ঞা জারি, উজ্জ্বল রঙের ঝলমলে পোশাকও পরা যাবে না। পরা যাবে না স্লিপারও, সপ্তাহে একদিন খাদির পোশাক পরতে হবে।

রাজ্য সরকারি কর্মীদের জিনস, টি-শার্ট পরায় নিষেধাজ্ঞা জারি। মহারাষ্ট্র সরকারের তরফে রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন ড্রেসকোডের নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে কোনও রাজ্য সরকারি কর্মীরা অফিসে পরতে পারবেন না জিনস, টি-শার্ট, চপ্পলও পরা যাবে না৷ প্রতি সপ্তাহে একদিন খাদির পোশাক পরা বাধ্যতামূলক।

৮ ডিসেম্বর প্রশাসনের তরফে জানানো হয়েছিল চুক্তিভিত্তিক কর্মচারী, সরকারী কাজে নিযুক্ত পরামর্শদাতাতের এমনভাবে সাজা উচিত যেন তাদের সরকারী কর্মচারীর হিসেবে বিবেচনা করা যায়। যাতে মানুষের মনে সরকারি কর্মচারিদের নিয়ে নেতিবাচক ধারণা গড়ে ওঠে এমন সাজ পোশাক যাতে না হয় সরকারি কর্মচারীদের।তাই এবার সরকারি কর্মচারীদের জন্য ড্রেস কোড চালু করল মহারাষ্ট্র সরকার।

আরো পড়ুন: বছর শেষের আগে জানতে ইচ্ছুক গুগলে ‘কাদের’ বা ‘কি’ খোঁজা হয়েছে সবচেয়ে বেশি? আছে কোভিড থেকে ডালগোনা কফি, আরও অনেক কিছু, দেখে নিন

নির্দেশিকায় জানানো হয়েছে মহিলাদের শাড়ী, সালওয়ার, অথবা চুড়িদার-কুর্তা, বা ট্রাউজার্স-কুর্তা বা ট্রাউজার্স -শার্ট পড়তে হবে, এবং দরকার হলে ওড়না নিতে হবে। পুরুষদের ক্ষেত্রে পরতে হবে ট্রাউজার্স এবং শার্ট ।

শুধু তাই নয় উজ্জ্বল চাকচিক্যপূর্ণ পোশাকও পরা যাবে না। পরা যাবে না স্লিপারও, স্যান্ডেল বা জুতো পরেই অফিস যেতে হবে।সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার খাদি পরতে হবে কর্মচারীদের। এর পেছনে খাদি প্রচারের লক্ষ্য আছে বলে জানানো হয়েছে।

এইসব ড্রেস কোড যদি কর্মচারীরা না মানেন তাহলে তাদের কাজের উপরেও এর প্রভাব পড়তে পারে বলেও জানানো হয়েছে। কর্মচারীদের ভালো ব্যবহার এবং ব্যক্তিত্ব যেমন সকলেই চান তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানানসই পোশাকও ভীষণ জরুরি সরকারি কর্মচারীদের জন্য জানানো হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংয়ে সরকারের প্রতিনিধিত্ব করেন রাজ্য সরকারি কর্মচারীরা। যেখানে তাদের পোশাক ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা পড়ে সকলের কাছে। তাই রাজ্য সরকারি কর্মচারীদের প্রত্যেককে অবশ্যই তাদের পোশাকের বিষয়ে সচেতন হওয়া উচিত। তাই নতুন নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকারের কর্মীদের ড্রেস কোড অনুযায়ী পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:  দাবি না মানলে দেশজুড়ে রেল অবরোধের ডাক দিতে পারে কৃষকরা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *