ফেলুদার শারীরিক অবস্থা সঙ্কটজনক স্থগিত রাখা হয়েছে তৃতীয় দফায় ডায়ালিসিস 

ফেলুদার শারীরিক অবস্থা সঙ্কটজনক

ফেলুদার শারীরিক অবস্থা সঙ্কটজনক করোনাকে জয় করলেও করোনার কারণে এখনও স্নায়বিক সমস্যার জটিলতা বজায় আছে।

মাঝে একটু ভালো হলেও বর্তমানে ফেলুদার শারীরিক অবস্থা সঙ্কটজন। দ্বিতীয় দফায় ডায়ালিসিসের অর শারীরিক দিক পর্যালোচনা করে তৃতীয় দফায় ডায়ালিসিস স্থগিত রেখেন চিকিৎসকরা।

বর্ষীয়ান অভিনেতার সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় সকলে কিন্তু তাঁর শারীরিক অবস্থা এখনও উদ্বেগের সৃষ্টি করছে চিকিৎসকদের। তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা যথেষ্ট কম, অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল ঠিকই কিন্তু বিপদমুক্ত নন। দ্বিতীয়দফায় ডায়ালিসিস করার পর শারীরিক অবস্থা কতটা উন্নতির দিকে তা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা৷

ওষুধ দিয়ে তাঁর অন্ত্রে রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে।

আগের তুলনায় শারীরিক অবনতি না হলেও সৌমিত্রবাবুর শরীরে হিমোগ্লোবিন এবং প্লেটলেটের পরিমাণ অনেক কমেছে।

করোনাকে জয় করলেও করোনার কারণে এখনও স্নায়বিক সমস্যার জটিলতা বজায় আছে। পঞ্চাশ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে আছেন অভিনেতা, মাঝে মাঝে ডাকাডাকির পর তাকালেও তন্দ্রাচ্ছন্ন ভাব আছে। প্রতি মুহুর্তে অভিনেতার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। দ্বিতীয় দফায় ডায়ালিসিস এর পর ইতিবাচক সাড়া মিলেছে বলেই জানিয়েছেন বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা।

চিকিৎসকরা বেশ কিছু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছেন, অভিনেতার শরীরে সোডিয়াম ও পটাশিয়াম লেভেল ঠিক আছে।কিডনির সমস্যা, কো – মর্বিডিটি তার সুস্থতার পথকে ক্রমশ আটকাচ্ছে, দীর্ঘ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে লড়ছেন সৌমিত্রবাবু। বুধবার ও বৃহস্পতিবার তাঁর দুটি ডায়ালিসিস হওয়ার পর

তৃতীয় দফায় ডায়ালিসস আপাতত স্থগিত রাখা হয়েছে।

করোনা রিপোর্ট পজিটিভ আসার পর ৬ অক্টোবর বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ২০০৬ সাল থেকে তার সিওপিডির সমস্যা ছিল, করোনা সংক্রমণ ধরা পড়ার পর তার শরীরে কমতে থাকে অক্সিজেনের মাত্রা,  সোডিয়াম ও পটাশিয়াম লেভেল, স্বাভাবিক ছিল না, হার্টরেট ছিল অনিয়মিত, এমআরআই রিপোর্টে দেখা যায় ফুসফুসে ক্যান্সারের সংক্রমণ খারাপ আকার নেয়,  সংক্রমণ ছড়িয়ে যায় মূত্রথলিতেও।

বিশেষ মেডিক্যাল টিমের বিশেষজ্ঞ চিকিৎসকদের  চিকিৎসায় কখনো সাড়া দেন আবার কখনো অচেতন থাকেন তিনি। এইভাবেই চলছে ২৬ দিন। করোনাকে হারিয়ে দিলে সকলে ভাবেন এবার হয়তো অভিনেতা দ্রুত সুস্থ হয়ে উঠবেন, উঠছিলেনও, চলছিক মিউজিক থেরাপি কিন্তু আবার স্নায়বিক সমস্যা জটিলতর হয়ে ওঠায় চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করেন দেন তিনি। দ্বিতীয় দফায় ডায়ালিসিস এর পর তৃতীয়বার ডায়ালিসিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে অভিনেতার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা আপাতত তা স্থগিত রেখেছেন।  সকলেই দ্রুত ফেলুদার সুস্থ হয়ে ওঠার দিন গুনছেন।

আরো পড়ুন,বিগ বসউইকেন্ড কা ওয়ার ‘নেপোটিজমবিতর্কে কি বললেন সলমন খান,দেখে নিন 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *