আরসিবির ব্যর্থতার জন্য দায়ী অধিনায়ক বিরাট কোহলি, বিতর্কিত মন্তব্য গৌতম গম্ভীরের 

আরসিবির ব্যর্থতার জন্য দায়ী অধিনায়ক বিরাট কোহলি, বিতর্কিত মন্তব্য গৌতম গম্ভীরের

আরসিবির ব্যর্থতার জন্য দায়ী অধিনায়ক বিরাট কোহলি, বিতর্কিত মন্তব্য গৌতম গম্ভীরের। টিম ম্যানেজমেন্ট বা কোচ, বা দলের আগে সবার প্রথমে দায় বর্তায় অধিনায়কের। বিরাটের নিজে থেকেই অধিনায়কত্ব থেকে সরে দাড়ানো উচিত।

চলতি বছরে একেবারেই ভালো পারফরম্যান্স ছিল না আরসিবির, টানা ৮ বছরে একবারেও আরসিবি ট্রফি জেতেনি। চলতি আইপিএল এও প্লে অফে উঠে ফাইনালে যাওয়ার আগেই থমকে যায় আরসিবির খেলা। শুক্রবার হায়দরাবাদের কাছে হেরে যাওয়ার পর থেকে প্রশ্ন উঠছে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে  গৌতম গম্ভীর মন্তব্য করে বলেন যতক্ষণ না অধিনায়কত্বে পরিবর্তন আনা হবে ততক্ষণে পর্যন্ত ফল একই থাকবে বছর বছর ধরে। ৮ বছরে একবারের জন্যও ট্রফি জেতেনি ব্যাঙ্গালোর।

কোচ থেকে শুরু করে বাকি সকলের প্রতি সমবেদনা জানিয়ে গম্ভীর বলেন প্রত্যেক বছর আরসিবির জন্য নতুন কোচ আনা হয় কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। তিনি জানান অধিনায়ক সে তার পদ থেকে সরিয়ে অন্য কাউকে অধিনায়কত্ব দেওয়া উচিত আরসিবির। ৮ বছর মানে দীর্ঘ সময়, এতবছরে ব্যর্থ হলে অধিনায়কত্ব তো দূরের কথা কোনো খেলোয়াড়কেও মনে হয় সরিয়ে দিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত।

আরো পড়ুন,আইপিএল জুয়ায় দেনার দায়ে ডুবে আত্মহত্যার পথ বেছে নিলেন ডাব বিক্রেতা 

দলের হারের দায়ভার নিয়ে বিরাট কোহলির নিজে থেকেই অধিনায়কের পদ ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন গম্ভীর। তিনি যুক্তি দিয়ে বলেন অশ্বিন যখন দুবছর ব্যর্থ হয় তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এম এস ধোনি হোক বা রোহিত শর্মা প্রত্যেকেই দলকে ট্রফি জিতিয়েছে। ধোনির নেতৃত্বে তিনবার চেন্নাই ট্রফি জেতে, রোহিত শর্মা তার দলকে চারবার ট্রফি এনে দিয়েছে।সেই কারণেই দীর্ঘ আট বছরেও তাদের অধিনায়ক পদে বজায় রাখা হয়েছে। গৌতম গম্ভীর বলেন তিনি নিশ্চিত যে রোহিত শর্মা যদি আট বছরে দলকে জেতাতে না পারতো তাহলে রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে বাদ দিয়ে দেওয়া হত।  তাহলে এক এক জনের জন্য এক এক নিয়ম কেন।

সকলের জন্যই এক নিয়ম হওয়া উচিত। ম্যানেজমেন্ট, বা কোচ, বা দলের দায় নয়, সবার প্রথমে দায় বর্তায় অধিনায়কের। যখন দলের সাফল্যের জন্য অধিনায়ককেই সবার আগে সাফল্যের জন্য প্রশংসা করা হয়, ক্রেডিট দেওয়া হয়, তখন দলের ব্যর্থতার দায়ও অধিনায়কেরই নেওয়া উচিত।

২০১৩ থেকে ক্যাপ্টেন থাকা বিরাটের বদলে অন্য ক্যাপ্টেন খুঁজলে তবেই আরসিবি আইপিএলে ট্রফি জেতার আশা করতে পারে বলে জানান।

চলতি মরশুমে ব্যাঙ্গালোরের হারের জন্য নাম না করে বিরাটের উপরেই সমস্ত অভিযোগের আঙ্গুল তুললেন গম্ভীর। প্লে অফের জন্যও যে ব্যাঙ্গালোর যোগ্য নয়, ভাগ্যের জোরে প্লে অফে জায়গা করে নিয়েছে তাও জানান গৌতম গম্ভীর।

আরো পড়ুন,প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা, প্রথম চারে মুম্বই, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *