ভারতে আগামী জুন মাসের মধ্যে ৯ টি নতুন মডেল লঞ্চ করতে চলেছে ট্রায়াম্ফ

ভারতে আগামী জুন মাসের মধ্যে ৯ টি নতুন মডেল লঞ্চ করতে চলেছে ট্রায়াম্ফ

ট্রায়াম্ফের অর্থবর্ষ শুরু হয় জুলাই মাস থেকে যা চলে পরের বছর জুন মাস পর্যন্ত৷ ট্রায়াম্ফের কাছে বর্তমানে আছে ১৬ টি মডেল।

ভারতে আগামী জুন মাসের মধ্যে ৯ টি নতুন মডেল লঞ্চ করতে চলেছে ট্রায়াম্ফ। জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের মধ্যে ভারতের বাজারে ৯ টি নতুন মডেলের বাইক লঞ্চ করবে ট্রায়াম্ফ, জানিয়েছেন ট্রায়াম্ফ মোটরসাইকেল ইন্ডিয়ার বিজনেস হেড শোয়েব ফারুক। চলতি অর্থবর্ষে তাদের বিক্রি বাড়বে ২০-২৫ শতাংশ আশাবাদী সংস্থা।

ভারতে আগামী জুন মাসের মধ্যে ৯ টি নতুন মডেল লঞ্চ করতে চলেছে ট্রায়াম্ফ। ব্রিটিশ বাইক প্রস্তুতকারী সংস্থা ট্রায়াম্ফ ভারতের মোটরসাইকেলের বাজারে নিজদের স্থান আরও বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ, এবং সেই কারণেই ট্রায়াম্ফ আগামীবছর জানুয়ারি থেকে জুন অর্থাৎ পরবর্তী ছ’মাসের মধ্যে ভারতে নতুন ৯টি মডেল লঞ্চ করতে চলেছে। দেশের মোটরসাইকেল বাজারে স্থান আরও মজবুত করতে কয়েকটি বাইকের বিশেষ সংস্করণও আনতে চলেছে ট্রায়াম্ফ। সংস্থার তরফে আশাপ্রকাশ করে জানানো হয়েছে চলতি অর্থবর্ষে তাদের বিক্রি বাড়বে ২০-২৫ শতাংশ, এমনটাই ভাবছে তারা।

আরো পড়ুন: লঞ্চ হল Oppo Reno 5 Series এর নতুন দুটি মডেল Reno 5 এবং Reno 5 Pro, থাকছে 5G সাপোর্ট

করোনা মহামারীর জেরে মাস কয়েক একেবারেই বিক্রির মুখ দেখেনি অনেক সংস্থাই। প্রায় কয়েক মাসে বিক্রি একেবারেই হয়নি। ট্রায়াম্ফের নতুন অর্থবর্ষ শুরু হয় জুলাই মাস থেকে যা চলে পরের বছর জুন মাস পর্যন্ত।ট্রায়াম্ফের কাছে বর্তমানে আছে ১৬ টি মডেল যার মধ্যে মডার্ন ক্লাসিক যেমন আছে, তেমনই অ্যাডভেঞ্চার মোটরসাইকেলও আছে, আবার আছে রকেট 3R এবং সম্প্রতি লঞ্চ হওয়া রকেট 3GT, ট্রায়াম্ফ মোটরসাইকেল ইন্ডিয়ার বিজনেস হেড শোয়েব ফারুক জানিয়েছেন, জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের মধ্যে ভারতের বাজারে ৯ টি নতুন মডেলের বাইক লঞ্চ হবে যার মধ্যে কয়েকটি মডেলের বিশেষ সংস্করণও থাকবে।যার মধ্যে আছে ট্রাইডেন্ট ৬৬০ এবং নিউ টাইগার ৮৫০ স্পোর্ট মডেল। এই পরিকল্পনার জেরে আগামী জুন মাস পর্যন্ত ভীষণ ব্যস্ত থাকবে ট্রায়াম্ফ।

গত ১ বছরে দেশে দামি বাইকের বাজার কমেছে প্রায় ৩৫-৩৮ শতাংশ, মহামারীর জেনে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, আর এই পরিস্থিতিতে ক্রেতারা দামি এবং বিলাসবহুল সামগ্রী কিনবেন না সেটাই স্বাভাবিক। তবে সার্বিক ভাবে বিগত কয়েক মাসে ট্রায়াম্ফের ফল ভালো হয়েছে৷ গত বছরের মতোই প্রায় বিক্রি হয়েছে এবছরও। জুলাই থেকে হিসেবে যা আরও বেশি। ৫০০ সিসি ও তার চেয়ে বেশি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন প্রায় ২০ হাজার বাইক প্রতি বছর বিক্রি হয়। আগামী ছয় মাসে অর্থাৎ ২০২১ সালের জুন মাস পর্যন্ত ২০-২৫ শতাংশ বিক্রি বাড়বে বলে আশাবাদী সংস্থা জানিয়েছেন শোয়েব ফারুক।

আরো পড়ুন: গাঁটছড়া বাঁধলেন কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *