১২৬৩৮ টি হিরে দিয়ে তৈরি ‘মেরিগোল্ড’ এর নাম উঠলো গিনেস বুকে

১২৬৩৮ টি হিরে দিয়ে তৈরি ‘মেরিগোল্ড’ এর নাম উঠলো গিনেস বুকে

রত্ন ব্যবসায়ী হরিষ বনসল এর ডিজাইন করা আংটিতে আছে ১২৬৩৮ টি হিরে ,এই প্রথম কোনো আংটি এত হিরে দিয়ে তৈরি হয়েছে।

১২৬৩৮ টি হিরে দিয়ে তৈরি ‘মেরিগোল্ড’ এর নাম উঠলো গিনেস বুকে। এই আংটির ওজন ১৬৫ গ্রাম হলেও পরার পরে তেমন ভারী মনে হবেনা, বরং খুবই আরামদায়ক।আংটির ডিজাইন করেছেন রত্ন ব্যবসায়ী হরিষ বনসল।

১২৬৩৮ টি হিরে দিয়ে তৈরি ‘মেরিগোল্ড’ এর নাম উঠলো গিনেস বুকে। হিরের প্রতি প্রায় সকলেই আকৃষ্ট হয়ে পড়েন, এর উজ্জ্বলতা, এর দ্যুতি মুগ্ধ করে সকলকেই। যা দূর থেকে দেখা যায়, কিন্তু কাছে পাওয়া যায় না এমন জিনিসের প্রতি মোহ সবসময় বেশিই থাকে, ‘মেরিগোল্ড,রং অব প্রসপারিটি’ও ঠিক এমনই একটি দুষ্প্রাপ্য হিরের আংটি। যার ছবি দেখলেই আকৃষ্ট হবেন আপনিও।

এমনিতেই হিরের প্রতি সকলের ভালোবাসা অনেক বেশি, এক ছোট্ট হিরের অলংকারও উজ্জ্বলতায় ভরিয়ে তোলে মন। আর সেখানে মেরিগোল্ড এ আছে ১২৬৩৮ টি হিরের সমাহার, যা গিনেস বুকে নাম তুলেছে।

আরো পড়ুন: ৮ ডিসেম্বর ভারত বন্ধের ডাক দিল কৃষক সংগঠন,আজ তৃতীয় দফায় বৈঠক

‘মেরিগোল্ড,রং অব প্রসপারিটি’র ডিজাইনার  হরিষ বনসল

২৫ বছর বয়সী রত্ন ব্যবসায়ী হরিষ বনসল ডিজাইন করেছেন এই আংটির, যা অনেকটা গাঁদা ফুলের মতো দেখতে। আটটি স্তরে সাজানো হিরের পাতা দেখে মুগ্ধ হবে যে কেউ।

আংটিটির ওজন ১৬৫ গ্রাম

এই আংটির ওজন ১৬৫ গ্রাম হলেও পরার পরে তেমন ভারী মনে হবেনা, বরং খুবই আরামদায়ক এই হিরের আংটি।একেবারে নিখুঁত নকশা এই আংটির। আটটি স্তরে পাপড়িগুলি সম্পূর্ণ হিরে দিয়ে তৈরি। মেরিগোল্ডের সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে ইতিমধ্যেই বহু ক্রেতা এবং নিলামের জন্য আসা বহু মানুষকেই ফিরিয়ে দিয়েছেন হরিষ বনসল।

তিনি জানিয়েছেন এই আংটি তার কাছে সৌভাগ্যের প্রতীক, বহুদিনের শ্রম এবং নিষ্ঠার পর তৈরি হয়েছে এই আংটি, তাই এটি তিনি বিক্রি করবেন না। জানা গেছে প্রথমে এই আংটিটি ১০ হাজার হিরে দিয়ে তৈরির করবেন বলে ঠক করেছিলেন রত্ন ব্যবসায়ী হরিষ, কিন্তু আংটি তৈরি করতে শুরু করলে ১২ হাজারের বেশি হিরে লেগে যায়।

বছর দুয়েক আগে সুরাট থেকে গয়না কিভাবে তৈরি করতে হয় শেখেন হরিষ বনসল। তারপর এই স্বপ্নের আংটি তৈরির কথা ভাবেন। নিজেই ডিজাইন্টি ভেবেছিলেন। এই আংটি তৈরির জন্য প্রচুর নকসা তৈরি করেছিলেন তিনি, পছন্দ না হওয়ায় একাধিক নকশা ভেঙে ফেলেছেন।

বেশ কয়েকমাস আগে ৭৮০১ টি হিরে দিয়ে আংটি তৈরি করে গিনেস বুকে রেকর্ড গড়েছিলেন কোট্টি শ্রীকান্ত৷ সেই আংটির ডিজাইন ছিল হিমালয়ের দুষ্প্রাপ্য ফুল ব্রহ্মকমল এর মতো। ১১ মাস ধরে তৈরি হওয়া সেই আংটি ওজনে মেরিগোল্ডের তুলনায় অনেক ভারী ছিল।

আরো পড়ুন: ২০২০ র ‘yahoo’ সমীক্ষায় মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়ে প্রথম স্থানে রিয়া চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *