Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
২৭ বছরের পুরোনো ভ্রূণ থেকে জন্মেছে মলি গিবসন। এখন মলি গিবসনের বয়স ২ মাস। ২৭ বছরের পুরোনো ভ্রূণ থেকে জন্মালো শিশুকন্যা, আইভিএফ পদ্ধতি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এমনও সম্ভব! এখন মলি গিবসন নামের এই শিশুর বয়স মাত্র ২ মাস। তাঁর দিদি এমা গিবসনের জন্মও হয়েছে ২৫ বছরের ভ্রূণ থেকে।
২৭ বছরের পুরোনো ভ্রূণ থেকে জন্মালো শিশুকন্যা, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এমনও সম্ভব! বয়স দু’মাস কিন্তু আসল বয়স কত জানেন? ২৭ বছর। নিশ্চই ভাবছেন কেমন করে সম্ভব? আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এখন ফ্রোজেন এমব্রায়ো একটি সাধারণ বিষয়।
যার মাধ্যমে ভ্রূণকে হিমায়িত করে রেখে বহু বছর পরেও শিশুর জন্ম দেওয়া সম্ভব। মলি গিবসনের বয়স এখন মাত্র দু’মাস। কিন্তু সঠিক সময়ে জন্মালে এখন তাঁর বয়স হত ২৭ বছর।
টিনা গিবসন এবং তাঁর স্বামী অনেক বছর সন্তানের আশায় ছিলেন, কিন্তু বন্ধত্বের কারণে তাদের ইচ্ছাপূরণ হচ্ছিল না। সেই সময় চিকিৎসকের কাছে ফ্রোজেন ভ্রূণের কথা শোনেন তারা। এই পদ্ধতিটির নাম হল আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশনই।
শুক্রাণু বা ডিম্বাণু দানের কথা জানলেও ভ্রূণ সংরক্ষণ করে শিশু জন্মের কথা শুনে অবাক হয়েছিলেন টিনা গিবসন। পেশায় স্কুলশিক্ষিকা টিনা গিবসন এবং তাঁর স্বামী পেশায় সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। গিবসন দম্পতির দুই মেয়ের জন্মই হয়েছে ফ্রোজেন ভ্রূণ থেকে। টিনা গিবসনের বয়স বর্তমানে ২৯ বছর। তার বড় মেয়ে এমা গিবসন হয়েছে ২০১৭ সালে, তখন সেই ভ্রূণের বয়স ছিল ২৫ বছর এবং এবার দ্বিতীয় সন্তান মলি গিবসনের জন্ম হয়েছে দু’মাস আগে, জন্মের সময় মলির ভ্রূণের বয়স ২৭ বছর।
চিকিৎসা বিজ্ঞানের আধুনিক পদ্ধতিতে ওষুধের মাধ্যমে মহিলাদের শরীরে অনেক ডিম্বাণু তৈরির পর তা যোনিদ্বার দিয়ে বার করে শুক্রাণু দ্বারা নিষিক্ত করে ভ্রূণ সংরক্ষণ করা হয় তরল নাইট্রোজেনে। পরে সেই ভ্রূণ প্রতিস্থাপন করা যায় জরায়ুতে, বিশ্ব জুড়ে পরিচিত এই পক্রিয়াটির নাম ইন ভিট্রো ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার।
আরো পড়ুন: বড়দিনের আগেই করোনার তৃতীয় ঢেউ দাপট দেখাবে মার্কিন যুক্তরাষ্ট্রে