শীতকালে খুসকির সমস্যা একটি বড় সমস্যা, তবে ঘরোয়া উপায়ে খুসকির হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। খুসকি দূর করতে নিমতেল, নারকেল তেল এর ব্যবহার জেনে নিন
খুসকির সমস্যা থেকে মুক্তি পাবেন যেসব উপায়ে- শীতকাল মানেই ত্বক থেকে চুল, হাজার সমস্যা। চুলের যত্ন নিলেও খুসকি কিছুতেই যেতে চায় না। চুলের নানারকম হেয়ার কালার ব্যবহার, অতিরিক্ত চিন্তাভাবনা, স্কাল্প অপরিষ্কার থাকলে খুসবি বেশি দেখা যায়। চুলের যত্নে হেয়ার অয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তাহে কম পক্ষে দু’ থেকে তিনবার শ্যাম্পু করে কন্ডিশানার লাগালেই চলবে না, সপ্তাহে একদিন করে চুলের বিশেষ পরিচর্চা ভীষণ দরকার চুল ভালো রাখার জন্য। চুল থেকে খুসকি দূর করতে কয়েকটি ঘরোয়া প্যাকের উপায় জেনে নিন –
১. নারকেল তেল এবং পাতিলেবুর রস
নারকেল তেল এবং পাতিলেবুর রস মিশিয়ে ভালো করে ১৫-২০ মিনিট চুলে ম্যাসাজ করে শ্যাম্পু দিয়ে ফেলুন।
আরো পড়ুন: যার গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন একেবারেই খাবেন না এই সমস্ত খাবারগুলি
২.অ্যালোভেরা জেল ব্যবহার
অ্যলোভেরা র পাতা তুলে খোসা টা ছাড়িয়ে ভেতরে আঠালো অংশটা বের করে নিন, এরপর নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় ম্যাসাজ করে নিন ভালোভাবে।
৩. পেঁয়াজের রস
চুলে খুসকির পাশাপাশি অতিরিক্ত চুল পড়াও অনেকের সমস্যার কারণ। এই সমস্যা থেকে দূরে থাকতে ব্যবহার করুন পেঁয়াজের রস। পেঁয়াজ থেতো করে সেই রস টা মাথায় লাগান।
৪. জবা ফুলের ব্যবহার
নারকেল তেল সামান্য গরম করে তাতে জবা ফুল শুকিয়ে পেস্ট করে মাথায় লাগান, এছাড়া আরও একটি উপায় আছে, সেটি হল টক দই, জবা ফুলের পেস্ট, লেবুর রস, মিশিয়ে কিছুক্ষণ রেখে চুল ধুয়ে নিতে হবে।
৫. কমলা লেবুর খোসা
কমলা লেবুর খোসা গুড়ো করে, তার মধ্যে টক দই এবং লেবুর রস দিয়ে নাড়িয়ে মাথায় মাখলেও খুশকি দূর হয়ে যায়।
৬. ডিম
ডিম ফেটিয়ে মাথায় লাগিয়ে শ্যাম্পু দিয়ে নিতে হবে।
৭. নিমতেল
প্রথমে নারকেল তেল হালকা গরম করে তাতে নিমপাতা দিয়ে ভালো ভাবে ফুটয়ে সেই নিমতেল চুলে প্রতি সপ্তাহে একদিন লাগান।
তবে এসব ছাড়াও খাবারের দিকে নজর দিতে হবে, ভিটামিন, আয়রন যুক্ত খাবার খান, নিয়মিত শরীরচর্চা করুন, এবং এইসব ঘরোয়া উপায়গুলো প্রয়োগ করুন খুসকির সমস্যা থেকে মুক্তি পাবেন।
আরো পড়ুন: শীতকালীন সবজি ফুলকপির যেমন স্বাদ তেমনি পুষ্টিগুন, শীতকালে অবশ্যই রাখুন পাতে
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More