Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
অভিনয় জগতে কোয়েল এবং জিৎ এর জুটি বেশ জনপ্রিয় ছিল। ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রথম ছবি থেকেই সফল অভিনেত্রী কোয়েল মল্লিক, জেনে নিন তার জীবনের নানা কথা….১৯৮২ সালের ২৮ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি।২০০৩ এ মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘নাটের গুরু’। প্রথম ছবি থেকেই সফল অভিনেত্রী কোয়েল মল্লিক, জেনে নিন তার জীবনের নানা কথা…
কোয়েল মল্লিক ব্যক্তিগত জীবন
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। ১৯৮২ সালের ২৮ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। তাঁর মায়ের নাম দীপা মল্লিক। ২০১৫ সালে নিসপাল সিং রানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক। তাঁদের বিয়ে হয় হিন্দু এবং পাঞ্জাবি ধর্মের নিয়ম মেনে হয়। ৫ মে ২০২০ তে তাদের পুত্রসন্তানের জন্ম হয়।
কোয়েল মল্লিক পড়াশোনা
কোয়েল মল্লিক মর্ডান হাই স্কুল থেকে স্কুলজীবনের শিক্ষালাভ করেন তারপর গোখলে মেমোরিয়াল গালর্স কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক সম্পূর্ণ করেন।
কোয়েল মল্লিক কেরিয়ার
অভিনেত্রী কোয়েল মল্লিক ‘নাটের গুরু’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এই ছবিতে তাঁর বীপরিতে অভিনয় করেছিলেন জিৎ।প্রথম ছবিতেই বাজিমাৎ করেন কোয়েল। ২০০৩ এ মুক্তি পেয়েছিল এই ছবিটি।এই ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।এর পর থেকে একসাথে বহু ছবিতে অভিনয় করেছেন জিৎ কোয়েলের জুটি। ২০০৪ সালে কোয়েল অভিনয় করেন ‘দেবীপক্ষ’, ‘শুধু তুমি’,’বাদশা দ্য কিং’,’বন্ধন’। ২০০৫ সালে ‘শুভদৃষ্টি’,’মানিক’, ‘যুদ্ধ’,’চোরে চোরে মাসতুতো ভাই’ এসব ছবিতে দেখা যায় তাকে। এছাড়াও ‘এমএলএ ফাটাকেষ্ট ‘, ‘লাভ’, ‘বলো না তুমি আমার’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’, পাগলু ২, এছাড়াও প্রচুর সিনেমায় অভিনয় করেন তিনি।
কোয়েল মল্লিক টেলিভিশন
কোয়েল মল্লিককে টেলিভিশনে প্রথম দেখা যায় টক শো ‘কথা ও কাহিনি’ তে, এরপর ২০০৩ সালে স্টার জলসায় ঝলক দিখলা যার বাংলা ভার্সানে বিচারকের পদে দেখা যায় কোয়েলকে, এই শোতে বিচারকের পদে ছিলেন রেমো ডিসুজাও। এছাড়াও ‘পেয়ার ওয়ালা লাভ স্টোরিতে’ও দেখা যায় কোয়েলকে।
আরো পড়ুন: জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের ব্যক্তিগত জীবন থেকে পছন্দের তালিকা, জেনে নিন সবটা….
কোয়েল মল্লিক চলচ্চিত্রের তালিকা
মিতিনমাসি (২০১৯),
ঘরে ও বাইরে(২০১৮) ককপিট (২০১৭),
ছায়া ও ছবি (২০১৭),
বেশ করেছি প্রেম করেছি(২০১৫),
হিরোগিরি (২০১৫),
চার (২০১৪),
অরুন্ধতী (২০১৪),
হাইওয়ে (২০১৪),
রংবাজ (২০১৩),
দশমী (২০১২),
পাগলু ২ (২০১২ ),
হেমলক সোসাইটি (২০১২),
জানেমন(২০১২),
১০০% লাভ (২০১২),
পাগলু (২০১১),
দুই পৃথিবী(২০১০),
হ্যাংওভার (২০১০),
প্রেম বাই চান্স (২০১০),
মন যে করে উড়ু উড়ু (২০১০),
বলো না তুমি আমার (২০০৯),
নীল আকাশের চাঁদনী (২০০৯),
জ্যাকপট (২০০৯),
সাত পাকে বাঁধা (২০০৯),
২০০৮ চিরসাথী (২০০৮),
২০০৮ মন মানে না (২০০৮)
প্রেমের কাহিনী(২০০৮)
মিনিষ্টার ফাটাকেষ্ট (২০০৭),
এম.এল.এ ফাটাকেষ্ট (২০০৬),
এরই নাম প্রেম(২০০৬), হিরো (২০০৬),
চোরে চোরে মাসতুতো ভাই (২০০৬),
প্রেমি নং ১ (২০০৫)
শুভদৃষ্টি (২০০৫),
মানিক (২০০৫),
দেবীপক্ষ (২০০৪)
শুধু তুমি (২০০৪),
বন্ধন (২০০৪),
বাদশাহ (২০০৪),
নাটের গুরু (২০০৩)
কোয়েল মল্লিক সম্পর্ক
এক সময়ে টলিউডে জনপ্রিয় ছিল জিকো জুটি, টলিউডে কান পাতলেই সেসময় শোনা যেত সম্পর্কে আছেন জিৎ কোয়েল। এমনকি জিৎ এর কারণে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সাথে তাঁর ক্যাটফাইটের কথাও শোনা যায়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনই কিছু বলেন নি জিৎ বা কোয়েল।
কোয়েল মল্লিক পুরষ্কার
অসাধারণ অভিনয়ের জন্য প্রচুর পুরস্কার পেয়েছেন কোয়েল মল্লিক, যার মধ্যে আছে চতুর্থ টেলি সিনে পুরস্কার, কালাকার অ্যাওয়ার্ড, জি বাংলা গৌরভ সম্মান, বিএফজেএফ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার ইত্যাদি।
আরো পড়ুন: আইসোলেশনে বৃদ্ধ বয়সের ছবি থেকে নানা মজার কান্ড করে সময় কাটাচ্ছেন বরুণ ধাওয়ান !