E-সিরিজের দ্বিতীয় বাজেট ফোন নিয়ে হাজির Motorola ,জেনে নিন ফিচার

E-সিরিজের দ্বিতীয় বাজেট ফোন নিয়ে হাজির Motorola ,জেনে নিন ফিচার

Motorola Mobile on Amazon

খুব শীঘ্রই ভারতে লঞ্চ করবে Moto E7 , Moto E7 স্মার্টফোনটির দাম প্রায় 10,550 টাকা।

স্মার্টফোনের তালিকায় সবসময় আপডেটেড থাকে Motorola, এবার বাজেটের মধ্যে নিয়ে এসেছে Moto E7 নতুন এই ফোনে নাইট মোডেও উঠবে দারুণ ছবি।

E-সিরিজের দ্বিতীয় বাজেট ফোন নিয়ে হাজির Motorola, বেশ কিছুদিন ধরেই এই ফোনটির ব্যাপারে জানিয়েছিল এই সংস্থা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ফোনটি লঞ্চের খবর দিল Motorola. বেশ পুরনো এই সংস্থাটি কিছুদিন আগেই লঞ্চ করেছিল E7 Plus স্মার্টফোনটি।Motorola র ফোনগুলি বেশ জনপ্রিয় এর আধুনিক ফিচার এবং তুলনামূলক সস্তা দামের কারণে।

Motorola এবার লঞ্চ করল Motorola – Moto E7। 6.5 ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনে আছে ডুয়াল রেয়ার ক্যামেরা, 4000mAh ব্যাটারির এই ফোনটির বেশিরভাগ ফিচার্স E7 Plus এর মতোই। তবে Moto E7 স্মার্টফোনে প্রসেসরটি MediaTek Helio G25 SoC র এবং Moto E7 Plus ফোনে প্রসেসর Snapdragon 460।

আরো পড়ুন: Oppo র নতুন ধামাকা, চারটি ফোনের দাম কমাল Oppo Reno 3 Pro

Moto E7 ফোনটি তিনটি রঙে উপলব্ধ,
অ্যাকোয়া ব্লু, মিনারাল গ্রে এবং স্যাটিন কোরাল। ভারতীয় মূল্যে এই স্মার্টফোনটির দাম প্রায় 10,550 টাকা। 6.5 ইঞ্চির এই ফোনটির রেজোলিউশন 1600×720 pixels। ফোনটির ওজন 180 গ্রাম। ফোনটিতে , 2GB র‍্যাম এবং 32GB ইন্টারনাল মেমোরি আছে যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত বাড়ানো যাবে।

Android 10

অপারেটিং সিস্টেমের এই ফোনটির দাম মোটামুটি বাজেটের মধ্যেই, এই ফোনে আধুনিক ফিচার গুলির মধ্যে অন্যতম ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, LED ফ্ল্যাশ ছাড়াও এই ফোনে আছে 2MP-র ম্যাক্রো লেন্স , সেলফি ক্যামেরার জন্য আছে 5MP সেন্সর। এই ফোনের নাইট মোডেও ভালো ছবি ওঠে।

Moto E7 স্মার্টফোনের ব্যাটারি ব্যাকঅাপ বেশ ভালো। 4000mAh ব্যাটারি সাপোর্ট যুক্ত এই ফোনটি 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে । কোম্পানির তরফে দাবি করা হয়েছে একবার ফুল চার্জ হওয়ার পর ৩৬ ঘন্টা চলবে এই ফোন। এই ফোনের হেডফোন জ্যাক 3.5 mm , এছাড়াও এই ফোনে আছে Google Assistant , ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, রেডিও,ব্লুটুথ 5 সাপোর্ট, ইউএসবি টাইপ সি, ওয়াই ফাই 802.11 ইত্যাদি নানা সুবিধা। খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করবে এই ফোনটি।

আরো পড়ুন: Truecaller এর মতো গুরুত্বপূর্ণ অ্যাপ নিয়ে আসছে Google, অ্যাপটির নাম Google Call App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *