জুন আন্টির কাছে জব্দ হচ্ছে তাঁর ‘মাসি’, দর্শক দেখে মজা পাচ্ছেন, টি আরপি বাড়ছে বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’। শ্রীময়ী কত সেবা যত্ন করতো তাঁর শাশুড়ীর, কিন্তু জুন শুধু খাটাচ্ছে ‘মাসি’কে।
যেমন কর্ম তেমনি ফল, শ্রীময়ীকে তাড়িয়ে হারে হারে টের পাচ্ছেন শ্রীময়ীর শ্বাশুড়ি, জুনের হাতে জব্দ ‘মাসি’কে দেখতে বাড়ছে টিঅারপি। সদ্য কলেজে ওঠার দিঠির জীবনে সর্বজিত কি বিশেষ জায়গা করে নেবে,দেখার অপেক্ষায় দর্শকরা।
যেমন কর্ম তেমনি ফল,জুনের হাতে জব্দ ‘মাসি’কে দেখতে বাড়ছে টিঅারপি। বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’ সবসময়েই চর্চায় থাকে, কখনও ট্রোলিং তো কখনও সম্পর্কের টানাপোড়েন, অথবা জুন আন্টি, এতেই মজেছেন দর্শকরা। প্রায় প্রত্যেক বাড়িতেই সন্ধ্যে ৭ টা বাজলে শোনা যায় শ্রীময়ীর আওয়াজ।
শ্রীময়ীতে এখন আর শুধুমাত্র জুন – শ্রীময়ী – অনিন্দ্য র ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েন নেই, এখন অনেক বেশি চরিত্র এসে পড়েছে এবং ধারাবাহিকটি মূলত তিনটি দিকে ভাগ হয়ে গেছে।
যেখানে একদিকে শ্রীময়ীর শ্বশুরবাড়িতে আছে শ্রীময়ীর শাশুড়ি, অনিন্দ্য, জুন এবং জাম্বো। জাম্বোর স্ত্রী অঙ্কিতা তাকে ছেড়ে চলে গেছে, তাই বেশিরভাগ সময়েই বাইরে কাটায় জাম্বো, তাকে বেশি বাড়িতে দেখা যায় না। তবে বাড়িতে যাদের দেখতে উৎসাহ নিয়ে টিভির পর্দায় চোখ রাখে দর্শক তারা হলেন জুন আন্টি এবং পত্রলেখার বাক্যালাপ। এতদিন শ্রীময়ীকে অনেক কথা শোনাতো তাঁর শাশুড়ি এবং জুনকে ঘরের লক্ষ্মী বলতো, তবে জুনের আসল রুপ দেখে ভ্যাবাচেকা খেয়ে যাচ্ছে জুনের ‘মাসি’।
কখনও জুন মাসিকে বলতে দুপুরে আলুসিদ্ধ ভাত বানিয়ে খেয়ে নিতে, আবার কখনও বলতে মাত্র তো চারজনের রান্না, সেটা মাসিই বানিয়ে নিতে পারবে। শ্রীময়ী তাঁর শাশুড়ীর কত সেবা যত্ন করতো, অপরদিকে জুন কিভাবে তাকে খাটাচ্ছে, বাড়ি বিক্রির জন্য উঠে পড়ে লেগেছে তা বুঝে অসহায় ‘মাসি’ মনে মনে ভাবছে সে কি বড় বৌমা শ্রীময়ীকে তাড়িয়ে ভুলে করেছে। তবে জুনের হাব ভাবে মাসি কষ্ট পেলেও দর্শক কিন্তু বেশ মজা পাচ্ছে জুনের ‘মাসি’ অর্থাৎ শ্রীময়ীর শাশুড়ির জব্দ হওয়া দেখে।
অপরদিকে শ্রীময়ী, তার শ্বশুর, ডিঙ্কা, কেয়া, দিঠিকে নিয়ে আছে রোহিত সেনের বাড়ি, সেখানে কেয়ার জুনকে অপমান, অসম্মান লেগেই আছেন,এবং বড় মনের শ্রীময়ী সব কথা মুখ বুজে সহ্য করে যাচ্ছে আগের মতোই। কেয়া কিছুতেই ভালো বৌমা না হয়ে কখনও দিঠি, কখনও শ্রীময়ী, কখনও রোহিত সেন তো কখনও ডিঙ্কার বিরুদ্ধে কথা বলে ঝামেলা করছে।
আরেকটি নতুন গল্প শুরু হতে দেখা যাচ্ছে দিঠির জীবনে, যেখানে সদ্য কলেজে ওঠা দিঠি এবং সেখানে রোহিত সেনের ভাগ্নে সর্বজিতের সাথে তার বন্ধুত্ব এবং খুনসুটি যে আগামী দিনে প্রেমের একটি সম্পর্কে রূপ লাভ করতে পারে তা বোঝাই যাচ্ছে।
আরো পড়ুন: বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর শিকার ‘বিগ বস’ খ্যাত সানা খান
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More