Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
মাত্র ৬০ বছর বয়সে ২৫ নভেম্বর প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা।কিছুদিন আগেই মাথায় অস্ত্রোপচার হয়েছিল দিয়েগো মারাদোনার। প্রয়াত কিংবদন্তি ফুটবল দিয়েগো মারাদোনা, শোকের ছায়া বিশ্বজুড়ে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, ছিলেন মাদকাসক্ত। গত ১১ নভেম্বর অস্ত্রোপচারের পর তাকে বাড়িতে নয়, নিয়ে যাওয়া হয়েছিল বুয়েনস আয়ার্সের টিগরেতে পুনর্বাসন কেন্দ্রে।
প্রয়াত কিংবদন্তি ফুটবল দিয়েগো মারাদোনা, শোকের ছায়া বিশ্বজুড়ে। তাঁর অসংখ্য গোলের স্মৃতি নিয়ে বেঁচে থাকবেন অগণিত ভক্তরা। ২০২০ কেড়ে নিল কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার প্রাণ। মাত্র ৬০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি ফুটবলার মারাদোনা।
৬০ তম জন্মদিনের পরপরই মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় কিছুদিন আগেই তাঁর অস্ত্রোপচার হয়। গত ১১ নভেম্বর হাসপাতাল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বুয়েনস আয়ার্সের টিগরেতে পুনর্বাসন কেন্দ্রে। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নিয়ে যেতে যেতেই মারা যান মারাদোনা।
১৯৮৬ সালে মারাদোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ১৯৩০ সালের ৩০ অক্টোবর মারাদোনা জন্মগ্রহণ করেন টিগরেতে।
ছোট থেকেই ফুটবলের প্রতি তার ভালোবাসা প্রবল।তাঁর ঈশ্বরপ্রদত্ত প্রতিভার নজরে এসেছিল তার ট্রেনার ফ্রান্সিসকো কর্নেজোর। প্রথমে আর্জেন্তিনোস জুনিয়র ইউথ দলে তিনি খেলা শুরু করেন। আর্জেন্তিনার শীর্ষ পর্যায়ের লিগে মারাদোনার অভিষেক হয় ১৯৭৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে৷ পরপর তিন বছর লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছিল মারাদোনার ঝুলিতে। ধীরে ধীরে ছেয়ে যেতে থাকে মারাদোনার ভক্তের সংখ্যা। ১৯৮১ সালে বোকা জুনিয়র্সের অংশ হন মারাদোনা। তাঁর ইউরোপ যাত্রার সূচনা হয়েছিল বার্সেলোনা দিয়ে। ১৯৮২ সাল থেকে পরপর ১১ বছর ইউরোগে তিনি খেলেন। ১৯৮৬ সালে তাঁর নেতৃত্বে ফুটবল বিশ্বকাপ জেতে, আট বছর কাটিয়েছিলেন নাপোলিতে। নাপোলি এবং মারাদোনা উভয়েই সেই সময় সাফল্যের চূড়ায় পৌঁছেছিল।
কিন্তু নাপোলির শেষের দিকে মাদকাসক্ত হয়ে যান মারাদোনা, যার জেরে ১৫ মাস নিষেধাজ্ঞা ছিল তাঁর উপর। ১৯৯২ সালে তিনি যোগ দেন স্প্যানিশ ক্লাব সেভিয়াতে। সেই সময় তার জীবনে নেমে এসেছিল একাধিক বিপর্যয়। এর পাঁচ বছর পর বোকায় ১৯৯৭ সালে তিনি ফুটবল জীবন থেকে বেরিয়ে আসেন। মোট ৬৭৯ ম্যাচে ৩৪৬ গোল করেছিলেন তিনি।
ফুটবলের জাদুকর মারাদোনার প্রয়াণে তার বন্ধু এবং ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে। সারা বিশ্বজুড়ে মারাদোনার ভক্তরা বিশ্বাস করতে পারছেন না মারাদোনা আর নেই। তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে শোকজ্ঞাপন করেছেন পেলে, জোহান ক্রুয়েফ,ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রাফায়েল নাদাল প্রমুখ।
আরো পড়ুন: ছিলেন পাইলট, হয়ে গেলেন রেস্তোরাঁর শেফ, সত্যি জেনে চোখে জল আসবে আপনারও