জেনে নিন অভিনেত্রী জয়া আহসানের জীবনের নানা কথা 

জেনে নিন অভিনেত্রী জয়া আহসানের জীবনের নানা কথা

১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ১৪ মে ১৯৯৮ সালে অভিনেতা ফয়সাল আহসানের সাথে বিয়ে হয় জয়া আহসানের।

ওপার বাংলার মতো এপার বাংলাতেও সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, যেমন সুন্দরী,তেমনই অভিনয়ে দক্ষ। বাংলাদেশের সিনেমা ছাড়াও কোলকাতার অভিনেতা দের সাথেও বহু সিনেমা করেছেন তিনি।

জেনে নিন অভিনেত্রী জয়া আহসানের জীবনের নানা কথা

জয়া আহসান হলেন একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী যিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও অভিনয় করছেন এবং সাফল্য পেয়েছেন। সেরা অভিনেত্রী হিসেবে চারবার ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেছেন ‘গোরিলা’ (২০১১), ‘চোরাবালি’ (২০১২), ‘জিরো ডিগ্রি’ (২০১৫), ‘দেবী'(২০১৮) ছবির জন্য।

জয়া আহসানের প্রাথমিক জীবন

জয়া আহসান এর আসল নাম জয়া মাসউদ, বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় ১ লা জুলাই ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন।

তার বাবার নাম এ এস মাসউদ, তিনি ছিলেন  মুক্তিযোদ্ধা। তাঁর মায়ের নাম  রেহানা মাসউদ, তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন। তাঁর এক বোন এবং এক ভাই। ছোটবেলায় নাচ ও গানের প্রতি আগ্রহী ছিলেন তিনি, আঁকাও শিখেছিলেন। অভিনয়ের পাশাপাশি একটি  সংগীত স্কুলের পরিচালনাও করেছেন তিনি। পড়াশোনার পাশাপাশি রবীন্দ্রসংগীতে ডিপ্লোমা এবং ক্লাসিকাল সঙ্গীতে ট্রেনিং নিয়েছেন তিনি।

জয়া আহসানের ব্যক্তিগত জীবন 

১৪ মে ১৯৯৮ সালে অভিনেতা ফয়সাল আহসানের সাথে বিয়ে হয় জয়া আহসানের। ২০১১ তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

আরো পড়ুন: বিষ্ফোরক মন্তব্য অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের, সকলের সামনে আনলেন প্রয়াত দিব্যা ভাটনাগরের স্বামীর আসল চেহারা

জয়া আহসানের কেরিয়ার

সিনেমা জগতে পা রাখার আগে প্রচুর টেলিভিশনে ধারাবাহিক এবং নাটক করেছেন তিনি। প্রথম টেলিড্রামা ‘পঞ্চমী’ তে দেখা যায় তাকে। একাধিক বিজ্ঞাপনের মডেল হিসেবেও তাকে দেখা গেছে। কোকা কোলার বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। ৯০ এর দশকে মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন তিনি। জয়া আহসান অভিনীত বেশ কিছু টেলিভিশন সিরিজ হল –

‘আমাদের ছোট নদী ‘,

‘কফি হাউস’,

‘দরজার ওপাশে’,

‘লাবণ্য প্রভা’,

‘নীড়’ ইত্যাদি।

জয়া আহসানের টেলিফিল্ম

আমাদের গল্প

অনন্ত অধরা,

বিকল পাখির গান,

বুমেরাং,

ডালিয়া,

এবং বনলতা সেন,

হ্যালোউইন,

জননীর কান্না,

জাল,

কয়েকটি নীল রঙপেনসিল ইত্যাদি।

জয়া আহসানের সিনেমা

জয়ার চলচ্চিত্রে অভিষেক হয় ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবির মধ্যে দিয়ে। এরপর ২০১০ সালে নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ২০১১ সালে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা ‘ প্রথম নায়িকা হিসেবে দেখা যায় তাকে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ ২০১২ তে এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন জয়া।ওই বছরই  তানিম নূর পরিচালিত ‘ফিরে এসো বেহুলা’ তেও দেখা যায় তাকে।’গেরিলা’ চলচ্চিত্রের সাফল্যের পর শুধু ওপার বাংলাতেই নয় এপার বাংলাতেও জনপ্রিয় হয়ে ওঠান অভিনেত্রী।  ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমায় ইন্দ্রনীল সেনগুপ্তের সাথে অভিনয় করেন তিনি।

২০১৩ সালে জয়া আহসান কান চলচ্চিত্র উৎসব থেকে নিমন্ত্রণ পান। ২০১৩ তে অরিন্দম শীল পরিচালিত ‘আবর্ত’ ছবিতে আবীর চ্যাটার্জির সাথে অভিনয় করেন তিনি । ২০১৩ তে বাংলাদেশের সাফি উদ্দিন সাফি পরিচালিত রোমান্টিক সিনেমা  ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’তে অভিনয় করেন তিনি, যেখানে অভিনেতা ছিলেন শাকিব খান।

২০১৫ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’তে অভিনয় করেন, বরাবরের মতো এই ছবিতেও জয়ার  অভিনয় প্রশংসিত হয়।   ২০১৭ সালে  ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ এবং পরিচালক  সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেন জয়া । ২০১৬ সালে অরিন্দম শীল পরিচালিত ঈগলের চোখ-এ অভিনয় করেন জয়া।২০১৮ সালে ‘এক যে ছিল রাজা’,’ক্রিসক্রস’ এ অভিনয় করেন তিনি। ২০১৯ সালে ‘কন্ঠ’ তে অভিনয় করেন।

জয়া আহসানের চলচ্চিত্রের তালিকা

ব্যাচেলর (২০০৪)

ডুবসাঁতার (২০১০)

গেরিলা (২০১১)

চোরাবালি (২০১২)

আবর্ত (২০১৩)

পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি (২০১৩)

জিরো ডিগ্রি (২০১৫)

রাজকাহিনী (২০১৫)

পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২ (২০১৬)

ঈগলের চোখ (২০১৬)

ভালোবাসার শহর (২০১৬)

বিসর্জন (২০১৭)

খাঁচা (২০১৭)

পুত্র (২০১৭)

দেবী (২০১৮)

এক যে ছিল রাজা(২০১৮)

ক্রিসক্রস (২০১৮)

কন্ঠ (২০১৯)

আরো পড়ুন: কাঁটালাগা গার্ল শেফালী জারিওয়ালাকে মনে আছে? ‘নাচ বালিয়ে’, ‘বিগবসে মতো একাধিক শোয়ে দেখা গেছে তাকে জেনে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *