অস্ট্রেলিয়া এবং ভারতের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সকলের নজর কাড়ে দীপেন -রোজিলির প্রেমকাহিনি। দুবছর আগে অস্ট্রেলিয়ায় আলাপ হয় দীপেন এবং রোজিলির।
চিঠি পৌঁছে দেওয়ার সূত্রে আলাপ, ভারত – অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সকলের নজরে দীপেন রোজিলির প্রেম কাহিনি। দীপেন মান্ডালিয়া নামের ওই ভারতীয় তরুণ মেলবোর্নে যেখানে থাকতে শুরু করেন সেখানে আগে থাকতেন অস্ট্রেলীয় তরুণীর রোজিলি উইমবুশ, রোজিলির নামে আসা চিঠি পোঁছে দেওয়া সূত্রে আলাপ তাদের।
চিঠি পৌঁছে দেওয়ার সূত্রে আলাপ, ভারত – অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সকলের নজরে দীপেন রোজিলির প্রেম কাহিনি। ক্রিকেট মাঠে দর্শকরা খেলার মাঠে চোখ রাখেন, তবে সম্প্রতি দেখা গেল উল্টো ঘটনা, যখন হঠাৎ পুরো স্টেডিয়ামের এমনকি মাঠে থাকা খেলোয়াড়দের চোখ গিয়ে পড়ল এক তরুণ তরুণীর দিকে। ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এক ভারতীয় তরুণ যখন এক অস্ট্রেলীয় তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে তাকে চুম্বন ও আলিঙ্গন করলেন তখন ম্যাচের সেরা মুহুর্ত হয়ে গেল সেটাই!
আরো পড়ুন: ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে অবশেষে জয়ের দেখা পেল টিম ইন্ডিয়া
দুজনেই ক্রিকেট প্রেমী, তব দুজন দুই ভিন্ন দেশের সমর্থক,অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ সিডনিতে ছিল। সেদিন ম্যাচে ইন্ডিয়া হারলেও সেদিনের ম্যাচের হিরো কিন্তু নিঃসন্দেহে দীপেন মান্ডালিয়া নামের ওই ভারতীয় তরুণ, যে তাঁর প্রেমিকা অস্ট্রেলীয় তরুণীর রোজিলি উইমবুশকে গ্যালারিতে প্রেম নিবেদন করে আলিঙ্গন এবং চুম্বন করেন।
বিশ্বজুড়েই ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে দীপেন মান্ডালিয়া প্রেম নিবেদন করছেন রোজিলি উইমবুশকে, এরপর রোজিলি সম্মতি জানালে দীপেন মান্ডালিয়া রোজিলিকে স্নেহচুম্বন করে তাকে আলিঙ্গন করেন।
মাত্র দু বছর আগে দীপেন এবং রোজিলির পরিচয় হয়, দুবছর আগে দীপেন মান্ডালিয়া গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়,সেখানে গিয়ে মেলবোর্নে তিনি থাকতে শুরু করেন, দীপেন যেই বাড়িতে থাকতেন সেখানে দীপেন যাওয়ার আগে থাকতেন রোজিলি, তাই সেই ঠিকানায় দীপেন আসার পরও রোজিলির নামে চিঠি আসতো, সেই চিঠি পৌঁছে দেওয়ার সূত্রেই আলাপ হয় দীপেন রোজিলির। এরপর মাঝে মাঝে কফি, তো কখনও ডিনার, এভাবেই বন্ধুত্ব এবং প্রেম। দুজনের ভীষণ ভাবে ক্রিকেট প্রেমী, দু’দেশের সমর্থক হওয়ায় তাদের মধ্যে ক্রিকেট নিয়ে বিরোধ নেই বরং দু’দেশের প্রতি তাদের সমর্থনকে তাঁরা অনেক বেশি উপভোগ করেন। তাঁদের সম্পর্ক অনেক মজবুত এবং ভবিষ্যতেও তা এভাবেই বজায় থাকবে বলেই মনে করছেন দীপেন এবং রোজিলি।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More