অন্ধ্রপ্রদেশে স্কুল খোলার সাথে সাথেই বহু পড়ুয়া আক্রান্ত করোনায়। ২ নভেম্বর থেকে অন্ধ্র প্রদেশের সব স্কুল খুলে যাওয়ার পর একটি স্কুলে ৪২২ জন পড়ুয়া ও শিক্ষক আক্রান্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হয় সেই স্কুল।
অন্ধ্রপ্রদেশে স্কুল খোলার সাথে সাথেই বহু পড়ুয়া আক্রান্ত করোনায়, আনলক-৫ পর্বে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির উপরেই স্কুল খুলবে কি খুলবে না সেই সিদ্ধান্ত নিতে বলেছিল। আর তাতে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি, সেই মতো ২ নভেম্বর থেকে অন্ধ্র প্রদেশের সব স্কুল খুলে যায়। ৭৫০ জনের অধিক পড়ুয়া থাকা স্কুলগুলো সপ্তাহে তিনদিন খোলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়৷ স্কুল খোলার পরেই হু হু করেনে করোনায় আক্রান্ত পড়ুয়ার সংখ্যা বেড়ে যায়। স্কুল খোলার তিনদিনের মধ্যে একটি স্কুলেই ৪২২ জন আক্রান্ত হয়েছে।
গত ২ নভেম্বর অন্ধপ্রদেশের এক সরকারি স্কুলে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পুনরায় শুরু হয়েছিল ক্লাস৷ কিন্তু স্কুল খোলার তিনদিন পরেই ২৬২ জন পড়ুয়া ও ১৬০ জন শিক্ষক-শিক্ষিকা করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যায় ।
স্কুল খোলার তিনদিনের মধ্যেই এত পড়ুয়া-শিক্ষক করোনা আক্রান্ত হলেও সেখানকার স্কুল কমিশন বিষয়টি নিয়ে চিন্তা প্রকাশ করেননি কারণ স্কুল কমিশনের তরফে জানানো হয়েছে অন্ধ্রপ্রদেশে নবম এবং দশম শ্রেণী মিলিয়ে মোট পড়ুয়ার সংখ্যা দশ লাখ,ইতিমধ্যেই চার লাখ ছাত্র-ছাত্রী স্কুলে যাওয়া শুরু করেছে, আর মোট ১ লাখ ১০ হাজার শিক্ষকদের মধ্যে স্কুলে যাচ্ছেন ৯৯ হাজার শিক্ষক। মোট শিক্ষক পড়ুয়ার সংখ্যার নিরিখে আক্রান্তের সংখ্যা তেমন নয় বলেই মন্তব্য স্কুল কমিশনের।
আরো পড়ুন,ওড়িশাতেও আতসবাজি পোড়ানো নিষেধাজ্ঞা এবং বিক্রিতে জারি নিষেধ
তবে সাধারণ মানুষের প্রশ্ন যেখানে স্কুল খোলার সাথে সাথেই এত শিক্ষক-পড়ুয়া আক্রান্ত হচ্ছে সেখানে এই পরিস্থিতিতে স্কুল খোলার কি খুব দরকার ছিল।
তবে সরকারের তরফে জানানো হয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পক্ষে অনলাইনে ক্লাস করা সম্ভব হচ্ছিল না, তাই তাদের পড়াশোনার যাতে ক্ষতি না হয় তাই মূলত অনলাইনে ক্লাস করতে না পারা পিছিয়ে পড়া পরিবারের ছাত্র ছাত্রীদের জন্যই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মোট পড়ুয়া ও শিক্ষকের মধ্যে বেশ বড় অংশ করোনায় আক্রান্ত হওয়ায় ওই স্কুলটি পুনরাও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
করোনার মধ্যে স্কুল খুলে ভয়ানক পরিস্থিতিতে পড়েছিল আমেরিকা। জুলাইয়ে স্কুল খোলার পর দু সপ্তাহেই আমেরিকায় লক্ষাধিক পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছিল ।
ভারতে করোনা শুরু হওয়ার পর লকডাউন ঘোষণা করে দেওয়া হয় আর তারপরেই ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে সেই জন্য নেওয়া হয় অনলাইন ক্লাস।
তবে স্কুল খুললে সমস্ত বিধি নিয়ম মানা যাবে কি না, না মানা গেলে আক্রান্তের সংখ্য বৃদ্ধি পাবে এসব ভেবেই অনেক রাজ্যে স্কুল খোলা হয়নি। পশ্চিমবঙ্গেও আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More