Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে অর্ণব গোস্বামীকে আদালতের নির্দেশে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। ২০১৮ এক ঘটনা যা বন্ধ হয়ে গেছিল ২০১৯ সালে তার তদন্ত পুনরায় শুরু হয়েছে।
বুধবার সকালে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় অর্ণব গোস্বামীকে। আলিবাগ পুলিশের একটি টিম বুধবার সকালে উপস্থিত হয় অর্ণব গোস্বামীর বাড়িতে,সেখানে অর্ণব গোস্বামী স্ত্রী পুলিশের কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ। বাড়ি থেকে তৎক্ষনাত অর্ণব গোস্বামীকে গ্রেফতার আলিবাগে লোকাল আদালতে পেশ করা হয়। এরপর আদালতে গিয়ে পাল্টা পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তোলে অর্ণব গোস্বামী, বিচারকের নির্দেশে তাকে সিভিল হাসপাতালে নিয়ে মেডিক্যাল চেকআপ করে পুনরায় আদালতে আনা হয়। বিচারক জানান অর্ণব গোস্বামী কে আগামী ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হবে।
#IndiaWithArnab | Over 3.75 lakh people have signed the petition backing #ArnabGoswami and Republic; dear viewers, it’s time to wield the power of your voice; sign the petition at https://t.co/Y9zlarecVl; Tune in to watch #LIVE here – https://t.co/RZHKU3wOei pic.twitter.com/5VcYUKaZPr
— Republic (@republic) November 5, 2020
রিপাবলিক টিভির সম্পাদককে হঠাৎ গ্রেফতারের কারণ সন্ধানে পিছিয়ে যেতে হবে বছর দুই আগে। ২০১৮ সালে ৫৩ বছর বয়সি এক ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নাইক এবং তাঁর মা কুমুদ নাইক আত্মহত্যা করেছিলেন। সুইসাইড নোট থেকে জানা গেছিল আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন অর্ণব, সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে।
সুইসাইড নোটে উল্লেখ ছিল অর্ণব গোস্বামী, ফিরোজ শেখ ও নীতীশ সারদা এই তিন ব্যাক্তি ওই ডিজাইনারকে দিয়ে কাজ করিয়ে ৫.৪০ কোটি বকেয়া পরিশোধ না করায় আর্থিক চাপের মুখে আত্মহত্যার পথ বেছে নেন ওই ব্যাক্তি।
মামলাটি বন্ধ হয়ে গেলেও ওই ডিজাইনারের মেয়ে অদন্যা নাইকের আর্জিতে পুনিরায় শুরু হয় এই মামলার তদন্ত, তদন্ত যে শুরু হচ্ছে একথা মে মাসে জানিয়েছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।
শুধু পুরনো এই অভিযোগই নয় বুধবার সন্ধ্যায় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে আরেকটি এফআইআর দায়ের করা যার কারণে মুম্বই পুলিশের মহিলা অফিসারকে নিগ্রহ।
সাংবাদিককে গ্রফতারের পর রাজনৈতিক মহলেও এই নিয়ে মতভেদ বাড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
Congress and its allies have shamed democracy once again.
Blatant misuse of state power against Republic TV & Arnab Goswami is an attack on individual freedom and the 4th pillar of democracy.
It reminds us of the Emergency. This attack on free press must be and WILL BE OPPOSED.
— Amit Shah (@AmitShah) November 4, 2020
বুধবার সন্ধ্যায় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে যেসব ধারায় মামলা করা হয়েছে সেগুলি হল ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৫০৪, ৫০৬ ও ৩৪ ধারা।
রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীর গ্রেফতারের পর অনেকেই এব্যাপারে শিবসেনার দিকে অভিযোগের আঙুল তুলছেন।
আরো পড়ুন, এমপিএল সমর্থনে মাদ্রাজ হাইকোর্টের আইনি নোটিশ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলিকে