Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
আসানসোলের রাধানগর এলাকায় এক মা তার ১৩ মাসের সন্তানকে মেরে নিজেও আত্মঘাতী হয়েছেন। শিশুটি মূক ও বধির ছিল, সেই কারণে বেশ কিছুদিন ধরেই হতাশা এবং অবসাদে ভুগছিলেন ওই শিশুর মা বৈশাখী মাজি।
হতাশার জেরে ১ বছর ১ মাসের সন্তানকে মেরে আত্মঘাতী হলেন মা। লিখে গেছেন সুইসাইড নোট। সন্তনের অসুস্থ হওয়া মেনে নিতে না পেরে সন্তান এবং নিজের জীবন শেষ করার পথ বেছে নিলেন।
১৩মাসের সন্তানকে মেরে আত্মঘাতী হলেন এক মা।ঘটনাটি ঘটেছে আসানসোলের হীরাপুর থানার রাধানগর রোড এলাকায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ওই শিশুর নাম অন্তরীপ মাজি। জানা গেছে জন্মের পর থেকেই মূক ও বধির ছিল ওই শিশু, তবে কিছুদিন আগেই সন্দেহ হওয়ায় চিকিৎসকের কাছে শিশুটিকে নিয়ে বেশ কয়েকটি টেস্ট করিয়েছিলেন তিনি, সোমবার ওইসব পরীক্ষার রিপোর্ট আসায় ওই শিশুর মা বৈশাখী মাজি জানতে পারেন শ্রবণ শক্তি একেবারে নেই তাঁর ছেলের, চিকিৎসকের জানান ওই শিশুর শুনতে পাওয়ার তেমন আশা নেই। এরপর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি, অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তবে হতাশার জেরে তিনি এমন কান্ড ঘটাবেন তা কেউ ভাবতে পারেননি।
মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ বৈশাখীর ঘরের দরজা বন্ধ ছিল, বারবার ডাকলেও ভেতর থেকে তাঁর সাড়া না পাওয়ায় বৈশাখীর ঘরের দরজা ভেঙে সকলে যখন ঘরে ঢোকে তখন ঝুলন্ত বৈশাখীর দেহ এবং তার সামনেই অন্তরীপের নিথর দেহ মেলে।
একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে যেখানে নিজের সন্তানকে মেরে আত্মঘাতী হওয়ার কথা জানিয়েছেন বৈশাখী এবং এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে ছেলের মূক ও বধির হওয়ার কারণ উল্লেখ করেছেন।
৩১ বছরের বৈশাখীর বাড়ি রিভারসাইডে, তাঁর সঙ্গে অনুপম মাজি র বিয়ে হয় তিন বছর আগে। বৈশাখী আসানসোল – দূর্গাপুর উন্নয়ন পর্ষদে কর্মরতা ছিলেন এবং তাঁর স্বামী একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের কাজ করেন। তাদের ১৩ মাসের শিশু অন্তরীপ মুক ও বধির হওয়ায় মানসিক ভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বৈশাখী।
তাদের দেহ ঘটনাস্থল থেকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়, ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে অন্তরীপকে শ্বাসরোধ করে মেরে তারপর সে নিজে আত্মঘাতী হয়েছে।