Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার বেলভিউ হাসপাতালে ১২.১৫ য় প্রয়াত হন বাঙালির ‘ফেলুদা’ সৌমিত্র চট্টোপাধ্যায়।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতের এক যুগের অবসান। সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ থেকে শুরু করেছিলেন অভিনয় জীবন’।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতের এক যুগের অবসান। ৪০ দিন লড়াই করে হার মানলেন ফেলুদা, নিঃশব্দে চলে গেলেন পৃথিবীর মায়া কাটিয়ে। করোনাযুদ্ধে জয়ী হয়েও ফিরতে পারলেন না, মনের জোরে দীর্ঘ ৪০ দিন লড়াইয়ের পর আর পারলেন না। রবিবার অভেনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে এক যুগের অবসান হল বাংলা চলচ্চিত্র দুনিয়ায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর৷
With the passing of Soumitra Chatterjee, Indian cinema has lost one of its legends. He will be specially remembered for the ‘Apu’ trilogy and other memorable performances in Satyajit Ray’s masterpieces. He made immense contribution to the craft of acting.
— President of India (@rashtrapatibhvn) November 15, 2020
করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন বেলভিউ হাসপাতালে, ৪০ দিনে কখনও শরীরে উন্নতি দেখা দিয়েছিল আবার কখনও অবনতি, চিকিৎসক রা সবরকম চেষ্টা করেও পারলেন না, গতকাল থেকে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন আর আশা নেই। যে কোনো মুহুর্তে চলে যেতে পারে বাঙালির প্রাণের অভিনেতা। ৬ অক্টোবর তাঁকে হাসপাতালে ভর্তি করার পর করোনা রিপোর্ট নেগেটিভ আসে, চিকিৎসাতেও সাড়া দিচ্ছিলেন তিনি, সকলেই ভেবেছিল আবার সুস্থ হয়ে ফিরবেন তিনি। ডায়ালিসস ও করা হয়,চলছিল প্লাজমা থেরাপি, বুধবার সফলভাবে ট্র্যাকিওস্টমি করা হয়েছিল। শুক্রবার থেকে হঠাৎ অবনতি হয় অভিনেতার শরীরের। চেতনাস্তর নেমে আসে ৪ এ। শনিবার অভিনেতার পরিবারকে জানিয়ে দেওয়া হয় আর কোনো আশা নেই। রবিবার সকালে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে যায়, ১২ টা ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
১৯৩৫ সালে মির্জাপুর স্ট্রিটে জন্মগ্রহণ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পর মঞ্চাভিনয় শুরু করেন।
তার প্রথম ছবি সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ এরপর একে একে‘দেবী’, ‘ক্ষুধিত পাষাণ’, ‘ঝিন্দের বন্দি’, ‘সাত পাকে বাঁধা’, ‘ঘরে বাইরে’, ‘অভিযান’, ‘প্রথম কদম ফুল,’ ‘পারমিতার একদিন’, ‘আকাশ কুসুম’, ‘বাঘিনী’, ‘পরিণীতা’, ‘অরণ্যের দিনরাত্রি’ থেকে ‘ময়ূরাক্ষী’, ‘বেলাশেষে’, ‘সাঁঝবাতি’ অসংখ্য ছবিতে তার অভিনয় মন্ত্রমুগ্ধের মতো দেখেছে দর্শক।
করোনা আবহে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় অভিনেতার নিজের জীবন নির্ভর সিনেমা ‘অভিযান’-এর এর শুটিং শেষ করেন তিনি।অভিনয়ের পাশাপাশি বাচিক শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী সবেতেই তার সৃষ্টির ছাপ রেখেছেন তিনি।
আরো পড়ুন: পাঞ্জাবের প্রেমে পড়েছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা, ইনস্টাগ্রামে শেয়ার করলেন ভিডিও