খুব সহজই ইমেল শিডিউল করা যায় Gmail-এ, জানেন কি? না জানলে জেনে নিন 

খুব সহজই ইমেল শিডিউল করা যায় Gmail-এ, জানেন কি? না জানলে জেনে নিন

কিভাবে ইমেল শিডিউল করা যায় Gmail-এ জেনে নিন ,Gmail-এ ইমেল শিডিউল করার পর প্রয়োজনে তা ডিলিট বা আপডেট ও করা যায়।

বর্তমান সময়ে কর্মক্ষেত্রে হোক বা পড়াশোনায় ইমেল অত্যন্ত গুরুত্বপূর্ণ । ইমেল এর জন্য Gmail এর ব্যবহার করি আমরা,  তবে অনেক সময়  নানান সময়ে নানান ইমেল করার থাকে, তখন Gmail থেকে ইমেল পাঠাতে অনেকেই ভুলে যান, তবে খুব সহজেই এই সমস্যার সমাধান সম্ভব। খুব সহজেই Gmail অ্যাকাউন্ট ইমেল শিডিউল করে রাখা যায়, কীভাবে? জেনে নিন

বর্তমান সময়ে মানুষের জীবন জুড়ে টেকনোলজির বিস্তার , ফোন হোক বা কম্পিউটার ইমেল ভীষণ গুরুত্বপূর্ণ।  আর ইমেল এর জন্য Google-এর Mail পরিষেবা  Gmail এর শরনাপন্ন হই আমরা।  অফিশিয়াল মেল হোক বা, পড়াশোনা সংক্রান্ত বা ব্যক্তিগত যে কোনো ক্ষেত্রেই  ইমেলের জন্য Gmail ই  পছন্দের তালিকায় এক নম্বর। তবে বারবার Gmail থেকে ইমেল করার ঝামেলা না করে চাইলে সহজেই  Gmail-এ যে কোনও ইমেল শিডিউলও করা যায়।

আরো পড়ুন: ফ্রিতে সিম দিচ্ছে BSNL, অফার সীমিত সময়ের জন্য কিভাবে সংগ্রহ করবেন জেনে নিন

ব্রাউজার থেকে Gmail খুলে ইমেল শিডিউল করতে চাইলে 

১. প্রথমে ইমেল কম্পোজ করে যাঁকে ইমেল পাঠাবেন তাঁর আইডি দিন তারপরে Send বাটনের ড্রপ-ডাউন অ্যারোতে ক্লিক করুন

২. তারপর Schedule Send বাটনটি ক্লিক করুন।

৩. এরপর একটি মেনু বেরোবে, সেখানে তারিখ এবং সময় দিয়ে যে সময়ে ইমেল পাঠাবেন সেটি নির্বাচন করুন, সেটাতেই ক্লিক করুন।

৪. তারিখ ও সময় সিলেক্ট করার পর Schedule Send অপশনে ক্লিক করার পর নীচে বাঁ দিকে একটি মেসেজ বক্স দেখতে পাবেন যেখানে  ‘Send scheduled for…’ এ ক্লিক করতে হবে।  যদি ইমেল এ কিছু ভুল থাকে তাহলে  ‘undo’ বাটনে ক্লিক করতে হবে।

ফোনে Gmail অ্যাপ থেকে  ইমেল শিডিউল করতে হলে

১. Gmail খুলে ডানদিকের উপরে তিনটি ডট দেখা যাবে সেখানে ক্লিক করে তারপরে  ‘Schedule send’ এ ক্লিক করে সামনে আসা মেনু থেকে সময় এবং তারিখ দিতে হবে। তারপর ‘Schedule send’ অপশনে ক্লিক করতে হবে।

ইমেলে যদি কিছু ভুল থাকে তাহল নীচে বাঁ দিকের কোনায়  মেসেজ বক্স এ  ‘Send scheduled for…’  থেকে ‘undo’ করা যাবে ইমেলটি।

যদি শিডিউলড ইমেল ডিলিট করতে চান তাহলে তাহলে শিডিউল টাইমের আগেই তা ডিলিট করার জন্য মেইন মেনু থেকে Scheduled অপশনে ক্লিক করে ডিলিট করতে চাওয়া ইমেলটি সিলেক্ট করতে হবে । তারপর  Cancel send অপশনে ক্লিক করলে ইমেল টি ডিলিট হয়ে যাবে।  সেই ইমেলের ডেট ও টাইম আপডেট করতে চাইলে  ইমেলটি ক্যান্সেল করে  ড্রাফ্ট, থেকে কন্টেন্ট এডিট করে পুনরায় রিশিডিউল করতে পারবেন।

আরো পড়ুন: Reliance jio বাজারে নতুন বার্ষিক প্ল্যান নিয়ে হাজির, পাওয়া যাবে 740GB হাই স্পিড ইন্টারনেট ডাটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *