হজ যাত্রায় বেধে দেওয়া হল বয়সসীমা, আবেদন করতে হবে ১০ ডিসেম্বরের মধ্যে, দেখে নিন হজ যাত্রার নির্দেশিকা গুলি  

হজ যাত্রায় বেধে দেওয়া হল বয়সসীমা, আবেদন করতে হবে ১০ ডিসেম্বরের মধ্যে, দেখে নিন হজ যাত্রার নির্দেশিকা গুলি

হজ যাত্রায় বেধে দেওয়া হল বয়সসীমা, আবেদন করতে হবে ১০ ডিসেম্বরের মধ্যে, ২০২১ সালে হজ যাত্রার জন্য বিমান ছাড়বে ১০ টি রাজ্য  থেকে।

চলতি বছরে কোভিড সংক্রমণের কারণে বন্ধ রাখা হয়েছিল হজ যাত্রা। তবে আগামী বছর অর্থাৎ ২০২১ সালে হজ যাত্রায় যাওয়ার বার্তা দিয়ে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

সৌদি আরবের জারি করা স্বাস্থ্যবিধির সাথে সহমত পোষণ করে  কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে হজ যাত্রা বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ৬৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা হজে যেতে পারবেন না।  বয়স্কদের করোনা সংক্রমণের প্রভাব অনেক বেশি থাকে, সেই কথাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৮ বছরের কম যাদের বয়স তারাও যেতে পারবে না। আগে থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে করোনার কারণে হজ যাত্রায় বয়স বেধে দেওয়া হতে পারে৷

আরো পড়ুন,অন্ধ্রপ্রদেশে স্কুল খোলার সাথে সাথেই বহু পড়ুয়া আক্রান্ত করোনায় 

হজ যাত্রার বিমান পাওয়া যাবে বেঙ্গালুরু, কলকাতা, আহমেদাবাদ, হায়দরাবাদ , মুম্বই,দিল্লি, লখনউ, গুয়াহাটি, কোচিন, শ্রীনগর থেকে। আগে বিমান ছাড়ার জায়গা ২১ টি ছিল যা কমিয়ে মাত্র ১০ টি করা হয়েছে।

এবছর হজে যাওয়ার জন্য আবেদন করা যাবে অনলাইন, অফলাইন এবং হজ মোবাইল অ্যাপলিকেশন্বে মাধ্যমে । শনিবার থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

যেসব মহিলারা পুরুষ আত্মীয় ছাড়া হজে যাবেন তাদের ৩-৩ গোষ্ঠী তৈরী করে আবেদন করতে হবে। যেসব মহিলারা একা একা, পুরুষসঙ্গী ছাড়া হজে যাওয়ার আবেদন করবেন তারাও এই বছর যেতে পারবেন। মহিলা যাত্রীদের জন্য ৫০০ টি আসন বরাদ্দ। এরবেশি আবেদন করে হলে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে।

যারা নির্বাচিত হবেন তাদের দুটো কিস্তিতে টাকা জমা করতে হবে। প্রথম কিস্তিতে দেড় লক্ষ খরচ যা প্রথমে ৮১ হাজার এবং পরবর্তী কিস্তিতে বাকিটা দিতে পারবে।আরব যাত্রা শুরু হবে ২৬ জুন থেকে, শেষ বিমান ছাড়বে  ৩১ জুলাই।

যারা হজে যাবেন তাদের আরটি পিসিঅার টেস্ট করা হবে, রিপোর্ট নেভেটিভ আসলে তা বিমান যাত্রার ৭২ ঘন্টা আগে জমা দিতে হবে।

আরো পড়ুন,করোনা যুদ্ধে জয়ী জনপ্রিয় টেলি অভিনেত্রী অপরাজিতা আঢ্য 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *