Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
বৃহস্পতিবার সুইগির পক্ষ থেকে জানানো হয়েছে ‘স্ট্রিট ফুড ভেন্ডরস’ প্রোগ্রামের কথা। এর আগে চালু হয়েছিল পাইলট প্রজেক্ট।
এবার বাড়িতে বসেই পাওয়া যাবে স্ট্রিট ফুডের স্বাদ, সৌজন্যে সুইগির ‘স্ট্রিট ফুড ভেন্ডরস’ প্রোগ্রাম। জুন মাসে চালু হওয়া পাইলট প্রজেক্টের সাফল্যের পর এবার বাড়িতে স্ট্রিট ফুডের স্বাদ পৌঁছে দিয়ে সুইগি নিয়ে আসছে ‘স্ট্রিট ফুড ভেন্ডরস’, এই প্রোগ্রাম চালু হবে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর নিধির অধীনে।
‘স্ট্রিট ফুড ভেন্ডরস‘ প্রোগ্রাম
এবার বাড়িতে বসেই পাওয়া যাবে স্ট্রিট ফুডের স্বাদ, সৌজন্যে সুইগির ‘স্ট্রিট ফুড ভেন্ডরস’ প্রোগ্রাম। পাইলট প্রজেক্টের সাফল্যের পর এবার ‘স্ট্রিট ফুড ভেন্ডরস’ প্রোগ্রাম চালু করতে চলেছে সুইগি। বৃহস্পতিবার সুইগির তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধির আওতায় খুব শীঘ্রই চালু হবে এই প্রোগ্রাম।
আরো পড়ুন: রান্নাঘরের টাইলস তেল চিটে হয়ে গেছে?যেভাবে ঝকঝকে করবেন
পাইলট প্রজেক্ট
এর আগে করোনা আবহে ছোট ব্যবসায়ীদের পাশে দাড়াতে কেন্দ্রীয় সরকার সুইগির সাথে চুক্তি সাক্ষর করেছিলেন পাইলট প্রজেক্টের। সেই প্রজেক্ট চালু হয়েছিল ১ জুন, তখন আনুমানিক ৩০০ পথ ব্যবসায়ীদের খাবার ক্রেতাদের কাছে পৌঁছে দিয়েছিল সুইগি, সেই প্রজেক্টের সাফল্যের পর এবার ৩০ হাজার পথ ব্যবসায়ীদের খাবার ক্রেতাদের বাড়ি পৌঁছে দিতে উদ্যোগ নিল সুইগি। পাইলট প্রজেক্ট চালু হয়েছিল আমেদাবাদ, বারাণসী, চেন্নাই, দিল্ল এবং ইন্দোরে।
৩০ হাজার পথ ব্যবসায়ীদের খাবার সুইগিতে
বৃহস্পতিবার প্রেস বিবৃতিতে সুইগির তরফে জানানো হয় ৩০ হাজার পথ ব্যবসায়ীদের নাম ইতিমধ্যেই এফএসএসএআই তে নথিভুক্ত করা হয়েছে৷ এবার তাঁদের খাদ্য নিরাপত্তা এবং হাইজিন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। স্ট্রিট ফুডের স্বাদগ্রহণ করতে চাইলে ক্রেতাদের সুইগির অ্যাপটি আপডেট করতে হবে। এরপর রেস্তোরাঁ ক্যাটাগরিতে গেলেই আমেদাবাদ, চেন্নাই, দিল্লি, ইন্দোর, বারাণসীর ক্রেতারা পেয়ে যাবেন স্ট্রিট ভেন্ডার এবং স্ট্রিট ফুডের তালিকা। অর্ডার দিলেই চলে আসবে বাড়ি।
আগে বেশ কিছু মানুষ অনলাইনে অর্ডার করা পছন্দ করত না, কিন্তু করোনা আবহে বাড়ি বসে অনলাইনে অর্ডারের দিকেই মানুষের বেশি ঝোঁক বাড়ছে। আর এই অবস্থায় স্ট্রিট ভেন্ডারদের কথা মাথায় রেখে তাদের খাবারকে অনলাইনে অন্তর্ভুক্ত করলে তাদের ব্যবসাও ভালো চলবে এবং ক্রেতারা ঘরে বসেই পছন্দের পাও ভাজি থেকে ফুচকা সবই পেয়ে যাবে।
সুইগির ইনস্টামার্ট
এর পাশাপাশি সুইডির অ্যাপের মাধ্যমে অনলাইনে মুদির দোকানের জিনিসপত্রও পৌঁছে দেওয়া হয় বাড়িতে। সুইগির এই ইনস্টামার্টও বেশ জনপ্রিয়। যার মাধ্যমে মাত্র ৪৫ মিনিটেই বাড়িতে হাজির হয়ে যায় শাকসবজি থেকে ফল, স্ন্যাকস সবকিছুই।
আরো পড়ুন: খুসকির সমস্যা থেকে মুক্তি পাবেন যেসব উপায়ে