সম্প্রতি বিগ বস হাউস থেকে বেরিয়ে কুমার শানু সম্পর্কে অনেক কথা বলেছিলেন জান কুমার শানু। কুমার শানু জানালেন তিনি তাঁর দায়িত্ব পালন করতে পিছপা হননি৷
যদি বাবার কোনো ভূমিকাই না থাকে তাহলে কেন জান নিজের নামের সাথে কুমার শানু লেখেন! প্রশ্ন তুললেন কুমার শানু। সদ্য বিগ বসের ঘর থেকে ফিরেছেন জান কুমার শানু, ফিরতেই বাবা ছেলের সংঘাত অব্যাহত।
বাবার কোনো ভূমিকাই নেই, তাহলে কেন জান নিজের নামের সাথে কুমার শানু লেখেন! সম্প্রতি বিগ বসের ঘর থেকে বাইরে এসেছে জান কুমার শানু, এবং বেরিয়ের বাবা কুমার শানুকে বিদ্রুপ করে অনেক কথা বলেছেন তিনি।বিগ বসে থাকাকালীন মারাঠি ভাষা নিয়ে বিতর্ক, নেপোটিজম প্রসঙ্গে একাধিকবার উঠে এসেছিল কুমার শানুর ছেলে জান কুমার শানুর নাম।সেই সময়েও কুমার শানু তাঁর ছেড়ের লালন পালন নিয়ে রিতা ভট্টাচার্যকে দোষারোপ করেছিলেন।
আরো পড়ুন: বিগ বসের ঘরে সমাপ্ত হল জান কুমার শানুর জার্নি
ছেলে জানের সঙ্গে কুমার শানুর ঝামেলা থামার নাম নিচ্ছে না। বিগ বসের ঘর থেকে বেরনোর পর প্রথমের কুমার শানুর প্রসঙ্গে একাধিক মন্তব্য করেন জান, যেখানে তিনি বলেন তাকে এবং তার ভাইদের বড় করে তোলার পেছনে তাদের বাবার কোনো ভূমিকা নেই। তাঁর মা অনেক কষ্ট করে তাদের তিন ভাইকে বড় করে তুলেছেন। এই ঘটনার পর ফের ছেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কুমার শানু।
কুমার শানু বলেন ‘ বিগ বস ১৪’র ঘরে যাওয়ার আগেই জান দেখা করেছিলেন তার সাথে। জান বলেছেন তাঁর বড় হওয়ার পেছনে বাবার কোনো অবদান নেই যা একেবারেই ভুল কথা। কুমার শানু জানিয়েছেন প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের সাথে বিবাহ বিচ্ছেদের সময় রীতা ভট্টাচার্য যা যা দাবি করেছিলেন সেই সব কিছু কুমার শানু তাঁকে দিয়েছেন। টাকা, বাংলো সমস্ত কিছু।
ছেলেদের দায়িত্ব নিজেই নিয়েছিলেন রীতা ভট্টাচার্য। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পরেও জান, জেসি, জিকো খোঁজ খবর নিতেই তিনি। কাজের সূত্রে দেশে বিদেশে শো করতে হত তাকে, তাই তিনি হয়তো ছেলেদের সাথে সব সময় দেখা করতে পারতেন না। তবুও তিনি যখন সময় পেতেন দেখা করতেন।
ছেলেদের সাথে কথোপকথনের মাধ্যমে সবসময় তিনি তাঁর দায়িত্ব পালন করেন কিন্তু জান কেন এমন মন্তব্য করল তা তিনি জানেন না। কুমার শানু জানের উদ্দেশ্যে জানিয়েছেন যদি তাঁর বাবা তাদের জন্য কিছু নাই করে থাকেন, তাহলে কেন জান নিজের নামের সাথে কুমার শানু যোগ করেন? জান এর মা’ই যদি তাঁর কাছে সব হয়, তাঁর জন্য সবকিছু করে থাকে তাহলে জান তো তাঁর নামের সাথে জান রীতা ভট্টাচার্য লিখলেই পারে।
আরো পড়ুন: মহাত্মা গান্ধীর পপৌত্র সতীশ ধুপেলিয়ার মৃত্যুতে শোকের ছায়া দক্ষিণ আফ্রিকায়
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More