বলিউডে রিঙ্কি খান্নার প্রথম ছবি প্যায়ার মেঁ কভি কভি’, বলিউডে শেষবার রিঙ্কি খান্নাকে দেখা যায় ‘চামেলি’ ছবিতে। মুসু মুসু হাসি’ গানে জনপ্রিয় রিঙ্কি খান্না সাফল্য পাননি বলিউডে, বর্তমানে লন্ডনে সংসার সামলাচ্ছেন। তার এক ছেলে এবং এক মেয়ে। রাজেশ খন্না এবং ডিম্পল কাপাডিয়ার ছোট মেয়ে রিঙ্কি খান্না।
মুসু মুসু হাসি’ গানে জনপ্রিয় রিঙ্কি খান্না সাফল্য পাননি বলিউডে, বর্তমানে লন্ডনে সংসার সামলাচ্ছেন। পরিবারের সকলের মতোই তিনিও অভিনয় জগতে পা রেখেছিলেন, তবে সাফল্য পাননি। বাবা, মা এবং দিদির মতো জনপ্রিয় নন তিনি, এবং সবসময়ে খবরের মধ্যেও থাকেননা।
রাজেশ খন্না এবং ডিম্পল কাপাডিয়ার ছোট মেয়ে এবং টুইঙ্কেল খান্নার বোন রিঙ্কি খান্না ১৯৭৭ সালের ২৭ জুলাই জন্মান। তাঁর নাম ছিল ‘রিঙ্কল’ খান্না, তবে অভিনয় জীবনে পা রাখার সময় নাম পরিবর্তন করে রিঙ্কি করা হয়।
স্টার কিড হলেও খুব সাধারণ ভাবেই শৈশব কাটিয়েছেন রিঙ্কি জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। শ্যুটিং সেটে কখনো তাকে বা তার দিদিকে নিয়ে যেতেন না তাদের মা বাবা।
শৈশবে জীবনের একটা বড় সময় কেটেছে হস্টেলে। যেই স্মৃতি বেশ সুখের ছিল রিঙ্কির কাছে। পড়াশোনায় ভীষণ সিরিয়াস ছিলেন রিঙ্কি । স্কুল জীবনে সবসময় প্রথম স্থান অর্জন করতেন রিঙ্কি। স্কুল জীবন শেষ হওয়ার পর আমেরিকায় মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন। সেইসময় ৩ মাস নিউ ইয়র্কে চাকরি করার পর ফিরে আসেন ভারতে।
শুরু করেন অভিনয় জীবন। ১৯৯৯ সালে তাঁকে প্রথম দেখা যায় ‘প্যায়ার মেঁ কভি কভি’ সিনেমায়। এই ছবির গানগুলো ভীষণ হিট হয়েছিল।এরপর ‘জিস দেশ মেঁ গঙ্গা রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কহেনা হ্যায়’, ‘ইয়ে হ্যায় জলওয়া’, ‘প্রাণ জায় পর শান না জায়ে’, ‘ঝঙ্কার বিটস’, ‘চামেলি’ একাধিক বলিউড ছবি ছাড়াও তামিল ছবি ‘মজুনু’তে রিঙ্কি খান্নাকে দেখা গেছিল।
২০০৪ সালের ‘চামেলি’ ছবিটির পর বলিউড কেরিয়ারে ইতি টানেন রিঙ্কি। ২০০৩ সালে পেশায় ব্যবসায়ী সমীর সরনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিঙ্কি ।
বিয়ের কয়েক বছর পরে তার এক কন্যা ও এক পুত্র সন্তান হয়। বর্তমানে স্বামী এবং ছেলে মেয়ের সাথে লন্ডনে সংসার নিয়ে ব্যস্ত রিঙ্কি। ক্যামেরার সামনে তাকে খুব কমই দেখা যায়। তার মেয়ে নাওমিকাকে টুইঙ্কলের সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানে ক্যামেরার সামনে দেখা গেছে।
ছোট থেকেই মায়ের কাছে মানুষ রিঙ্কি জানিয়েছিলেন তিনি স্বাধীনচেতা। যে কোনো ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেন। ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালেই রাখেন অভিনেত্রী, সোশ্যাল মিডিয়াতেও একেবারেই সক্রিয় নন।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More