পিকাচু প্রেমীদের জন্য Xiaomi নিয়ে আসলো Mi Powerbank 3, পিকাচু পাওয়ার ব্যাংক এবং USB Type-C চার্জার 

পিকাচু প্রেমীদের জন্য Xiaomi নিয়ে আসলো Mi Powerbank 3, পিকাচু পাওয়ার ব্যাংক এবং USB Type-C চার্জার, আইফোন ব্যবহারকারীদের জন্য ভীষণ ভালো এই USB Type-C চার্জার।

পিকাচু প্রেমীদের জন্য Xiaomi নিয়ে আসলো Mi Powerbank 3, পিকাচু পাওয়ার ব্যাংক এবং USB Type-C চার্জার। স্মার্টফোনের বাজারে নিজেদের আধুনিক প্রোডাক্টের মাধ্যমে ক্রমশ ছড়িয়ে পড়ার পাশাপাশি নানান ইলেকট্রনিক গ্যাজেট থেক অ্যাক্সেসরিজ, ডিভাইস বাজারে লঞ্চ করে নিজেদের স্থান আরও মজবুত করছে Xiaomi।

২ নভেম্বর  Xiaomi লঞ্চ করেছে ২০ ওয়াটের USB Type-C চার্জার এবং Mi Powerbank 3-এর একটি নতুন সংস্করণ।

যার আইফোন ব্যবহার করেন বা আইফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এক্সিয়াওমি নতুন টাইপ -সি চার্জিং অ্যাডাপ্টারটি মারাত্মক উপযোগী। কারণ সম্প্রতি লঞ্চ হওয়া  iPhone 12 সিরিজের ফোন এবং বিভিন্ন আইফোনেই চার্জ করা যাবে এই অ্যাডাপ্টারটির মাধ্যমে।

অপরদিকে Mi Powerbank 3-এর একটি নতুন সংস্করণটি  পোকেমন’ কার্টুন প্রেমীদের জন্য সেরা বলা যেতে পারে কারণ এই পাওয়ারব্যঙ্ক টি হলুদ রঙের এবং এতে আছে  পিকাচু-র ছবি।

৩ তারিখ থেকে এই প্রোডাক্ট দুটি শুধুমাত্র চীনেই উপলব্ধ, যা ৫ নভেম্বর থেকে চীনের বাজারেও পাওয়া যাবে। এবং খুব শীঘ্রই বিশ্ব বাজারেও উপলব্ধ হবে এই দুটি প্রোডাক্ট।

Xiaomi 20W USB Type-C Charger-এর বিস্তারিত

আরো পড়ুন,জাপানে প্রথম কাঠের দুর্গ হোটেল গ্রামীণ শহরে নতুন প্রাণ দিয়েছে

নাম দেখেই বোঝা যাচ্ছে শাওমির এই ইউএসবি-সি চার্জারটি ২০ ওয়াটের

যার সাইজ ৩৮×২২.২×৪৩ মিলিমিটার,  ৪৩.৪ গ্রাম ওজনের এই চার্জারটি ৩০ মিনিটে  iPhone 11 এর ব্যাটারি চার্জ করবে ৪৫%  এবং চার্জারটি বেশ সুরক্ষিত। আইফোন ছাড়া iPad এবং Nintendo স্যুইচের সহ একাধিক ডিভাইসেও চার্জ করা যাবে এই চার্জারের মাধ্যমে।  iPhone 12 এর ইউজারদের জন্যও এটি ভীষণ ভালো। আইফোন ইউজারদের জন্য সেরা হলেও যে কোনো ডিভাইসেই দ্রুত চার্জিং করা যাবে এই  Xiaomi 20W USB Type-C

Charger এর মাধ্যমে।

শুধু প্রোডাক্ট গুনেই নয়  দামের দিক থেকেও শাওমি তার ক্রেতাদের নিরাশ করে না। এই ২০ ওয়াটের ইউএসবি টাইপ-সি চার্জারটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৩৯ ইউয়ান যা ভারতীয় মূল্যে ৪৩০ টাকার মতো।

Mi Powerbank 3 Pikachu Edition এর বিস্তারিত

শাওমির এই নতুন পিকাচু র ছবি ও রঙের পাওয়ার ব্যাংকটি যে কোনো ডিভাইসে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধা যুক্ত এই পাওয়ার ব্যাংকটির মাধ্যমে একসাথে দুটি ডিভাইস চার্জ করা যাবে। তবে দুটি ডিভাইস চার্জ করা গেলেও একটি মাত্র পোর্টই ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধাযুক্ত  ।

এই  পাওয়ায় ব্যাংকের সাহায্যে  বিভিন্ন লো-পাওয়ার ডিভাইসও চার্জ করা যাবে। সম্পূর্ণ চার্জ হতে এই পাওয়ার ব্যাংকটি চার ঘণ্টারও কম সময় নেয়। সহজেই বহনযোগ্য এই পাওয়ার ব্যাংকটির সাইজ ১৪৭.৮×৭৩.৯×১৫.৩ মিলিমিটার। এলইডি নোটিফিকেশন লাইটের মাধ্যমে বোঝা যাবে পাওয়ার ব্যাংকে কতটা চার্জ আছে।

এই পাওয়ার ব্যাংকটির দাম মাত্র ৯৯ ইউয়ান যা ভারতীয় মূল্যে প্রায় ১,১০০ টাকার কাছাকাছি।

আরো পড়ুন,অবশেষে এসে গেল আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো , কত দাম, কি কি ফিচার আছে দেখে নিন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *