যার গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন একেবারেই খাবেন না এই সমস্ত খাবারগুলি

যার গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন একেবারেই খাবেন না এই সমস্ত খাবারগুলি

গ্যাস্ট্রিকের সমস্যা বহুগুন বেড়ে যায় তড়কা, নারকেল, মুলো ইত্যাদি খেলে। তবে শুধু খাবারই নয়, অনিদ্রা, অতিরিক্ত ধূমপান, মদ্যপানের কারণেও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায়।

অনেকেই ভীষণ ভাবে গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন,বেশ কিছু সবজি আছে যা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বহুগুন বেড়ে যায়, জেনে নিন কোন সবজি গুলো একেবারেই খাওয়া উচিত নয়। যার গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন একেবারেই খাবেন না এই সমস্ত খাবারগুলি। যার মধ্যে আছে তড়কা, রাজমা, মুলো, ছোলার ডাল ইত্যাদি।

যার গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন একেবারেই খাবেন না এই সমস্ত খাবারগুলি। রোজকার জীবনে এমন অনেক সবজি আছে যা আমাদের খেতে ভালো লাগে, তবে আমরা জানিই না যে সেইসব সবজি গুলো খেলে কী ভীষণ পরিমান স্বাস্থ্যের অবনতি হতে পারে। বাড়তে পারে গ্যাস্ট্রিকের সমস্যা। জেনে নিন কোন কোন সবজি বাড়িয়ে দেয় গ্যাস্ট্রিকের সমস্যা।

আরো পড়ুন: শীতকালে খাওয়ার তালিকায় আগেই রাখুন আমলকিকে, জেনে নিন কেন? 

গ্যাস্ট্রিকের সমস্যার পেছনে যেমন খাবারের সময়ের অনিয়ম থাকে, তেমনি থাকে অতিরিক্ত মদ্যপান,ঘুম না হওয়া,অতিরিক্ত ধূমপান ইত্যাদি।আবার রোজকার জীবনে খাবারের মেনুতে এইসব সবজি থাকলেও বাড়তে পারে গ্যাস্ট্রিকের সমস্যা। যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন তারা একেবারেই খাবেন না এইসব খাবার।

মুলো –

শীতকালীন সবজি গুলোর মধ্যে অন্যতম হল মুলো। মুলো দিয়ে ডাল কিন্তু শীতের জনপ্রিয় একটি রেসিপি। তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা একদম এড়িয়ে যান মুলো। নাহলে বেড়ে যাবে গ্যাসট্রিকের সমস্যা, হবে অনিদ্রা এবং পেট ব্যথার মতো একাধিক শারীরিক সমস্যা।

নারকেল

অনেকেই বিভিন্ন পদকে সুস্বাদু বানানোর জন্য খাবারে নারকেলের ব্যবহার করেন৷ তবে যাদের গ্যাসের সমস্যা আছে তারা একেবারেই খাবেন না নারকেল।

ছোলার ডাল

লুচি আর ছোলার ডাল কম্বো কার না ভালো লাগে, ব্রেকফাস্টে লুচি ছোলার ডাল খেতে ভালোবাসেন অনেকেই। কিন্তু এটি গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগা মানুষদের জন্য বিপদ ডেকে আনতে পারে।যাদের বুকে ব্যাথা, গ্যাস, অম্বল একটুতেই ধরে নেয় তাহলে একেবারেই খাবেন না ছোলার ডাল।

তড়কার ডাল

ডিনারে রুটি, পেঁয়াজ, তড়কার ডাল বেশ জনপ্রিয় খাবার। তবে যাদের হজমের সমস্যা আছে তারা তড়কা খেলে হতে পারে বিপদ। শুধু তড়কাই নয় রাজমাও কিন্তু গ্যাসের সমস্যায় বেশ ক্ষতিকর।

কাঠাল

সব ফলই কিন্তু শরীরের জন্য উপকারী এমনটা নয়। যারা গ্যাসের সমস্যায় ভোগেন কাঠালকে খেতে ভালোবাসলেও এড়িয়ে চলুন কাঠাল। সামান্য কাঠাল খেলেও গ্যাস্ট্রিকের রোগীদের মারাত্মক ব্যাথা হয়।

আরো পড়ুন: স্মৃতিশক্তি বাড়াতে যে খাবারগুলি অবশ্যই খাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *