ভিয়েতনামে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক! 

ভিয়েতনামে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক!

ভিয়েতনাম সরকারের সাথে বেশ কিছুদিন ধরেই ঝামেলা ফেসবুকের। রাজনৈতিক বিষয়ের সাথে জড়িত বেশ কিছু পোস্ট সেন্সর করতে বলায় ফেসবুকের সাথে মতবিরোধ ভিয়েতনাম সরকারের।

ভিয়েতনামে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক। বিগত ৬ মাসে ৮৩৪ টি পোস্টের অ্যাক্সেস বন্ধ করার পরেও আরও কন্টেন্ট সেন্সর করার চাপ দিচ্ছে ভিয়েতনাম সরকার।

ভিয়েতনামে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক। সরকারের কথা না মেনে নিলে ভিয়েতনামে ফেসবুকের ব্যবহার নিষিদ্ধ করে দিতে পারে সরকার।

সংবাদ মাধ্যম অনুযায়ী জানা গেছে ফেসবুককে স্থানীয় রাজনৈতিক বিষয়ের সাথে জড়িত বেশ কিছু কন্টেন্ট  সেন্সর করতে বলছে ভিয়েতনাম সরকার।এর আগে এপ্রিল মাসেও ভিয়েতনাম সরকারের নির্দেশে অনুযায়ী সেখানকার  ফেসবুক ব্যবহারকারীদের  রাষ্ট্রবিরোধী পোস্টগুলির ওপর ফেসবুক নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু তাতেও সেই দেশের সরকার সন্তুষ্ট নন।ফেসবুকের তরফে এপ্রিল মাসে ভিয়েতনাম সরকারের সাথে যে চুক্তি করা হয়েছিল তা এখনও চলছে এবং সেই চুক্তির শর্ত যাতে বজায় থাকে ফেসবুক সেই চেষ্টাই করছে। কিন্তু তার পরেও সরকারের কাছে আরও অনেক কিছু দাবি আসছে, সরকার নতুন করে ফেসবুকের উপরে বেশ কিছু আইন ও জরিমানার নীতা চাপিয়ে দিচ্ছে, এই নিয়েই সংঘাত তৈরি হয়েছে।

আরো পড়ুন: বাইডেনের জয়ের উল্লসিত হলিউড তারকা জেনিফার লরেন্স

তবে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রকের তরফে স্পষ্টতই জানানো হয়েছে  ফেসবুককে সেখানকার স্থানীয় আইন মানার পাশাপাশি লক্ষ্য রাখতে হবে যাতে ভিয়েতনামী রীতিনীতি, রাষ্ট্রীয় স্বার্থ লঙ্ঘন করা পোস্ট কোনোভাবেই ছড়িয়ে না পড়ে, সেসব পোস্টে সীমাবদ্ধতা বাড়াতে হবে।

তবে ফেসবুকের তরফে জানানো হয়েছে ভিয়েতনাম সরকারের নির্দেশ অনুযায়ী রাষ্ট্রবিরোধী পোস্ট সীমাবদ্ধ করার জন্য ৮৩৪ টি পোস্টের অ্যাক্সেস বন্ধ করা হয়েছে গত ছয় মাসে। তবে বেশ কিছুদিন ধরে তাদের আরও চাপ দেওয়া হচ্ছে বেশ কিছু কন্টেন্ট সেন্সর করার জন্য। শুধু চাপ দেওয়াই নয় হুমকিও দেওয়া হচ্ছে যে  সরকারি আদেশ যদি ফেসবুক না মানে তাহলে  ভিয়েতনামে ফেসবুক নিষিদ্ধ করে দেওয়া হবে।

তবে ফেসবুক ব্যবসা করে এমন সকল দেশের মানবাধিকারের সম্মান জানানো ফেসবুকের দায়িত্ব, কিন্তু ফেসবুক ভিয়েতনামের মানবাধিকারের সম্মান না জানিয়ে শুধু ব্যবসায়িক লাভ করছে, এমনটাই মত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নামের একটি সংস্থার।

ভিয়েতনামে ফেসবুক বেশ জনপ্রিয়। সেখানকার ই- কমার্স সাইটের পাশাপাশি সেখানকার নাগরিকদের রাজনৈতিক মতবিরোধ প্রকাশের একটি মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। ভিয়েতনামে  প্রায় ৬০ মিলিয়ন ইউজার ফেসবুক ব্যবহার করে।   ভিয়েতনাম থেকে ফেসবুক বছরে আয় করে  ১ বিলিয়ন ডলারের রেভেনিউ। তবে ফেসবুককে নজরে রেখেছে সেখানকার সরকার, এবং দিন দিন ফেসবুকের ওপর সরকারের রোষ বাড়ায়   ভিয়েতনাম সরকার সে কোনো সময়  ফেসবুকের বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ নিতেই পারে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন: চিনা পণ্য বয়কটে চিনে ক্ষতি ৪০ হাজার কোটি টাকা,দিওয়ালিতে এবছর রেকর্ড সংখ্যক বিক্রি দেশীয় পণ্য 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *