১৫ বছরের কিশোর নিজেকে অপহরণ করে মুক্তিপণ চাইল ৫০ লক্ষ টাকা ঠিক যেন থ্রিলার সিনেমার কাহিনি,

১৫ বছরের কিশোর নিজেকে অপহরণ করে মুক্তিপণ চাইল ৫০ লক্ষ টাকা ,ঠিক যেন থ্রিলার সিনেমার কাহিনি,

ঠিক যেন থ্রিলার সিনেমার কাহিনি, সিনেমায় এমন অপহরণের দৃশ্য দেখা গেলেও বাস্তবে এমন ঘটনা খুবই কমই শোনা গেছে, সম্প্রতি এমন অপহরণের মামলায় তাজ্জব পুলিশরাও যেখানে নিজেই নিজেকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা দাবি করল এক কিশোর।

ঠিক যেন থ্রিলার সিনেমার কাহিনি, ১৫ বছরের কিশোর নিজেকে অপহরণ করে মুক্তিপণ চাইল ৫০ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে, গত সোমবার অর্থাৎ ২রা নভেম্বর পুলিশের কাছে অভিযোগ আসে মেরঠের এক পরিবহণ ব্যবসায়ী পরিবারের  ১৫ বছরের ছেলেকে  অপহরণ করা হয়েছে। জানা যায় মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা  ওই কিশোরের বোনের ফোনে ৫০ লক্ষ টাকা চেয়ে মেসেজ করে।

তদন্তে নেমে পুলিশ হতবাক হয়ে যায়, তদন্ত যত এগোয় মোড় নেয় পরিস্থিতি, সত্যি সামনে আসে, জানা যায় ওই কিশোর নিজের ইচ্ছাতেই বাড়ি থেকে পালিয়ে যায়, যাওয়ার সময় সঙ্গে ৯ লক্ষ টাকা সে নিয়ে যায়। তারপর তার বোনের মোবাইলে মেসেজ করে ৫০ লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে। পুলিশের চোখ থেকে বাঁচতেন মুক্তিপণের ফন্দি আটে ওই কিশোর।

মঙ্গলবার মেরঠ পুলিশ প্রেস কনফারেন্স ডেকে সত্যিটা সকলের সামনে নিয়ে আসে। মঙ্গলবার দিল্লির জামা মসজিদ এলাকা থেকে ওই   কিশোরকে উদ্ধার করার সময় ৯ লক্ষ টাকার ব্যাগও ওই কিশোরের কাছেই মেলে।

আরো পড়ুন, প্রাপ্য টাকা দেওয়া হয়নি তাকে, অভিযোগ তুলে ইউটিউবারের নামে থানায় অভিযোগ দায়ের ‘ বাবা কা ধাবা’র বৃদ্ধার 

বাড়ি থেকে পালিয়ে সবার আগে নিজের মোবাইল সুইচ অফ করে দিয়ে হাপুরে পৌঁছে ওই কিশোর নিজের ফোনে  পুরনো সিম কার্ড ভরে নেয়।  এবং সিমটি ভেঙে দেয়।

তার এই কান্ড ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ফুটেজে। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সেই ছবিও উঠে গেছে বাড়ির বাইরের সিসিটিভিতে।

পুলিশ ওই কিশোরের ফোনের IEMI নম্বর ট্র্যাক করে  দিল্লিতে গিয়ে দেখে ছেলেটির পুরনো সিমে ফোন যাচ্ছে। লোকেশন ট্র‍্যাক করে দিল্লি থেকে ওই কিশোরকে উদ্ধার করে উত্তরপ্রদেশ পুলিশের একটি দল।

কিন্তু নিজের বাড়ি থেকে বেরিয়ে নিজের অপহরণের গল্প কেন বুনলো ওই কিশোর? এই প্রশ্ন আসে সকলের মনেই।

পুলিশ জানিয়েছে ওই কিশোরের মা মারা যাওয়ার পর চলতি বছরের জানুয়ারিতেই ওই কিশোরের বাবা দ্বিতীয় বার বিয়ে করেন।  সৎ মা ওই কিশোর এবং তার বোনের সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করত। সৎ মা সবসময় মিথ্যা বলে ওই কিশোরকে তবে বাবার কাছে বক খাওয়াতো। তার সৎ মা সম্প্রতি তার বাবাকে জানায় সে পরীক্ষায় নকল করেছে। কিন্তু সম্পূর্ণ মিথ্যা এই অভিযোগে তাকে বকা খেতে হয় তার বাবার কাছে। তারপর এক সিনেমার গল্প তার মাথায় আসে, সিনেমায় যেমন দেখানো হয়েছিল ঠিক একই ভাবে  পরিকল্পনা করে বাড়ি থেকে ৯ লক্ষ নগদ বাড়ি থেকে নিয়ে পালিয়ে যায় ওই কিশোর এবং অপহরণের গল্প বোনে।

আরো পড়ুন,১৪ বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন আমির কন্যা ইরা,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *