আইসোলেশনে বৃদ্ধ বয়সের ছবি থেকে নানা মজার কান্ড করে সময় কাটাচ্ছেন বরুণ ধাওয়ান !

আইসোলেশনে বৃদ্ধ বয়সের ছবি থেকে নানা মজার কান্ড করে সময় কাটাচ্ছেন বরুণ ধাওয়ান !

‘যুগ যুগ জিও’র শুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হন অভিনেতা বরুণ ধাওয়ান। আগামী বছর সারা আলি খানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’ ছবিতেও দেখা যাবে তাকে।

আইসোলেশনে বৃদ্ধ বয়সের ছবি থেকে নানা মজার কান্ড করে সময় কাটাচ্ছেন বরুণ ধাওয়ান ! বয়স হলে কেমন হবে দেখতে এই নিয়ে কিন্তু বেশ উৎসাহী অভিনেতা বরুণ ধাওয়ান। মজা করে তিনটি ছবি পোস্ট করেছেন অভিনেতা, যার ক্যাপশনে লিখেছেন -“লাইফ ইন আইসোলেশন”। যা দেখে মজা পেয়েছেন ভক্তরাও।

আইসোলেশনে বৃদ্ধ বয়সের ছবি থেকে নানা মজার কান্ড করে সময় কাটাচ্ছেন বরুণ ধাওয়ান ! হঠাৎ কিভাবে এত বয়স্ক হয়ে গেলেন অভিনেতা বরুণ ধাওয়ান! না না তিনি বয়স্ক হননি, বরং আইসোলেশনের লাইফে বোরিংনেস কাটানোর জন্য নিত্যনতুন কৌশল খুঁজছেন তিনি। আর তাতেই মজা করে তিনটি ছবি পোস্ট করেছেন অভিনেতা, যার ক্যাপশনে লিখেছেন -“লাইফ ইন আইসোলেশন”। বরুণ ধাওয়ানের কৌতুকপ্রবণ দিকটি দেখে কিন্তু বেশ মজাই পেয়েছেন ভক্তরা।

আরো পড়ুন: রোজগার হীন মানুষদের ই-রিকশা দিতে চলেছে অভিনেতা সোনু সুদ

বরুণ ধাওয়ানের এই তিনটি ছবি তিন রকম। একটিতে তরুণ, একটিতে মধ্য বয়স্ক এবং আরেকটিতে একেবারে বৃদ্ধ লাগছে অভিনেতাকে।তবে বৃদ্ধ বয়সেও যে অভিনেতাকে হ্যান্ডসাম লাগবে ফটোর মধ্যেই তা কিন্তু সকলেই জানেন। এবং অভিনেতার বৃদ্ধ বয়সের ছবি দেখে তাই অনেক ভক্তই কমেন্ট করেছেন বৃদ্ধ বরুণকেও কিন্তু ভীষণ হ্যান্ডসাম লাগছে। অভিনেত্রী নার্গিস ফাকরি, যিনি বরুণ ধাওয়ানের বেশ ভালো বন্ধু, তিনি এই ছবিটে কমেন্ট করে জানিয়েছেন বৃদ্ধ বয়সের বরুণও বেশ হট।

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)

কিছুদিন আগেই ‘যুগ যুগ জিও’র শুটিং করছিলেন অভিনেতা, সেই সময় নীতু কাপুর এবং ছবির পরিচালক ও বরুণ ধাওয়ানের করোনা টেস্ট হয়, যার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে সিনেমার সকল কাস্ট হোম আইসোলেশনে আছেন। বরুণ ধাওয়ান দীর্ঘ দশদিনের বেশি সময় আছেন হোম আইসোলেশনে, এই সময়ে সোশ্যাল মিডিয়াই তার সঙ্গী হয়ে উঠেছে। এবং গৃহবন্দী অবস্থা বোরিংনেস কাটাতে সোশ্যাল মিডিয়ায় নানা মজাদার অ্যাপে মেতেছেন তিনি। নিজেকে খুশি রাখতে নানা মজাদার ছবি, ভিডিও শেয়ার করছেন তিনি।

করোনা অতিমারির জেরে যখন বিশ্বজুড়ে মানুষ আতঙ্কিত তখন অসুস্থতার মন মন ভালো রাখা যে ভীষণ জরুরি জানেন বরুণ। আগামী বছর বক্স অফিসে মুক্তি পাবে বরুণ ধাওয়ানের বেশ কয়েকটি ছবি, যার মধ্যে প্রথমেই আছে ‘কুলি নম্বর ওয়ান’,এই ছবিতে তার বীপরিতে অভিনয় করবেন সইফ কন্যা সারা। এই ছবির শুটিং এর বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ছবির প্রোমোশনে বিভিন্ন যায়গায় গেছিলেন সারা এবং বরুণ। বরুণ ধাওয়ানের ভক্তরা প্রার্থনা করছেন যাতে দ্রুত সুস্থ হয়ে আবার ‘যুগ যুগ জিও’র শুটিং এ ফিরতে পারেন অভিনেতা।

 আরো পড়ুন: রহস্যমৃত্যু ‘ডার্টি পিকচার’ এর অভিনেত্রীর আরিয়া বন্দ্যোপাধ্যায়ের, চাঞ্চল্য শহরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *