Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
বাইরে গেলে ব্যাগে মনে করে নিয়ে যান হ্যান্ড ক্রিম, লিপ বাম, পাওয়ার ব্যাঙ্ক, চার্জার, হেডফোন ইত্যাদি। করোনা আবহে ব্যাগে স্যানিটাইজার ছাড়াও রাখুন একস্ট্রা মাস্ক।
করোনা আবহে যে জিনিসগুলি অবশ্যই ব্যাগে রাখবেন। বর্তমান সময়ে করোনার জেরে অনেক বেশি সচেতন থাকতে হচ্ছে সকলকে, এই সময়ে বাইরে বেরোনোর আগে দেখে নিন এগুলো ব্যাগে আছে কিনা। এছাড়াও ব্যাগে সবসময় রাখুন সেফটিপিন, টুথপিক, প্যাকেট জাত খাবার ইত্যাদি।
করোনা আবহে যে জিনিসগুলি অবশ্যই ব্যাগে রাখবেন! বাইরে বেরিয়ে অনেক সময়ই মনে হয় ইস, এটা কেন ব্যাগে রাখলাম না, ওটা থাকলে ভালো হত। বাইরে বেরোলে অবশ্যই ব্যাগে যেসব জিনিস গুলো রাখবেন
বর্তমান সময়ে করোনার জেরে অনেক বেশি সচেতন থাকতে হচ্ছে সকলকে। এই সময় বাইরে বেরোলেই সবসময় নিয়ে যান এই সব গুরুত্বপূর্ণ জিনিস, যে কোনও সময় কাজে লাগতে পারে।
আরো পড়ুন: শীতকালে খাওয়ার তালিকায় আগেই রাখুন আমলকিকে, জেনে নিন কেন?
শীতকালে বাইরে বেরোলেই ব্যাগে এই দুটি জিনিস মাস্ট। একটি হল হ্যান্ড ক্রিম এবং অপরটি লিপ বাম। এখন সবসময় মাস্ক পড়ে থাকতে হয় বলে অনেকেই লিপস্টিক ব্যবহার করেন না। তবে শীতে ঠোট শুকিয়ে যাওয়া বা ফেটে যাওয়া একটি ভীষণ সমস্যার ব্যাপার। তাই অবশ্যই সঙ্গে রাখুন লিপ বাম। একটি ছোট হ্যান্ড ক্রিমও সঙ্গে রাখুন, সারাদিনের জন্য কোথাও গেলে প্রয়োজন হতে পারে হ্যান্ড ক্রিমের।
বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হল টিস্যু পেপার, করোনা আবহে একাধিক বার স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যাপার থাকে, তাই সঙ্গে রাখুন টিস্যু পেপার।
মাস্ক পড়ে বেরোলেও ব্যাগে নিয়ে যান এক্সট্রা মাস্ক। যে কোনো সময়ে মাস্ক হারিয়ে গেলে বা পরে গেলে তখন কাজে আসবে এক্সট্রা মাস্ক।
অনেকেই রাস্তায় বেরিয়ে দেখেন ট্রেনে বাসে হাওয়ায় চুলের অবস্থা একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে। তাই সবসময় সঙ্গে রাখুন একস্ট্রা মাস্ক এবং একটি আয়না।
হাতব্যাগে মোটামুটি সকলেই এই জিনিসটি রাখেন। যে কোনো সময়েই বাইরে অনেকটা সময় থাকার পর একটু পারফিউম লাগিয়ে নিলে অনেক বেশি ফ্রেশ লাগে।
বাস কিংবা মেট্রোয় গান শুনতে শুনতে যেতে অনেকেরই ভালো লাগে। তারা অবশ্যই হেডফোন ব্যাগে রাখুন। এছাড়াও রাখুন চার্জার ও পাওয়ার ব্যঙ্ক। ফুল চার্জ থাকলেও যে কোনো সময়ে এগুলির দরকার পড়তেই পারে।
সবসময় ব্যাগে রাখুন স্যানিটাইজার। কোথাও খাবার আগে বা বসার আগে স্প্রে করে নিন স্যানিটাইজার। এছাড়াও ব্যাগে সবসময় রাখুন সেফটিপিন, টুথপিক, প্যাকেট জাত খাবার, জলের বোতল, ছাতা, ব্যান্ডেড, পেন, ডায়েরি ইত্যাদি।