শিশুদিবসে মুক্তি পেল রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’র ট্রেলার, আপনার সন্তানের ফোনের নেশা স্বাভাবিক জীবনে বাঁধা হয়ে দাড়াবে না তো?

শিশুদিবসে মুক্তি পেল রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’র ট্রেলার, আপনার সন্তানের ফোনের নেশা স্বাভাবিক জীবনে বাঁধা হয়ে দাড়াবে না তো?

‘হাবজি গাবজি’ তে অভিনয় করছেন শুভশ্রী গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়। শিশুদিবসে মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’র ট্রেলার।

শিশুদিবসে মুক্তি পেল রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’র ট্রেলার। বর্তমান সময়ের একটি বাস্তব সমস্যা নিয়ে তৈরী এই সিনেমার কাহিনি, যা ভীষণ প্রাসঙ্গিক।

শিশুদিবসে মুক্তি পেল রাজ চক্রবর্তী পরিচালিত ‘হাবজি গাবজির’ ট্রেলার। এই ট্রেলার দেখলেই বোঝা যাবে সিনেমাটির মূল গল্প। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে দিন দিন ফোনের নেশা বেড়েই চলেছে, সারাদিনের ফোনের নেশায় বুঁদ ছোট ছোট বাচ্চারাও।

ট্রেলারে দেখা যাচ্ছে একটি ১০ বছরের বাচ্চা যার বাবা, মা দুজনেই সকাল সকাল কাজে বেরিয়ে যায়, সন্তানের জন্য তাদের কাছে সময় নেই, তবে নিত্যনতুন ফোন, ভিডিও গেম দিয়ে বাচ্চাটিকে ভুলিয়ে রাখে তারা। আস্তে আস্তে বাচ্চাদের মনে ফোনের নেশা এমন আকার ধারণ করে যে সে ফোন নিয়ে নেওয়ার কথা উঠলেও বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা জানায়। একসময় সে তার বাবার গায়েও হাত তোলে। তখন মিস্টার এবং মিসেস বোস বুঝতে পারেন কেরিয়ার নিজেদের স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে,

বড় বাড়ি, বড় গাড়ি সব করেছেন, শুধু বিপদ ডেকে এনেছেন নিজের সন্তানের জীবনে।

আরো পড়ুন: কৃতিকেই বিয়ে করছেন পুলকিত, তবে আপাতত মন কেরিয়ারে

এই ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় বাবার ভূমিকায় এবং শুভশ্রী গাঙ্গুলি  মা য়ের ভূমিকায় অভিনয় করেছেন। অনীশ বসুর চরিত্রে টিভির জনপ্রিয় মুখ স্যমন্তকদ্যুতিকে দেখা যাবে।

 

View this post on Instagram

 

A post shared by Raj Chakrabarty ?? (@rajchoco)

বর্তমান প্রজন্মে এই ছবিটি ভীষণ কমন, প্রায় প্রতিটি বাড়িতেই এক ছবি, ফোনে কার্টুন, নয়তো গেম এই নিয়েই বাড়িতে বেশিরভাগ সময় কাটয়ে দেয় সন্তানরা। বাবা মায়েরা ব্যস্ত তাদের নিজেদের জগতে। কোথাও কি এই সিনেমা আমাদের ভাবায় আমরা ভুল করছি না তো, ছেলে মেয়েদের জীবন কোনো বিপদ ডেকে আনছি না তো। এর আগেও দেখা গেছে বেশি কিছু অনলাইন গেম অনেক ছেলে মেয়ের জীবন পর্যন্ত কেড়ে নিয়েছে। কোনো কিছুর প্রতিই আসক্তি একেবারেই উচিত নয়। কিন্তু বর্তমান প্রজন্ম ফোনের প্রতি আসক্ত। তাদের বোঝাতে হবে সবকিছুর একটা লিমিট আছে, বাবা মা দের সন্তানের প্রতি আরও সময় দিতে হবে যাতে তারা সবকিছু বাবা, মায়ের কাছে শেয়ার করে।

শুভশ্রীকে এর আগে দেখা গেছিল পরিণীতা ছবিতে। সেখানেও তার চরিত্রটি বেশ অন্যরকম ছিল। অনবদ্য ছিল তার অভিনয়। এই ছবিতেও যে বেশ অন্যরকম চরিত্রে এবং মায়ের ভূমিকায় অভিনয় করে সকলকে মুগ্ধ করতে চলেছেন শুভশ্রী তার ইঙ্গিত মিলেছে ট্রেলারেই। ‘হাবজি গাবজি’র ট্রেলার দেখার পর সকলেই অপেক্ষায় এই ছবি মুক্তির।

আরো পড়ুন: দীপাবলিতে আলিয়া ভাটের পিঙ্ক লেহেঙ্গা মন কেড়েছে নেটিজেনদের, তৈরী করতে সময় লেগেছে চার মাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *