‘বিগ বসে’র উইকেন্ড কা ওয়ারে মুখোমুখি কবিতা কৌশিক এবং রুবিনা দিলেক, কাকে সমর্থন করলেন সলমন খান?

‘বিগ বসে’র উইকেন্ড কা ওয়ারে মুখোমুখি কবিতা কৌশিক এবং রুবিনা দিলেক, কাকে সমর্থন করলেন সলমন খান?

‘মদ খেয়ে কবিতাকে উলটোপালটা মেসেজ করত অভিনব ‘ এমন অভিযোগ তুলেছিলেন কবিতা কৌশিকের স্বামী রনিত শনিবারের এপিসোডে এই বিষয়ে তুমুল যুদ্ধ হবে রুবিনা এবং কবিতার মধ্যে। ‘বিগ বসে’র উইকেন্ড কা ওয়ারে মুখোমুখি কবিতা কৌশিক এবং রুবিনা দিলেক, কাকে সমর্থন করলেন সলমন খান? শনিবার আরশি খানের ক্লাস নেবেন সলমন খান। রুবিনা দিলেক কেঁদে ফেলবেন আজ।

‘বিগ বসে’র উইকেন্ড কা ওয়ারে মুখোমুখি কবিতা কৌশিক এবং রুবিনা দিলেক, কাকে সমর্থন করলেন সলমন খান?
‘বিগ বস ১৪’ য় শনিবারের এপিসোডে মহাযুদ্ধ দেখা যাবে রুবিনা – অভিনব এবং কবিতা – রনিতের মধ্যে। অপরদিকে আরশি খানের আজ ক্লাস নেবেন সলমন খান।

‘বিগ বস ১৪’ র উইকেন্ড কা ওয়ারে শনিবার সলমন খান ঘরের প্রতিযোগিদের উপর ভীষণ রেগে যাবেন। শো’য়ে নিক্কি তাম্বোলি, আলি গোনির পাশাপাশি রাখি সাওয়ান্ত ইতিমধ্যেই প্রবেশ করেছেন। গত কয়েকদিনে ঘরে হওয়া কান্ড দেখে আজ মাথা গরম থাকবে সলমন খানের। সলমন খান আরশিকে জানিয়ে দেবেন আরশি ভুল পথে হাটছে। আরশির কথায় সলমন ক্ষিপ্ত হবেন, আবার রুবিনা দিলেক -অভিনব শুক্লার মুখোমুখি হতে দেখা যাবে কবিতা কৌশিক এবং তাঁর স্বামীকে।

‘উইকেন্ড কা ওয়ার’ এর যে প্রোমো বেরিয়েছে সেখানে দেখা গেছে আরশি সলমন খানের সাথে তর্ক করবে, তারপর সলমন খান আরও রেগে যাবেন। সলমন চলতি সপ্তাহে আরশির ভুল সম্পর্কে আরশিকে সচেতন করবেন।

আরো পড়ুন: বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’ জুন আন্টির অর্থাৎ ঊষসী চক্রবর্তী এইসব সিনেমা গুলো দেখেছেন? জেনে নিন জুন আন্টির জীবনের জানা অজানা তথ্য

শুক্রবারের এপিসোডে দেখা যায় মাস্টারমাইন্ড বিকাশ গুপ্তা রুবিনা এবং অভিনবকে বলেছেন যে কবিতা কৌশিক বাইরে গিয়েই রটিয়েছেন যে অভিনব নাকি নেশা করে আজেবাজে মেসেজ পাঠিয়েছিলেন কবিতাকে।

শনিবারের এপিসোডে সলমন খানের সাথে কবিতা এবং রনিতকে দেখতে পেয়ে অভিনব এবং রুবিনা এই নিয়ে প্রশ্ন তোলেন কবিতার কাছে। রুবিনা কবিতাকে জিজ্ঞেস করবেন- ‘আপনার স্বামী আমার স্বামীর নামে কেন ভুল মন্তব্য করেছেন?’, তখন রনিত জানায় সেই কথা কবিতাই তাকে বলেছিলেন। এরপর কবিতা অভিনবকে বলেন – ‘আপনি অনেকবার আমাকে ভুল মেসেজ করেছিলেন, তারপর আমি বলেছিলাম যে আপনি যদি এইসব মেসেজ বন্ধ না করেন তাহলে আমি পুলিশে যাব’। তারপর অভিনব জানান যে সেইসব মেসেজ তিনি দেখতে চান, এবং এর বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন। কোর্টে গিয়ে এর সিদ্ধান্ত নেবেন বলে অভিনব জানান রুবিনাকে।

এরপর সলমন খান রেগে গিয়ে বলবেন আপনার শো’টাকে একদম খারাপ করে দিচ্ছেন। কবিতা এবং রুবিনার যুদ্ধ এত বেড়ে যাবে যে সলমন খান ক্রুদ্ধ হয়ে বলবেন আপনারা শো’ টাকে খেলা বানিয়ে রেখেছেন৷ ঝগড়া চলাকালীন রুবিনাকে কাঁদতে দেখা যাবে। যদিও সলমন খান রুবিনাকেই সমর্থন করবেন।

আরো পড়ুন: ‘বিগ বস ১৪’য় প্রবেশ করতেই রাখী সাওয়ান্ত এবং রাহুল মহাজনের ধামাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *