বিয়ের আগেই পঙ্গু হয়ে গেল কনে, পাত্র তাকেই করলেন জীবনসঙ্গিনী। ভালোবাসার নজির গড়লেন পাত্র, মনে করাবে ‘বিবাহ’ ছবির কথা!

বিয়ের আগেই পঙ্গু হয়ে গেল কনে, পাত্র তাকেই করলেন জীবনসঙ্গিনী। ভালোবাসার নজির গড়লেন পাত্র, মনে করাবে ‘বিবাহ’ ছবির কথা!

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। বিয়ের আগের দিন দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান পাত্রী। বিয়ের আগেই পঙ্গু হয়ে গেল কনে, পাত্র তাকেই করলেন জীবনসঙ্গিনী। ভালোবাসার নজির গড়লেন পাত্র, মনে করাবে ‘বিবাহ’ ছবির কথা! প্রতাপগড়ের কুন্ডা এলাকার পাত্রী আরতি মৌর্যের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামের অবধেশের। কয়েক ঘন্টা আগেই দুর্ঘটনার কবলে পড়েন আরতি। তবে বিয়ের দিনই নিয়ম মেনে বিয়ে হয় তাদের।

বিয়ের আগেই পঙ্গু হয়ে গেল কনে, পাত্র তাকেই করলেন জীবনসঙ্গিনী। ভালোবাসার নজির গড়লেন পাত্র, মনে করাবে ‘বিবাহ’ ছবির কথা! বিয়ের আগেই পঙ্গু হয়ে গেল কনে, পাত্র তাকেই করলেন জীবনসঙ্গিনী। সিনেমা নয় বাস্তবেও সম্ভব এমন, প্রমাণ করে দিলেন অবধেশ। হ্যাপি এন্ডিং, ভালোবাসার নিদর্শন এসব গল্প কাহিনি, বাস্তবে এমনটা দেখা যায় না, অনেকেই ভেবে থাকেন এমন কিন্তু অনেক সময়ই এইসব বাস্তবেও ঘটে।

ঘটনাটি পড়তে গিয়ে আপনাদের একটি ছবির কথা মনে পড়বে যেখানে বিয়ের আগেই পুড়েগেছিলেন অমৃতা রাও, তবুও তাঁর প্রতি ভালোবাসা, যত্ন কমেনি শাহিদ কাপুরের। হ্যাঁ ঠিকই ভাবছেন, ছবির নাম ছিল ‘বিবাহ’।

আরো পড়ুন: ‘জুন আন্টি’ শুধু নায়িকাই নয়, গায়িকাও বটে! অভিনেত্রী উষসী চক্রবর্তী নতুন গানের অ্যালবাম নিয়ে হাজির, শুনেছেন?

এসব আসা যাক সত্যি ঘটনায়, উত্তরপ্রদেশের প্রতাপগড়ের কুন্ডা এলাকার পাত্রী আরতি মৌর্যের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামের অবধেশের। ৮ তারিখ ছিল তাদের বিয়ে, তবে বিয়ের কয়েক ঘণ্টা আগে ছাদ থেকে পড়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানায় তার হাত পায়ে আঘাত লেগেছে৷ দুটুকরো হয়ে গেছে শিরদাঁড়া।

কয়েক মাস বিছানায় শয্যাশায়ী থাকার পরেও আরতির একেবারে সুস্থ হওয়ার সম্ভাবনা ক্ষীন বলে জানিয়ে দেন চিকিৎসকরা।
তবুও পাত্র অবধেশ তাঁর নিজের সিদ্ধান্ত পালটায় না বরং আরতিকেই বেছে নেন জীবনসঙ্গিনী হিসেবে। দুর্ঘটনার পর থেকেই আহত আরতির সেবা করে যাচ্ছে অবধেশ।

আরতির দুর্ঘটনার পর আরতির বাড়ির লোকেরা অবধেশকে প্রস্তাব দিয়েছিলেন আরতির বোনকে বিয়ে করার জন্য। যদিও এই প্রস্তাবে রাজি হননি অবধেশ। অবধেশ স্পষ্টতই জানিয়ে দেন, আরতিকেই বিয়ে করবেন তিনি। এরপর লগ্ন মেনে আরতি এবং অবধেশের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীর পাশে হাসপাতালে স্ত্রী য়ের যত্ন করছেন অবধেশ। অবধেশ এর এই সিদ্ধান্তের কথা শুনে সকলেই কুর্নিশ জানাচ্ছে তাকে। যেভাবে সে আরতির পাশে দাড়িয়েছে তাতে সত্যি ভালোবাসার নিদর্শন দিয়েছেন অবধেশ।

আরো পড়ুন: রোজগার হীন মানুষদের ই-রিকশা দিতে চলেছে অভিনেতা সোনু সুদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *