এ আর রহমানের পরিবারে শোকের ছায়া, চলে গেলেন কাছের মানুষ….

এ আর রহমানের পরিবারে শোকের ছায়া, চলে গেলেন কাছের মানুষ….

সোমবার সকালে প্রয়াত হন এ আর রহমানের মা করিমা বেগম। মাত্র ৯ বছরেই বাবাকে হারিয়েছিলেন এ আর রহমান। এ আর রহমানের পরিবারে শোকের ছায়া, চলে গেলেন কাছের মানুষ। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন করিমা বেগম।চেন্নাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৯ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন এ আর রহমান।

এ আর রহমানের পরিবারে শোকের ছায়া, চলে গেলেন কাছের মানুষ।২০২০ সাল সমাপ্তির আগেই আবার খারাপ খবর। প্রয়াত হলেন এ আর রহমানের মা করিমা বেগম। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর জানান। মাত্র ৯ বছরেই বাবাকে হারিয়েছিলেন তিনি, যার ফলে মা তার সবচেয়ে কাছের মানুষ ছিল। মায়ের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন তিনি। সোমবার সকালে চেন্নাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ আর রহমানের মা।

টুইটারে মায়ের মৃত্যুর খবর জানাতেই সংগীত জগত এবং বলউডের তারকারা এই খবরে শোক প্রকাশ করতে শুরু করেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন করিমা বেগম। করিমা বেগমের মৃত্যুতে এ আর রহমান এবং তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় খবরটি ভাইরাল হতেই অস্কারজয়ী এ আর রহমানকে শক্ত হওয়ার এবং কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে তোলার কথা বলেছেন অনেকেই। সঙ্গীত জগতে তার আগমন মায়ের কারণেই।

আরো পড়ুন: বিয়ের আগেই পঙ্গু হয়ে গেল কনে, পাত্র তাকেই করলেন জীবনসঙ্গিনী। ভালোবাসার নজির গড়লেন পাত্র, মনে করাবে ‘বিবাহ’ ছবির কথা!

প্রথম ‘বম্বে’ ছবিতে ১৯৯৫ সালে প্লে ব্যাক করেন এ আর রহমান। ‘বম্বে’ ছবির হাম্মা হাম্মা গানটি তাকে জনপ্রিয়তা দেয়। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম অ্যালবাম ‘বন্দে মাতরম’ সনি মিউজিক কোম্পানির পক্ষ থেকে মুক্তি পায়, যা একসাথে ২৮ টি দেশে মুক্তি পেয়েছিল। এরপর ধীরে ধীরে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছায় তার কেরিয়ার। এ আর রহমান অস্কার পুরস্কার লাভ করেছেন।

চলতি বছর গোটা বিশ্বের মতোই বলিউড জগতেও ভীষণ খারাপ কেটেছে। প্রচুর তারকার মৃত্যু হয়েছে৷ করোনায় প্রাণ গেছে বহু তারকার, আবার কেউ বার্ধক্যজনিত কারণে তো কেউ অবসাদের কারণে শেষ করেছেন জীবন। অভিনেতা সুশান্ত সিং রাজপুত, ইরফান খান, ঋষি কাপুর সহ প্রচুর তারকার মৃত্যুতে গোটা বছর জুড়ে শোকের আবহ বলিউডে। সামনেই নতুন বছরের শুরু, এবার সবকিছু ভালো হোক, সেটাই আশা সকলের।

আরো পড়ুন: চাটার্ড বিমানে কেক কেটে সকলকে ধন্যবাদ জানালেন রজনীকান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *