MeToo-র জন্য দায়ী কর্মরতা মহিলারা, ‘শক্তিমান’ এর এহেন মন্তব্যে সমালোচনার বন্যা সোশ্যাল মিডিয়ায়
মিটু’র দায় চাপালেন কর্মরতা মহিলাদের উপর, পর্দার শক্তিমানের চিন্তাধারা এমন যে তিনি ভাবেন মিটুর জন্য দায়ী কর্মরতা মহিলারা, তার এমন ভাবনার জন্য তাকে ধিক্কার জানাচ্ছে নেটিজেনরা।
শক্তিমান ছিল নব্বই দশকের অন্যতম জনপ্রিয় শো, ছোট থেকে বড় সকলের মনেই এক ভালোলাগা সৃষ্টি করেছিল শক্তিমান, শক্তিমান নামটা শুনলেই নস্টালজিক হয়ে যায় নাইনটিস কিডরা, শক্তিমানের চরিত্রে দেখা গেছিল মুকেশ খান্নাকে। তবে পর্দার শক্তিমান এর মানসিকতার ঝলক দেখে বেজায় চটেছেন তার ভক্তরা।
সম্প্রতি এই বর্ষীয়ান অভিনেতার এক সাক্ষাৎকারের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে MeToo-র জন্য তিনি দায়ী করছেন কর্মরতা মহিলাদের। তার কথায় মহিলারা নিজেদের যবে থেকে পুরুষের সমান ভাবা শুরু করেছেন তবে থেকেই সমস্যা। #MeToo মুভমেন্ট শুরু হওয়ার পেছনে কারণ হল মহিলার পুরুষদের টক্কর দিয়ে সমান সমান হওয়ার চেষ্টা করে তাই। তিনি বলেন মেয়েদের কাজ সংসার সামলানো, ঘরের যত্ন নেওয়া এবং সন্তানদের মানুষ করা৷ মহিলারা বাইরের কাজ করা শুরু করার পর থেকেই শুরু হয় মিটু সমস্যা। মেয়েরা বাইরে কাজ করে বলে সন্তানদের প্রতি দৃষ্টি দেয় না, যার ফলে সন্তানদের অনেক সমস্যা হয়।
বর্তমান সময়ে তার কথা সকলের কাছে গ্রহণযোগ্য না হলেও, সকলে নারীমুক্তির কথা বললেও তিনি স্পষ্টতই জানান নারী নারীই, আর পুরুষ পুরুষ। নারী কখনই পুরুষের সমান হতে পারবে না।
মহিলারা কাজে গেলে মায়ের স্নেহ যত্ন থেকে বঞ্চিত হয় শিশুরা,আয়ার কাছে থেকে সারাদিন টিভি দেখে তারা ।
শক্তিমানের মুখে এমন কথা শুনে সমালোচনার ঝড় বয়ে চলেছে নেট দুনিয়ায়। টুইটারে মুকেশ খান্নার এই ভাবনার প্রতিবাদ জানিয়েছেন বহু মানুষ। কেউ বলেছেন শক্তিমানের মানসিকতা এমন তা আগে জানা ছিল না, আবার অনেকে তার মানসিকতাকে নোংরা বলেও সমালোচনা করেছেন।
তীব্র ক্ষোভে এক নেটিজেন লিখেছেন, এমন মানষিকতার জন্য ওনার লজ্জা হওয়া উচিত, বাড়িতে থাকলেই মহিকারা সুরক্ষা পাবে, বাইরে কাজে গেলে তাদের কোনো সুরক্ষা থাকবে না, এমন চিন্তাধারা বুঝিয়ে দেয় উনি অসুস্থ। আবার কেউ বলেছেন শৈশবকালে শক্তিমান দেখে শুধু শুধু সময় নষ্ট করেছেন।
আবার কেউ লিখেছেন ওনার জীবন উনি কোনও মহিলা খুঁজে পাননি, মেটু কেসও পাননি, কারণ মেয়েদের ওনার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে।
মাসখানেক আগে শোনা যায় ‘শক্তিমান’ ফিরছে, তাও আবার বড় পর্দায়, মুকেশ খান্না একটি পোস্টে জানিয়েছিলেন শক্তিমান নিয়ে তিনটি বিগ বাজেটের সিনেমা হবে, যা কৃষের থেকেও বড় মাপের হবে। নব্বই এর নস্টালজিয়া ফিরছে শুনে খুশি ছিলেন শক্তিমান ভক্তরা। কিন্তু মুকেশ খান্নার এমন মন্তব্যের পর শক্তিমান ফ্যানেরা শুধু হতাশই নন পাশাপাশি ভীষণ বেদনাহত শক্তিমানের এরূপ মানসিকতার পরিচয় পেয়ে।
প্রত্যেক বছরই আমরা অনেকেই জীবন বীমা পলিসি কথা শুনে থাকি অথবা আয়কর রিটার্নর সময় ভাবতে … Read More
বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে তারপরেই গর্ভবতী রিচা চাড্ডা, দিওয়ালি লুক দেখে অনেকে সন্দেহ করছে।… Read More
শুভশ্রী গাঙ্গুলী দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনি যদি প্রতিনিয়তই টলিউড কে ফলো করে থাকেন তাহলে শুভশ্রী গাঙ্গুলী… Read More
আপনি বোধহয় শুনলে অবাক হবেন চলচ্চিত্রে পশু শিল্পীরা যা রোজগার করে তা অনেক বড় বড়… Read More
আপনাদের হয়তো অনেকেরই জানা নেই ঋষি সুনক এর আসল পরিচয়। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত এই… Read More
মডেলিং এর সাথে ছোট পর্দায় কাজ করতে করতে বড় পর্দায় নামকরা অভিনেত্রী হয়ে উঠলেন কিন্তু… Read More