ওড়িশাতেও আতসবাজি পোড়ানো নিষেধাজ্ঞা এবং বিক্রিতে জারি নিষেধ

ওড়িশাতেও আতসবাজি পোড়ানো নিষেধাজ্ঞা এবং বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

রাজস্থানের পর এবার ওড়িশা সরকারও আতসবাজি পোড়ানো এবং  বিক্রির উপর জারি করল নিষেধাজ্ঞা। করোনা আক্রান্তদের জন্য আতসবাজির ধোয়া বিপদ ডেকে আনতে পারে তাই এমন সিদ্ধান্ত।

আতসবাজি দূষণের অন্যতম কারণ, আর এবছর প্রত্যেক বছরের থেকে অনেকটাই আলাদা, এবছরে উৎসবের আনন্দকে মাটি করে দিয়েছে করোনা, হাজার হাজার মানুষের মৃত্যু, কাজ চলে যাওয়া ইত্যাদি নানা কিছুর জন্য দায়ি করোনা ভাইরাস এখনও বিদায় নেয়নি। তার করোনা কালে এবছর উৎসবের মরশুম একেবারেই  আনন্দোত্‍সব নয়।

তাছাড়া  বাজির ধোঁয়া করোনা আক্রান্ত ব্যক্তি,  অসুস্থদের ব্যক্তিদের জন্য ভীষণ ক্ষতিকর।

তাই করোনা পরিস্থিতির কথা ভেবে নবীন পট্টনায়কের সরকার সিদ্ধান্ত নিয়েছে

আগামী ১০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত গোটা রাজ্যেজুড়েই   আতসবাজি পোড়ানো  এবং আতসবাজি বিক্রির উপর জারি থাকবে নিষেধাজ্ঞা ।

রাজস্থান সরকার আগেই জানিয়েছিলেন এবছর আতসবাজি পোড়ানো এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ । তারপরেই কর্ণাটকের সরকারও এই একই সিদ্ধান্ত নেন এবার করোনা কালে সেই পথকে আরও জোরদার করল ওড়িশা সরকারও।

আরো পড়ুন,সরকারি নির্দেশকে অমান্য করে দিব্যি চলছে ক্লাস , মাস্ক ছাড়াই স্কুলে উপস্থিত পড়ুয়ারা, নেই দূরত্ববিধি 

পশ্চিমবঙ্গ সরকারও আবেদন করেছেন যাতে এবছর কালীপুজো এবং দীপাবলিতে বাজি পোড়ানো না হয়। নবান্নে বৈঠকের পর

মঙ্গলবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে  কালীপুজোয় বাজি না পোড়ানো এবং কালীপুজোয় প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা যাতে না করা হয় সেই আবেদন জানান।

আতসবাজি নিষিদ্ধ করার বিষয়ে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী  জানিয়েছেন এই ব্যাপারে   মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত  ।

এই সপ্তাহের শুরুতেই করোনা রোগীদের কথা ভেবে  আতসবাজি পোড়ানো ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজস্থান।

তবে দিল্লিতেও বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা থাকলেও শুধুমাত্র গ্রিন আসতবাজির ক্ষেত্রে  ছাড় দেওয়া হয়েছে।

দেশে করোনায় সুস্থতার হার বাড়ছে ঠিকই তবে  আতসবাজির ধোয়া যদি বাতাসে ছড়ায় তবে তা করোনা সংক্রমণ আরও বাড়িয়ে তুলতে পারে তাই  দিওয়ালিতে আতসবাজি একেবারেই  পোড়ানো উচিত নয়।

শীত জাকিয়ে পড়লে করোনার প্রকোপ বাড়তে পারে বলে মনে করছে চিকিৎসক মহল। আর আতসবাজির ধোয়ায় শুধু করোনা রোগীরাই নয়  প্রবীণ, ও শিশুরাও বিভিন্ন শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হন। তাই এই সিদ্ধান্ত একদম সঠিক বলেই মত সকলের।

আরো পড়ুন,পুনরায় করোনার দাপটে ব্রিটেন আতঙ্ক ছড়াচ্ছে ব্রিটেনে, দ্বিতীয় দফায় লকডাউনের পথে ব্রিটেন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *