জনপ্রিয় টেলি অভিনেত্রী মনামী ঘোষের এই সিনেমাগুলো দেখেছেন? জেনে নিন তার সিনেমা এবং সিরিয়ালের নাম 

জনপ্রিয় টেলি অভিনেত্রী মনামী ঘোষের এই সিনেমাগুলো দেখেছেন? জেনে নিন তার সিনেমা এবং সিরিয়ালের নাম

মাত্র ১৭ বছর বয়সে ডিডি বাংলায় প্রথম ধারাবাহিকে অভিনয় করেন মনামী ঘোষ। মনামী ঘোষ খুব ভালো নৃত্য শিল্পী। জনপ্রিয় টেলি অভিনেত্রী মনামী ঘোষের এই সিনেমাগুলো দেখেছেন? জেনে নিন তার সিনেমা এবং সিরিয়ালের নাম। প্রতীক্ষা একটু ভালোবাসা’, ‘একদিন প্রতিদিন’, ‘বিন্নি ধানের খই’ ‘পুন্যি পুকুর’ এর মতো একাধিক ধারাবাহিকে তার অসাধারণ অভিনয় প্রশংসিত হয়েছে।বেশ কিছু সিনেমাতেও  অভিনয় করেছেন মনামী, যার মধ্যে আছে ‘মাটি’, ‘বেলা শেষে’ এবং আরও অনেক।

জনপ্রিয় টেলি অভিনেত্রী মনামী ঘোষের এই সিনেমাগুলো দেখেছেন? জেনে নিন তার সিনেমা এবং সিরিয়ালের নাম। মনামী ঘোষ বাংলা ফিল্ম এবং টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। বাংলা সিরিয়ালের পরিচিত মুখ মনামী ১৯৮৪ সালে ১৩ জুলাই বসিরহাটে জন্মগ্রহণ করেন। মনামী ঘোষের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।ডিডি বাংলার ‘প্রতীক্ষা একটু ভালোবাসা’, ‘একদিন প্রতিদিন’, ‘বিন্নি ধানের খই’ ‘পুন্যি পুকুর’ এর মতো একাধিক ধারাবাহিকে তার অসাধারণ অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি মনামী খুব ভালো নৃত্য শিল্পী।অনেক স্টেজ শোয়ে যেমন তিনি নাচ করেছেন,তেমনই তার বিভিন্ন নাচের ভিডিও ব্যপক ভাইরাল হয়েছে।

মনামী ঘোষের কেরিয়ার

মনামী ঘোষ কেরিয়ারের শুরু করেন মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৭ সালে বাংলা ধারাবাহিক ‘সাতকাহন’ এর মাধ্যমে। এখনও পর্যন্ত প্রায় ৩০ টি ধারাবাহিকে অভিনয় করেছেন মনামী। তার ‘প্রতীক্ষা একটু ভালোবাসার’ ধারাবাহিকের ‘অনন্যা’, ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকের ‘কমলিকা’, ‘এক আকাশের নীচে’র জিনাত, ‘একদিন প্রতিদিনের বর্ষা’ চরিত্রগুলি আজও মানুষের মনে দাগ কেটেছে। তবে সবচেয়ে বেশি তার যেই চরিত্রটি প্রশংসিত হয়েছে সেটি হল ২০০৯ সালে ইটিভি বাংলার সিরিয়াল ‘বিন্নি ধানের খই’ এর মোহর চরিত্রটি।

আরো পড়ুন: গ্লোবাল এশিয়ান সেলিব্রিটিদের মধ্যে প্রথমে সোনু সুদ, সেরা পঞ্চাশের তালিকায় আছে আরও অনেক ভারতীয় সেলিব্রিটি 

শুধু সিরিয়ালেই নয় পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও  অভিনয় করেছেন মনামী। ২০০৮ সালে অনিরুদ্ধ ব্যানার্জির ছবি  ‘বক্স নম্বর ১৩১৩’ তে অভিনয় করেন তিনি, যেখানে তার বীপরিতে অভিনয় করেন পরমব্রত চট্টোপাধ্যায়। ২০১২ সালে অনীক দত্তের বাংলা ছবি ‘ভূতের ভবিষ্যত’ ছবিতে অভিনয় করেন। ২০১৫ সালে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সফল ছবি ‘বেলাশেষে’তে ‘পিউ’ য়ের চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৮ সালে অদিতি হুসেন এবং পাওলি দামের সাথে ‘মাটি’ ছবিতে ‘জিনিয়া’র চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৩ সালে ইটিভি বাংলায় ‘হিয়ার মাঝে’  এছাড়াও ‘সাধক বামা খ্যাপা’, ‘পুন্যি পুকুর’, ‘ইরাবতীর চুপকথা’ ইত্যাদি।

মনামী ঘোষের সিনেমার তালিকা – 

মাটি (২০১৮),

এক মুঠো ছবি,

বেলা শেষে (২০১৫),

ওগো বধূ সুন্দরী (২০১০),

ভূতের ভবিষ্যৎ (২০১২),

বল্লু সর্দার (২০১২),

হয়তো প্রেমের জন্য (মুক্তি পায়নি),

বক্স নম্বর১৩১৩ (২০০৮),

কালো চিতা (২০০৪),

বেলা শুরু (২০১৯), (মুক্তি পায়নি)

মনামী ঘোষের টেলিভিশন

সাতকাহন (১৯৯৯-২০০০),

প্রতীক্ষা একটু ভালোবাসার (২০০১-২০০২),

কোন সে আলোর স্বপ্ন নিয়ে (২০০৩),

সোনার হরিণ (২০০৪),

এক আকাশের নীচে (২০০৪-২০০৫),

একদিন প্রতিদিন (২০০৫-২০০৭),

কাল (২০০৭-২০০৮),

বিন্নি ধানের খই (২০০৯-২০১২),

হিয়ার মাঝে (২০১৩-২০১৪),

সাধক বামাখ্যাপা (২০১৫)

পুন্যি পুকুর (২০১৫-২০১৭),

আমলকি (২০১৮),

ইরাবতীর চুপকথা (২০১৮-২০২০)

আরো পড়ুন: জেনে নিন অভিনেত্রী জয়া আহসানের জীবনের নানা কথা 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *