সম্পর্ক এতটাই তিক্ত পর্যায়ে গেছিল যে করিনাকে ‘গরু’র সাথে তুলনা করেছিলেন শাহিদ কাপুর!

সম্পর্ক এতটাই তিক্ত পর্যায়ে গেছিল যে করিনাকে ‘গরু’র সাথে তুলনা করেছিলেন শাহিদ কাপুর!

করিনা কাপুরের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর এক সাক্ষাৎকারে করিনার সাথে গরু, মহিষের তুলনা করেছিলেন শাহিদ কাপুর। শাহিদ কাপুরের সাথে বিচ্ছেদের পর সইফ আলি খানকে বিয়ে করেন করিনা কাপুর।

সম্পর্ক এতটাই তিক্ত পর্যায়ে গেছিল যে করিনাকে ‘গরু’র সাথে তুলনা করেছিলেন শাহিদ কাপুর! বলিউডে প্রেম সম্পর্ক কখনও পরিনতি পায়, কখনও ভেঙে যায়, কারোর প্রেম ভেঙে গেলেও তাদের বন্ধুত্ব দেখা যায়, আবার কেউ একবার শত্রুতা শুরু করতে তা অনেক বছর অবধি স্থায়ী থাকে।তেমনই তিক্ত সম্পর্ক শাহিদ করিনার।

সম্পর্ক এতটাই তিক্ত পর্যায়ে গেছিল যে করিনাকে ‘গরু’র সাথে তুলনা করেছিলেন শাহিদ কাপুর! বলিউডের অন্যতম সেরা জুটি ছিল শাহিদ-করিনার জুটি। শাহিদ কাপুরের সঙ্গে করিনা কাপুরের বিচ্ছেদের পর একাধিকবার তাদের বক্তব্যে বিতর্ক ছড়িয়েছে, তাদের সম্পর্ক যে আজও ভালো হয়নি তার প্রমাণ মিলেছে একাধিকবার।

শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের বিয়েতে করিনাকে আমন্ত্রিন করা হয়নি, ‘উড়তা পঞ্জাব’ছবিতে বহুদিন পর শাহিদ করিনা একসাথে কাজ করলেও একে অপরের থেকে মুখ ফিরিয়েই ছিল, তা নিয়েও কম চর্চা হয়নি। শাহিদ কাপুর এবং করিনা কাপুর বেশ কয়েকটি ছবি করেছেন। যার মধ্যে ‘যব উই মেট’ ছবিটি দারুণ সাফল্য পেয়েছিল। ওই ছবির শ্যুটিংয় এর পর শাহিদ-করিনার বিচ্ছেদ এর খবর নিয়ে গুঞ্জন শুরু হয়।

আরো পড়ুন: হবু বউকে নিয়ে প্রাক্তন বউয়ের শো’তে হাজির উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়!

বিচ্ছেদের প্রসঙ্গে কখনও শাহিদ বা করিনা স্পষ্টত কিছু না জানালেও বিচ্ছেদের পর তাদের মধ্যে বন্ধুত্বের আভাস আর পাওয়া যায়নি। শাহিদের সাথে বিচ্ছেদের পর করিনা কাপুরের সাথে সইফ আলি খানের সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে বি টাউনে, অপরদিকে শাহিদ কাপুরের সাথে সেই সময় একাধিক অভিনেত্রীর নাম সম্পর্কের কথা উঠে আসে, কখনও বিদ্যা বালান তো কখনও প্রিয়াঙ্কা চোপড়া, আবার কখনও সানিয়া মির্জা৷ তবে কোনও সম্পর্কই খুব বেশি দিন স্থায়ী হয়নি।

করিনার সাথে মহিষের তুলনা করেন শাহিদ তবে সে সময়ে সংবাদমাধ্যমের দেওয়া একটি সাক্ষাতকারে শাহিদ কাপুর জানিয়েছিলেন বিচ্ছেদের পরেও তাঁর জীবন ভালোই চলছে, তিনি বাংলোতে থাকেন না, নিরাপত্তা রক্ষীদের সাথে নিয়ে সবর্ত্র যাতায়াত করেন না, তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় তাকে অবশ্যই কেরিয়ারের দিকে নজর দিতে হবে।করিনার সঙ্গে বিচ্ছেদ এর পর সবটা মেনে অভিনয় জীবনের দিকেই সমস্ত ফোকাস করছেন বলেও জানিয়েছিলেন অভিনেতা। সেই সময় শাহিদ জানান পরিচালকের সমস্ত কথা মেনেই তিনি কাজ করবেন, যদি তাঁর বিপরীতে কোনও ছবিতে করিনাকে কাপুরকে কাস্ট করা হয় তাহলে এক কথায় তিনি রাজি হয়ে যাবেন কারণ তার কাছে ভালো ছবিটাই মুখ্য। তিনি আরও বলেন ছবিতে পরিচালক যদি তাঁকে ‘গরু’ অথবা ‘মহিষের’ সাথে রোমান্স করতে বলেন, তাও তিনি করবেন,কারণ সেটা তাঁর কাজ।

শাহিদের এমন মন্তব্যের পর সমালোচনার ঢেউ ওঠে তাহলে কি করিনাকে গরু বা মহিষের সাথে তুলনা করলেন তিনি, এই প্রশ্নে করিনার ফ্যানেরা শাহিদকে কটাক্ষ করেন। কিন্তু শাহিদের এমন মন্তব্যের পর পাল্টা জবাব দিতে দেখা যায়নি করিনা কাপুরকে। বর্তমানে মীরা রাজপুতের সাথে সুখী দাম্পত্যজীবন শাহিদ কাপুরের, তাই দুই সন্তান আছে।অপরদিকে সইফ আলি খানকে বিয়ে করে সুখী করিনা কাপুর। দ্বিতীয় বার মা হতে চলেছেন তিনি।

আরো পড়ুন: ‘উইকেন্ড কা ওয়ার’ এ রুবিনা দিলেককে সমর্থন করে জ্যাসমিন ভাসিনকে কটাক্ষ সলমন খানের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *