কেউ ভাবেননি মরে গিয়েও বেঁচে যাবেন মাইকেল ন্যাপিনস্কি, হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার ৪৫ মিনিট পর আবার সক্রিয় হল হৃদযন্ত্র

কেউ ভাবেননি মরে গিয়েও বেঁচে যাবেন মাইকেল ন্যাপিনস্কি ,অকল্পনীয়! হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার ৪৫ মিনিট পর আবার সক্রিয় হল হৃদযন্ত্র।

অভিযানে গিয়ে বরফে চাপা পড়ে যায় মাইকেল ন্যাপিনস্কি। এই অভিযাত্রীর হৃদযন্ত্র বন্ধ হয়ে ছিল দীর্ঘসময়।

হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার ৪৫ মিনিট পর আবার সক্রিয় হয় হৃদযন্ত্র,অভিযানে গিয়ে তুষারপাতে জ্ঞান হারিয়ে বরফে চাপা পড়ে গেছিলেন তিনি, কেউ ভাবেননি মরে গিগেও প্রাণে বেঁচে যাবেন মাইকেল ন্যাপিনস্কি।

হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার ৪৫ মিনিট পর আবার সক্রিয় হয় হৃদযন্ত্র। এক অভিযাত্রী দুর্গম এলাকায় হারিয়ে গিয়েছিলেন, তাকে উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন সে  গুরুতর অসুস্থ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার চিকিৎসা শুরু হয় কিন্তু বন্ধ হয়ে গেছিল তাঁর হৃদযন্ত্র৷ তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসকরা৷ এবং প্রায় পয়তাল্লিশ মিনিট পর বেঁচে যান ওই অভিযাত্রী ৷ চিকিৎসকরা তাঁর হৃদযন্ত্র চালু করতে পারেন ৷

৪৫ বছর বয়সী মাইকেল ন্যাপিনস্কি কিছুদিন আগে ওয়াশিংটনের মাউন্টে রেনিয়ার ন্যাশনাল পার্কে অভিযানে গিয়েছিলেন তার এক বন্ধুর সঙ্গে ৷ তার বন্ধু নীচে নেমে গেলেও তিনি আটকা পড়ে যান প্রবল তুষারঝড়ের মধ্যে। জ্ঞান হারিয়ে বরফের নীচে দীর্ঘসময় চাপা পড়ে থাকেন তিনি৷

আরো পড়ুন,পাসপোর্ট সাইজ ছবি তুলতে যেতে হবে না ফটো স্টুডিও

মাইকেলকে খুঁজতে তার বন্ধু হেলিকপ্টার করে আকাশপথে তল্লাশি চালায়, খুঁজে পাওয়া যায় মাইকেলকে,এয়ারলিফ্ট করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

দীর্ঘ সময় বরফে ঠান্ডার মধ্যে চাপা পড়ে থাকায় মাইকেলের অনেক অঙ্গই কাজ করছিল না। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। তবে চিকিৎসকরা হার মানেন না এবং একমো যন্ত্রের সাহায্যে মাইকেলের হৃদযন্ত্র সক্রিয় করার চেষ্টা চালায়। দীর্ঘ পয়তাল্লিশ মিনিট হৃদযন্ত্র বন্ধ থাকার পর তা চালু হয়৷ তার দুদিন পর জ্ঞান আসে মাইকেলের।

মাইকেলের জ্ঞান ফেরায়  চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার এবং নার্সরাও ভীষণ উচ্ছ্বসিত, তাদের চেষ্টা যে সফল হয়েছে এতেই খুশি তারা।

তবে জ্ঞান ফিরলেও মাইকেলের কিডনি এবং হৃদযন্ত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে তবে তা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ চিকিৎসকদের জন্যই আবার জীবন পেয়ে আনন্দিত মাইকেল সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

আরো পড়ুন,করোনায় আক্রান্তের শীর্ষে আমেরিকা, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে কোটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *