Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
BSNL এর বার্ষিক প্রিপেইড প্ল্যান শুরু মাত্র 365 টাকায়। এই প্ল্যানে থাকবে 250 মিনিটের ভয়েস কল, 2জিবি ডেটা, এবং 100 এসএমএসের সুবিধা।
BSNL এর বার্ষিক প্ল্যান, খরচ মাত্র 365 টাকা! থাকছে 2GB ডেটা।ডেটা ব্যবহারের সীমা অতিক্রম হয়ে গেলে 80Kbps-এ নেমে যাবে ডেটা স্পিড । তবে নেট এবং ভয়েস কলিং থাকবে শুধুমাত্র থাকবে 60 দিনের জন্য। সারাবছর থাকবে 100 SMS এবং ফ্রি পার্সোনালাইজড রিং ব্যাক টোন।
BSNL এর বার্ষিক প্ল্যান, খরচ মাত্র 365 টাকা! থাকছে 2GB ডেটা। বেশ কিছু রাজ্যে উপলব্ধ 365 টাকার প্ল্যানে 250 মিনিটের ভয়েস কল, 2জিবি ডেটা, এবং 100 এসএমএসের সুবিধা পাওয়া যাবে।
তবে এই 365 টাকার প্রিপেইড প্ল্যানটিতে ফ্রি কলিংয়ের সময় 60 দিন, তারপর কলিং এবং নেট পরিষেবা চালুর জন্য রিচার্জ করতে হবে গ্রাহকদের। পাশাপাশিই প্রত্যেকদিন 2GB ডেটা ব্যবহারের সীমা অতিক্রম হয়ে গেলে 80Kbps-এ নেমে যাবে ডেটা স্পিড । তবে রোজ 100 SMS এবং ফ্রি পার্সোনালাইজড রিং ব্যাক টোন জারি থাকবে ।
বর্তমানে এই রিচার্জ প্ল্যানটি শুধুমাত্র কেরালা ওয়েবসাইটেই উপলব্ধ। তবে খুব শীঘ্রই অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার,ঝাড়খন্ড, গুজরাট, হরিয়ানা,হিমাচল প্রদেশ, কর্নাটক, কেরালা, কলকাতা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান,তামিলনাড়ু, চেন্নাইতে উপলব্ধ হবে এই প্ল্যান।
প্রথমে এই 365 টাকার প্রিপেইড প্ল্যানটি আকর্ষনীয় লাগলেও 60 দিনের ডেটা এবং ভয়েস কলিং এর জন্য অনেকেই হয়তো পছন্দ করবেন না এই প্ল্যান। তবে ছত্তিশগড়ে BSNL আরেকটি দারুণ প্ল্যান লঞ্চ করেছে যেখানে 2,399 টাকায় গ্রাহকরা প্রতিদিন 250 মিনিট ভয়েস কল এবং 100 টি এসএমএসের সুবিধা পাবেন এক বছরের জন্য, তবে এর মধ্যে কোনো ডেটা পাওয়া যাবে না। যারা প্রধানত কলিং এর জন্য ফোন ব্যবহার করেন, ডেটার প্রয়োজন নেই তাদের জন্য বেশ ভালো এই প্ল্যানটি।
আরো পড়ুন: ২০২১ সালে দেশে চালু হয়ে যাবে জিও 5G নেটওয়ার্ক
তবে BSNL ছাড়াও বেশ কয়েকটি টেলিকম সংস্থার বার্ষিক রিচার্জ প্ল্যান আছে। যেমন –
Vi এর বার্ষিক প্ল্যান
Vi এর 1,499 টাকার প্রিপেইড প্ল্যানটি 365 দিনের জন্য উপলব্ধ। এই প্ল্যানে গ্রাহকরা 24 জিবি ডেটা, আনলিমিটেড টকটাইম, 3600 এসএমএস সহ Vi মুভিস দেখতে পারবে। 2,399 টাকার প্ল্যানে 1.5 জিবি ডেটা, 2,595 টাকার প্ল্যানে 2 জিবি ডেটা এবং zee 5 সাবস্ক্রিপশন পাওয়া যাবে বিনামূল্যে।
এয়ারটেল এর বার্ষিক প্ল্যান
এয়ারটেল এর বার্ষিক প্ল্যানে 1,498 টাকায় গ্রাহকরা 24 জিবি ডেটা, আনলিমিটেড কলিং সহ 3,600 এসএমএস, এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম, উইঙ্ক মিউজিক, ফ্রি হেলোটিউন সহ একাধিক সুবিধা আছে। 2,498 টাকার প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা এবং 2,698 টাকার প্ল্যানে এই সকল সুবিধা ছাড়াও ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে বিনামূল্যে।
জিও র বার্ষিক প্ল্যান
জিও র বার্ষিক প্ল্যানটি 1,299 টাকার, যা 336 দিনের জন্য বৈধ। যেখানে 24 জিবি ডেটা, আনলিমিটেড জিও টু জিও কলিং, 3,600 এসএমএস, জিও অ্যাপের সাবস্ক্রিপশন। এছাড়াও অন্য নেটওয়ার্কে 12,000 মিনিট কলিং পাওয়া যাবে। 2,399 টাকার প্ল্যানে 730 জিবি ডেটা, 2 জিবি ডেটা প্রতিদিন এছাড়াও বার্ষিক আরেকটি প্ল্যান আছে জিওর, যেখানে এই সব সুবিধা গুলির সাথেই অতিরিক্ত 10 জিবি ডেটা এবং ডিজনি প্লাস হটস্টার ভিঅাইপিএর বার্ষিক সাবস্ক্রিপশনও মিলবে।
আরো পড়ুন: ভারতেও খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে LG র বাজেট স্মার্টফোন, LG K42 ও LG K52!