Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
26 নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত চলবে Xiaomi-র Black Friday Sale ,সেল এ Xiaomi র প্রোডাক্টে মিলবে প্রচুর ছাড়।
mi.com, Amazon, Flipkart ছাড়াও অফলাইন স্টোর থেকে কিনলেও মিলবে সুবিধা।
Xiaomi বা Mi প্রোডাক্ট কিনতে চাইলে সুবর্ণ সুযোগ, বিপুল ছাড়ে প্রচুর গ্যাজেটস পাবেন Xiaomi Black Friday Sale এ 26 নভেম্বর থেকে 29 নভেম্বরে৷ স্মার্টফোন, অ্যাক্সেসরিজ়, স্পোর্টস সু তে মিলবে ছাড়।
অপেক্ষার অবসান, ভারতে Xiaomi-র Black Friday Sale এ দেওয়া হচ্ছে প্রচুর ছাড়। 26 নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত চলবে সেল। mi.com, Amazon, Flipkart ছাড়াও অফলাইন স্টোর থেকেও Xiaomi প্রোডাক্ট কিনলে মিলবে বিপুল ছাড়।
Xiaomi Black Friday Sale-এ বিভিন্ন গ্যাজেটস যেমন স্মার্টফোন, অ্যাক্সেসরিজ় এ পাবেন সুবিধা।
স্মার্টফোনে যেসব সুবিধা থাকবে। Redmi 8A ডুয়াল স্মার্টফোনের 9,999 টাকার মডেলটি Xiaomi Black Friday Sale-এ পাওয়া যাবে 3000 টাকা কমে, মাত্র 6,999 টাকায়।
Redmi 9i ফোনের বর্তমান দাম 10,990, 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এর এই স্মার্টফোনটি সেলে পাওয়া যাবে মাত্র 8,999 টাকায়।
Redmi Note 8 স্মার্টফোনের বর্তমান দাম 12,999 টাকা, তবে সেলে ফোনটি প্রায় 4 হাজার টাকা কমিয়ে এর দাম রাখা হয়েছে 8,999 টাকা। এই ফোনটিতেও 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ আছে।
কিছুদিন আগেই লঞ্চ হয়েছিল Redmi 9 Prime, সেই ফোনটিও যারা কিনতে চান তারা এই সেলে কিনলে অনেক কম দামে পেয়ে যাবেন। 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সমৃদ্ধ এই ফোনটির বর্তমান দাম 13,999 টাকা, যা সেলে 10,999 টাকায় পাওয়া যাবে।
Redmi Note 9 Pro যার বর্তমান দাম বাজারে 17,999 টাকা তা 3000 টাকা ছাড়ে সেল এ পাওয়া যাবে 14,999 টাকায়। এই ফোনে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ আছে।
অ্যাক্সেসরিজ় এ যা যা সুবিধা পাওয়া যাবে – Redmi Power Bank যা 10,000mAh ভ্যারিয়্যান্টস এর সেটি সেল এ মাত্র 699 টাকায় পাওয়া যাবে।
2,499 টাকার Mi Band 4-এর সেলে পাওয়া যাবে মাত্র 1,999 টাকায়। Mi Flex Phone Grip এবং Stand এই সেলে পাওয়া যাবে মাত্র 149 টাকায়।
অডিয়ো তে যে সব সুবিধা থাকছে -Redmi Earbuds 2C-র 1299 টাকায় এবং Redmi Earbuds S সেলে পাওয়া যাবে মাত্র 1699 টাকায়। 3499 টাকার Mi True Wireless Earphones 2C-র দাম সেলে থাকছে মাত্র 2299 টাকা। 5499 টাকার Mi True Wireless Earphones 2 সেলে পাওয়া যাবে মাত্র 2999 টাকায়।
এছাড়াও Trimmer এবং Sports Shoes এও অফার আছে। 1199 টাকার Mi Beard Trimmer 1C তে 300 টাকা ছাড় দিয়ে মাত্র 899 টাকায় পাওয়া যাবে সেল এ।
1499 টাকার Mi Beard Trimmer সেল এ বিক্রি হবে মাত্র 1299 টাকায়। 3999 টাকার Mi Men’s Sports Shoes 2 তে ১৫০০ টাকা ছাড় দেওয়া হয়েছে, সেল এ জুতোটি বিক্রি হবে মাত্র 2499 টাকায়।
আরো পড়ুন: খুব সহজই ইমেল শিডিউল করা যায় Gmail-এ, জানেন কি? না জানলে জেনে নিন