Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ধারাবাহিক ‘খড়কুটো’তে চলছে সৌজন্য ও গুনগুনের বিয়ে। কনের বেশে বেশ কিছু ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী তৃণা, যার মধ্যে একটি ‘টুম্পা সোনা’ গানে নাচ।
কনের বেশে ‘টুম্পা’ গানে দুই ননদের সাথে তুমুল নাচ ‘খড়কুটো’ধারাবাহিকের ‘গুনগুন’ এর। কনের বেশে লাল লেহেঙ্গায় এবং ভারী গয়না পড়ে দুর্দান্ত লাগছে গুনগুনকে। তবে তাকে তৈরি করতে কিন্তু অনেকেই হিমসিম খেয়েছে। আবার কনের বেশে জমিয়ে নেচেছেনও তিনি। এইসব ভিডিওই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
কনের বেশে ‘টুম্পা’ গানে দুই ননদের সাথে তুমুল নাচ ‘খড়কুটো’ ধারাবাহিকের ‘গুনগুন’ এর। বেশ কিছুদিন ধরে একটি গান সকলেরই কানে আসছে, সেটি হল ‘টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা’, ব্যাপক জনপ্রিয় এই গানটি পাড়ার মোড়ে যেমন শোনা যাচ্ছে, তেমনই সেলেব দের ভিডিওতে বা বিয়ের মন্ডপে ব্যপক জনপ্রিয় হচ্ছে। ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’র গান টুম্পা সোনা গানে সদ্য বিবাহিত অনির্বাণ ভট্টাচার্যের রিসেপশনেও জমিয়ে নাচতে দেখা যায় নবদম্পতিকে।
ধারাবাহিকেও এখন চলছে বিয়ের মরশুম, আর বিয়ের মন্ডপ থেকেও শোনা যাচ্ছে ‘টুম্পা সোনা’ গান।বাংলা ধারাবাহিক ‘খড়কুটো’ তেও চলতে বিয়ে, সৌজন্য এবং গুনগনের বিয়ে। আর বিয়ের আসর থেকে উঠে আসল ‘গুনগুন’ এর নাচের ভিডিও। দুই ননদের সাথে ‘টুম্পা’ গানে তুমুল নাচলেন ‘খড়কুটো’র গুনগুন অর্থাৎ তৃণা সাহা।
স্টার জলসার ‘খড়কুটো’ ধারাবাহিকটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘সৌজন্য'(কৌশিক রায়) এবং ‘গুগগুন’ (তৃণা সাহা)-এর দুষ্টুমিষ্টি সম্পর্ক বিয়ের পর কেমন হয় সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা। এখন দেখানো হচ্ছে সৌজন্য এবং গুনগুনের বিয়ে।
তৃণা ইনস্টাগ্রামে বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন, যেখানে কনের সাজে ‘টুম্পা’ গানে নাচতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে আরেকটি ভিডিওতে কীভাবে কত কষ্টে ফাইনালি গুনগুনকে কনের সাজে সাজানো গেল সেই ভিডিওটি পোস্ট করেছেন তৃনা।
গুনগুনের চরিত্রে দর্শকদের মন জয় করেছে তৃণা সাহা, পর্দায় তাকে এখন কনের বেশে দেখা যাচ্ছে, তবে খুব শীঘ্রই ব্যক্তিগত জীবনেও তাকে কনের বেশে দেখা যেতে চলেছে। কারণে আগামী বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা নীল ভট্টাচার্যের সাথে। নীলকে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের ‘নিখিল’ এর চরিত্রে দেখা গেছিল। আগামী বছর অর্থাৎ ২০২১ এর ৪ ফেব্রুয়ারি বিয়ের দিন ঠিক হয়েছে নীল ও তৃণার।
আরো পড়ুন: বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এর সাথে একসময় হেমা মালিনীর কন্যার প্রেম ছিল, জানেন?