Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
সরকারি নির্দেশকে অমান্য করে কোনো রকম বিধি না মেনে দিব্যি চলছে ক্লাস, রয়েছে অভিভাবকদের সম্মতি।ধূলাগড় নিউ রোডেরই কিউব কেরিয়ার ইন্সটিটিউটের ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য।
সরকারি নির্দেশকে অমান্য করে দিব্যি চলছে ক্লাস, করোনা পরিস্থিতিতে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হচ্ছে সেখানে সরকারি নির্দেশকে অমান্য করে দীর্ঘদিন ধরে খোলাই আছে শিক্ষাপ্রতিষ্ঠান।
দেশজুড়ে যখন করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ খুললে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে, কিংবা সমস্ত বিধিনিষেধ ঠিক ভাবে মানা যাবে কি না, বিশেষত স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে এসব ভেবে স্কুল খোলার মেয়াদ ক্রমশ পিছিয়ে দেওয়া হচ্ছে সেই সময় বিধি নিষেধের ভ্রুক্ষেপ না করেই দিব্যি স্কুল চলছে নিজের মতো করে। বে আইনি এই ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার অন্তর্গত ধূলাগড় নিউ রোডের ‘ ই কিউব কেরিয়ার ইন্সটিটিউট’ এ। শুধু ক্লাসেই থেমে নেই তারা, হস্টেলে রয়েছে কমপক্ষে ১০০ ছাত্রছাত্রী।
সামাজিক দূরত্ব বিধি বা কোনো রকম নির্দেশিকা না মেনেই প্রতিদিন চলছে ক্লাস। এমনকি ক্লাসে অনেক পড়ুয়াই যাচ্ছে মাস্ক ছাড়া, একটি বেঞ্চ এ গায়ে গায়ে বসছে পড়ুয়ারা।
এই ঘটনায় একাধিকবার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা, কিন্তু কাজ হয়নি তাতে, স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ কানে না নিয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য অভিভাবক দের অনুমতি নিয়ে তবেই শুরু হয়েছে ক্লাস।
এমন ঘটনার কথা শুনে যখন ওই শিক্ষাপ্রতিষ্ঠানে সংবাদমাধ্যম পৌঁছায় তখন ছুটোছুটি শুরু হয়ে যায় পড়ুয়াদের, দ্রুত তাদের পাঠিয়ে দেওয়া হয় হস্টেলে। এমনকি পড়ুয়াদের ক্যামেরার সামনে এব্যাপারে কথা বলতে বারন করে দেওয়া হয়, সংবাদমাধ্যমকে ছবি তুলতেও বাধা দেওয়া হয়। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্ণধার এবং আরও চারজনকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার কথা জানতেন না বলেই জানিয়েছেন ধূলাগড়ের পঞ্চায়েত প্রধান তাহেরা লস্কর। কেন এমন বেঅাইনি কাজ করা হল, ব্যাপারটি খতিয়ে দেখবেন বলে জানান তিনি।
করোনা সংক্রমণ ছড়ানোর পর থেকেই মার্চ মাস থেকে বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ, শুরু হয় অনলাইন ক্লাস। নিউ নর্ম্যালে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হলেও শিক্ষাপ্রতিষ্ঠান শুরু হয়নি।
সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাড়াও অঙ্গনওয়ারি সেন্টারও বন্ধ থাকবে আগামী একমাস। পেশাদার সাঁতারু ছাড়া সুইমিং পুল বন্ধ থাকবে সকলের জন্য।
সিনেমা হলও ৫০ শতাংশ দর্শক নিয়ে যেমন চলছে তেমনই চলবে।