Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘প্রেম টেম’ এর ট্রেলার। ছবিটিতে আছে ত্রিকোণ প্রেমের গল্প। ত্রিকোণ প্রেমের গল্প হলেও একটু অন্যরকম, আবার ভীষণ পরিচিত! মুক্তি পেল অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘প্রেম টেম’ এর ট্রেলার.।ত্রিকোণ প্রেমের জেরে জটিল হয়ে যাবে পাবলোর জীবন। আরশি মিষ্টি মেয়ে, অপরদিকে রাজি একেবারে উল্টো, তার কাছে ভালোবাসা হল খিস্তি। ছবির নায়ক পাবলো কাকে বেছে নেবে, আরশি না রাজিকে?
ত্রিকোণ প্রেমের গল্প হলেও একটু অন্যরকম, আবার ভীষণ পরিচিত! মুক্তি পেল অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘প্রেম টেম’ এর ট্রেলার.।কলেজ জীবনে প্রায় সকলেই প্রেমে পড়েছে, কলেজ জীবনের প্রেমে এক উৎসাহ উদ্দীপনা থাকে যা বাধনছাড়া করে ফেলে আমাদের।
কলেজে না গিয়ে প্রেমিক প্রেমিকার সাথে দেখা করতে যাওয়া কিংবা কোনো বাহানায় প্রেমিক প্রেমিকার সাথে সময় কাটানো ক্লাসরুমে, বা ক্যান্টিনে। কিন্তু তারপর,অনেক সময় সেই ভালোবাসায় চলে আসে দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন, জটিলতা, কারণ ত্রিকোণ প্রেম। এমনই এক কলেজ জীবনের প্রেম নিয়ে হাজির পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। তার আসন্ন ছবি ‘প্রেম টেম’ এর ট্রেলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার।
আরো পড়ুন: বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এর সাথে একসময় হেমা মালিনীর কন্যার প্রেম ছিল, জানেন?
ট্রেলারে দেখা গেছে এই গল্পের প্রধান তিনটি চরিত্র পাবলো, আরশি এবং রাজি। পাবলো এবং রাজি একে অপরকে ভালোবাসে, ক্লাসরুমে উষ্ণ চুম্বন করতে গিয়ে ধরা পড়ে যায়, তার পর প্রিন্সিপালের বকুনি খেয়ে বেরিয়ে যায় আরশি। তবে পাবলোর মিষ্টি নয় ঝাল প্রয়োজন। এরপর আবার কলেজের এক পড়ুয়া রাজির প্রেমে পরে পাবলো, রাজির কাছে ভালোবাসা হল চার অক্ষরের খিস্তি। পাবলোর সাথে লিভ ইন থাকতে শুরু করে রাজি, সঙ্গে রাজির সন্তান, তার পোষ্য। তবে এরই মধ্যে পাবলোর জীবনে ফিরে আসে আরশি। পাবলো দোলাচলে ভোগে, কাকে বেছে নেবে সে? আরশি না রাজি?
অনিন্দ্য চট্টোপাধ্যায়ের নিজের লেখা কাহিনি নিয়েই তৈরী এই ছবি। তাঁর লেখা ‘বকলস’ উপন্যাসের উপর ভিত্তি করে এই ছবিটি তৈরি হয়েছে। তবে সিনেমার প্রয়োজনে পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় সিনেমার কাহিনিতে বেশ কিছু অদল বদল করেছেন।
এই ছবিতে অভিনয় করছেন একেবারে নতুন অভিনেতারা।
বরাবরই অনিন্দ্য চট্টোপাধ্যায় তার সিনেমায় ফ্রেশ লুকের উপরেই ভরসা রেখেছেন। এই সিনেমায় পাবলো, আরশি এবং রাজির চরিত্রে অভিনয় করেছেন সৌম্য, সুস্মিতা এবং শ্বেতা। চন্দননগর এবং শ্রীরামপুরে এই ছবির বেশিরভাগ শুটিং হয়েছে। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘ওপেন টি বায়োস্কোপ ‘, ‘প্রজাপতি বিস্কুট ‘ এর মতো এই ছবিতেও যে নবাগত অভিনেতাদের অভিনয় সকলের ভালো লাগবে সে বিষয়ে আশাবাদী পরিচালক। এসভিএফ এর প্রযোজনায় তৈরি হচ্ছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের এই ছবি।
আরো পড়ুন: ২০২০ র ‘yahoo’ সমীক্ষায় মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়ে প্রথম স্থানে রিয়া চক্রবর্তী