Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
আজ থেকে ছয়দিন মেলবোর্নে লকডাউন জারি।আগামী ছয় দিন লকডাউনের জন্য বন্ধ থাকবে স্কুল, কলেজ, রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া।
আক্রান্তের সংখ্যা বাড়ায় আগামী ছ’দিনের কড়া লকডাউন জারি মেলবোর্নে। ভিক্টোরিয়া চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ বাড়ানোয় অনেক নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ। এবার কড়া লকডাউনে মেলবোর্নে বাড়ি থেকে বেরোতে পারবে না কেউ।
আক্রান্তের সংখ্যা বাড়ায় আগামী ছ’দিনের কড়া লকডাউন জারি মেলবোর্নে। অস্ট্রেলিয়ায় গত কয়েক সপ্তাহে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করোনা অতিমারির হাত থেকে বাঁচতে ছয় দিনের কড়া লকডাউন চালু হয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়। ভিক্টোরিয়াতে তৃতীয় দফায় তিন মাস লকডাউন চলার পর চতুর্থ দফায় তা আরও কিছুদিন বাড়িয়ে দেওয়া হয়।
এবার মেলবোর্নেও ছয়দিনের লকডাউন করা হল।লকডাউনে মেলবোর্নের রাস্তাঘাট একেবারে নিশ্চুপ, জরুরি দরকারে বেরোতে হলে বাড়ির একজনই বেরোতে পারবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা সংক্রমণ কমে গেলেও ভিক্টোরিয়াতে জুলাই মাস থেকে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা। জুলাইয়ে যেই সংখ্যা ছিল ৭৭২ অগস্টে সেই সংখ্যা ৬ হাজার অতিক্রম করে, তড়িঘড়ি লকডাউন শুরু করে দেওয়া হয়।
তবে মেলবোর্নে করোনা ছড়িয়েছে সাফাইকর্মীর থেকে। মেলবোর্নের একটি হোটেলকে করা হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার। সেই হোটেলের এক সাফাইকর্মীর করোনা হয়েছিল কিন্তু কোনো উপসর্গ ছিল না। তার থেকে আরও কয়েকজনের ছড়ায়,তাদের মধ্যেও উপসর্গ উপস্থিত ছিল না। এভাবে বাড়তে বাড়তে গত কয়েকসপ্তাহে অস্ট্রেলিয়ায় ২৮ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে লকডাউনের ফলে ভিক্টোরিয়ায় সংক্রমণ অনেকটাই লাগামে আনা গেছে, বিগত ২০ দিনে একজনও নতুন করে করোনায় আক্রান্ত হননি ভিক্টোরিয়ায়।
মেলবোর্নে আজ থেকে পরবর্তী ছ’দিনের লকডাউনে সকলকেই বাড়ি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে বা প্রয়োজনে বেরোলে একজনই বেরোতে পারবেন। স্কুল, কলেজ, ক্যাফে, পাব সমস্ত বন্ধ থাকবে। কোনো অনুষ্ঠান করা যাবে না এই কয়েক দিন। সুপার মার্কেট বা ফার্মাসিতে নির্দিষ্ট সংখ্যক এর বেশি যেতে পারবে না। অকারণে বাইরে বেরোলে এবং দূরত্ববিধি বজায় না রাখলে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। মাস্ক পড়া বাধ্যতামূলক, মাস্ক ছাড়া বাইরে বেরোনো যাবে না, এবং সঙ্গে রাখতে হবে স্যনিটাইজার। দুজন বাড়ি থেকে বাইরে যাওয়া যাবে না।
আরো পড়ুন: সিআরজেড ছাড়পত্র ছাড়া নির্মান হওয়া একাধিক হোটেল বন্ধ হয়ে যাচ্ছে সুন্দরবনে