Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘পাবজি’ র বিকল্প হিসেবে তৈরি হয়েছে গেমিং অ্যাপ ‘ফৌজি’।গুগল প্লে স্টোরে ইতিমধ্যেই এসে গেছে গেমিং অ্যাপ ‘ফৌজি’।তবে এখনই ইনস্টল করা যাচ্ছে না, হচ্ছে প্রি-রেজিস্টার।
আত্মনির্ভর ভারত গড়ে তুলতে এবার ‘পাবজি’র বিকল্প ‘ফৌজি’। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে এবার ‘পাবজি’র বিকল্প ‘ফৌজি’। ভারতীয় সেনাবাহিনী কিভাবে বর্ডারে শত্রুদের সাথে যুদ্ধে প্রাণ হারান, দেশের জন্য তাদের আত্মত্যাগ তরুণ প্রজন্মের সামনে সেই সব চিত্রই তুলে ধরা হবে ফৌজি গেমিং অ্যাপের মাধ্যমে।
পাবজির জনপ্রিয়তা সম্পর্কে অবগত প্রায় সকলেই, একটা সময় তরুণ প্রজন্মের মুখে শুধুই ছিল পাবজির নাম, দিন রাত ফোনে শুধু পাবজি পাবজি শুনে অবস্থা খারাপ হয়ে গেছিল অনেক অভিভাবকদের। জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজিতে মেতে থাকায় সন্তানদের নিয়ে চিন্তায় ছিল বহু পরিবার। তবে অভিভাবকদের মুখে হাসি ফোটে যখন বন্ধ করে দেওয়া হয় পাবজি অ্যাপ। কয়েকমাস আগে চিন ভারতের সংঘাতের পর বন্ধ করে দেওয়া হয়েছিল পাবজি অ্যাপ সহ প্রচুর চিনা অ্যাপ। পাবজি আবার ফিরেছে, তবে আত্মনির্ভর ভারতে তৈরি হয়েছে ফৌজি। পাবজি নয় বরং দেশীয় গেমিং অ্যাপ ফৌজি বেশি জনপ্রিয় হোক আশায় সকলে। গুগল প্লে স্টোরে এসে গেছে ‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস ‘ নামের এই অ্যাপ।
আরো পড়ুন: দুর্দান্ত অফার BSNL-এর, ফ্রি তে তিনমাস দেবে নেট সহ একাধিক সুবিধা
অ্যাপটি নির্মান করেছেন স্টুডিও এনকোর নাম সংস্থা। এই সংস্থার তরফে জানানো হয়েছে এই মুহুর্তে অ্যাপটি ইনস্টল করা যাবে না, প্রি রেজিস্টার করা যাবে। অ্যাপটি লঞ্চ হলে প্রথমে তারাই খবর পাবেন যারা এখন প্রি-রেজিস্টার করে রাখবেন। বর্তমানে অ্যানড্রয়েড ফোনের জন্য উপলব্ধ হলেও ভবিষ্যতে এই অ্যাপ অ্যপেলের জন্যও লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।
এই গেমটি লঞ্চ করা হয়েছে সেনাদের সম্মান জানাতে।ভারতীয় সেনাবাহিনী কিভাবে বর্ডারে শত্রুদের সাথে যুদ্ধে প্রাণ হারান, দেশের জন্য তাদের আত্মত্যাগ তরুণ প্রজন্মের সামনে সেই সব চিত্রই তুলে ধরা হবে ফৌজি গেমিং অ্যাপের মাধ্যমে।
পাবজি প্রেমীরা ‘পাবজি’ ফেরায় ভীষণভাবে উৎসাহী।দীর্ঘদিন পাবজি খেলতে না পেরে অনেকেই ভীষণভাবে মুষড়ে পড়েছিলেন, এবার তাদের জন্য শুধু পাবজিই নয়, এসে গেছে ফৌজিও। পাবজি অ্যাপটির উপর কড়া নজর রেখেই আবার ফিরছে পাবজি। তবে এত কিছুর পর ‘পাবজি’ নাকি আত্মনির্ভরশীল ভারত গড়ার লক্ষ্যে ‘ফৌজি’ বেশি জনপ্রিয় হয় সেটাই দেখার।
আরো পড়ুন: আর মাত্র সাত দিনের অপেক্ষা, ভারতে আসছে বহু প্রতীক্ষিত Moto G 5G